Pages

টরেন্ট কি ,টরেন্ট থেকে কিভাবে ডাউনলোড করা যায় (টিউটোরিয়াল )

এক কথায় যদি সহজভাবে টরেন্ট কি বুঝতে চান তাহলে টরেন্ট হলো সেই পদ্ধতি যার মাধ্যমে একজনের পিসি থেকে আরেকজনের পিসিতে ফাইল ট্রান্সফার করা হয় । এ ধরনের নেটওয়ার্ককে বলা হয় P2P ফাইলে শেয়ারিং নেটওয়ার্ক

এবার আসি টরেন্টের বেশ কিছু পরিচিত শব্দ নিয়ে  :

Torrent কি : P2P ফাইল শেয়ার , P2P হলো Peer 2 Peer
Peer কি : যে একি সময়ে ডাউনলোড ও আপলোড করে। 
Seeds কি: যে  আপলোড করে। 
Leecher কি : যে  ডাউনলোড করে ।
Client কি : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাউনলোড করা হয়।
Tracker কি : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্র্যাকার হলো মাধ্যম।



আশা করি বুঝতে পেরেছেন । এবার আপনার প্রথমেই প্রয়োজন হবে Client এর যার মাধ্যমে আপনি টরেন্ট ফাইল ডাউনলোড করবেন । এমন একটি ক্লায়েন্ট সফটওয়্যার হচ্ছে Utorrent 
এখান থেকে ইউটরেন্ট সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন ।


এবার আপনার প্রয়োজন হবে টরেন্ট ওয়েবসাইটের যেখান থেকে আপনি টরেন্ট এর লিংকগুলো পাবেন । এ ধরনের বেশকিছু সাইট রয়েছে তার মাঝে জনপ্রিয় কিছু সাইট হলো

উপরের সাইটগুলোতে গিয়ে প্রথমে আপনার প্রয়োজনমতো সফটওয়্যার বা মুভি সার্চ করে বের করে নিন তারপর সেটাতে প্রবেশ করেই সাইটের ভিন্নতা অনুযায়ী ডাউনলোড টরেন্ট অথবা গেট দিস টরেন্ট লিংক পাবেন সেখানে ক্লিক করুন ।। আরও বুঝতে নিচের ছবি দেখুন 



এসব সাইটে প্রচুর বিজ্ঞাপন থাকে তাই বুঝে শুনে ছবি অনুযায়ী সঠিক ডাউনলোড বাটনে ক্লিক করবেন না হয় অন্য সাইটে চলে যাবেন ।। 

যখনই আপনি ডাউনলোডে ক্লিক করবেন তখন ছোট সাইজের একটা ফাইল ডাউনলোড হবে এবার আপনার ইন্সটল করা সফটওয়্যার Utorrent ওপেন করুন এবার ফাইল মেনু থেকে এ্যাড টরেন্ট এ ক্লিক করে ছোট যে ফাইলটা ডাউনলোড করেছিলেন টরেন্ট সাইট থেকে সেটা এ্যাড করে নিন ব্যাস ডাউনলোড শুরু হয়ে যাবে ।

কিছু কিছু সাইট থেকে অবশ্য ডাউনলোড টরেন্টে ক্লিক করলেই অটোমেটিং ইউটরেন্ট সফটওয়্যারটি ওপেন হয়ে যায় এবং ডাউনলোড হওয়া শুরু হয়ে যায় । 

মনে রাখবেন টরেন্টের স্পিড শুধুমাত্র আপনার নেট স্পিডের উপরে নির্ভর করেনা নির্ভর করে কতজন সিডার  মানে কতজন ফাইলটি আপলোড করছে আর কতজন লিচার ফাইলটি ডাউনলোড করছে । তাই সিডার যত বেশি তত ভালো স্পিড পাবেন, ওই টরেন্ট ফাইল সার্চ করে ডাউনলোড করার সময়ই  সিডার কতজন লিচার কতজন তা আপনি সহজেই দেখে নিতে পারবেন ( নিচের ছবি দেখুন )


কি এবার বুঝা গেলোতো টরেন্ট জিনিসটা কি আর টরেন্ট কিভাবে কাজ করে :) তারপরও কনফিউশন থাকলে কমেন্টস এ জানাতে ভুলবেন না ।। 


2 comments:

  1. টরেন্ট থেকে একটি মুভি ডাউনলোড করার পর সেটা মেমোরি কার্ডে কপি-পেস্ট করে রাখলে কি আমি সিড (seed) করতে পারবো?

    ReplyDelete