পৃথিবীর কুখ্যাত সিরিয়াল কিলাররা

"রসু খাঁ",আমাদের দেশের প্রেক্ষিতে এক ভয়ংকার সিরিয়াল কিলারএই নরপিশাচ গত বছরে ১১ জন নারীকে ধর্ষন হত্যা করেছেআসুন জানি পৃথিবীর কয়েকজন কুখ্যাত সিরিয়াল কিলারদের সম্পর্কে


১. জিল দ্যা রাই (Gilles de Rais)
জম্ম ১৪০৪ সালে ফ্রান্সেতাকে বিবেচনা করা হয় আধুনিক সিরিয়াল কিলারদের পথিকৃত হিসাবেরাই তার কিলিং মিশন শুরু করার পূর্বে ছিল মিলিটারী ক্যাপ্টেন বিখ্যাত জোয়ান অব আর্ক এর অধীনেএই ভংয়কর সিরিয়াল কিলার শতাধিক ব্যাক্তিকে হত্যা করে যাদের অধিকাংশই শিশুতার শিকারের মধ্যে বেশীর ভাগই শিশুই ছিল ব্লন্ড চুল আর নীল চোখের অধিকারী (যেমনটি সে ছোটকালে ছিল দেখতে)ধারনা করা হয় সে তার যৌন পূলক পেতে শিশুদের নির্যাতনের মাধ্যমে হত্যা করত (শিকারের উপর মাস্টারবেশন করত)তার শিকারের প্রকৃত সংখ্যা পাওয়া যায় নাবেশীরভাগ শিকারকেই সে হত্যার পর পুড়িয়ে ফেলতধারনা করা হয় তার শিকার সংখ্যা ৮০ থেকে ২০০অনেকের মতে এ সংখ্যা ৬০০-র উর্দ্ধেতার অধিকাংশ শিকারের বয়স ছিল ৬ থেকে ১৮ এর মধ্যেযদিও রাই বালকদেরই তার শিকার হিসেবে বেশী পছন্দ করত তবে বালিকারাও তার হাত থেকে নিস্তার পেতো না

২. রির্চাড ট্রেটন সেচ (Richard Trenton Chase)
 এই আমেরিকান সিরিয়াল কিলারের জম্ম ১৯৫০ সালেহত্যাকান্ডের পর তাদের রক্তপান এবং শিকারের মাংস ভক্ষনের অভ্যাসের কারনে তার ডাক নাম ছিল " ভ্যাম্পায়ার অব স্ক্রেরামেন্টো"তার প্রথম শিকার ৫১বছর বয়সী ইন্জিনিয়ার এমব্রোস গ্রিফিনসেচ গ্রিফিনকে হত্যা করেন ১৯৭৭ সালের ২৯ ডিসেম্বরতার ২য় শিকার টেরেসা ওয়ালিন ছিল অন্তসত্ত্বাসে তাকে হত্যার পর তার সাথে সহবাসে মিলিত হয় এবং তার রক্ত দিয়ে গোসল করে১৯৮০ সালের ৮ মে বিচারে গ্যাস চেম্বারে তার মৃত্যুদন্ড হয়দন্ডের জন্য অপেক্ষাকালীন সময়ে ১৯৮০ সালের ২৬ ডিসেম্বর তার সেলে তাকে মৃত অবস্থায পাওয়া যায়ধারনা করা হয় প্রিজন ডাক্তারের প্রদত্ত ওষুধ অতিরিক্ত পরিমান খেয়ে সে আত্মহত্যা করে

৩. জেফরি ডামার (Jeffrey Dahmer)
 জম্ম ১৯৬০ সালেডামারের শিকার সংখ্যা কমপক্ষে ১৭তার হত্যাকান্ডগুলো ছিল সত্যিকার অর্থেই বিভীষিকাময়ডামার শিকারকে জোর পূর্বক সমকামিতায় বাধ্য করা সহ তাদের অঙ্গ প্রতঙ্গ বিচ্ছিন্নকরন এবং শিকারের মাংস ভক্ষণ করতডামার ১৮ বছর বয়সে তার প্রথম হত্যাকান্ড ঘটায়১৯৮৮ সালের ২৫ সেপ্টেম্বর ১৩ বছর বয়সী একজন বালককে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়বিচারে তার এক বছর সাজা হয়, সে বিচারকের কাছে দোষ স্বীকার করে এবং তাকে মেন্টাল থেরাপি দেয়ার অনুরোধ করে৫বছর সন্তোষজনক আচার আচরনের শর্তে তাকে প্রবেশনে মুক্তি দেয়া হয়মুক্তির পরপরই সে পুনরায় হত্যাযজ্ঞে মেতে উঠে১৯৯১ সালের ডিসেম্বরে ডামার পুনরায় পুলিশের নিকট ধরা পড়লে তার ভয়ানক কুর্কীতিগুলো প্রকাশিত হয়ে পড়েবিচারে ডামারের ৯৩৭ বছর জেল হয়বিচারকালে ডামার কারাবাসের পরিবর্তে তার মৃত্যুদন্ড কামনা করে১৯৯৪ সালের ২৮ নভেম্বর কারাগারের জিমে কর্মরত অবস্থায় ক্রিস্টোফার স্কেভার নামক অপর একজন কয়েদীর মারাত্মক পিটুনিতে নিহত হন ভয়ংকর সিরিয়াল কিলার জেফরি ডামার

. আন্দ্রেই চিকাতিলো (Andrei Chikatilo)
 জম্ম ইউক্রেনে পরবর্তীতে রাশিয়ান নাগরিক এই সিরিয়াল কিলার বুচার অব রোস্তভ বা রোস্তবের কসাই হিসেবে কুখ্যাত ছিলতাকে দ্যা রেড রিপার নামেও ডাকা হতো১৯৭৮ হতে ১৯৯০ সালের মধ্যে ৫৩ জন নারী শিশুকে হত্যা করার অপরাধে তাকে অভিযুক্ত করা হয়সে যে প্রক্রিয়ায় হত্যাকান্ড ঘটাতো তা এক কথায় নৃংশসচিকাতিলো তার প্রথম হত্যাকান্ড ঘটায় ১৯৭৮ সালের ২২ ডিসেম্বরসে বছর বয়সী একটি মেয়েকে ফুসলিয়ে একটি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে গিয়ে তাকে ধর্ষন করতে উদ্যত হয়মেয়েটি চিকার চেচাঁমেচি করলে সে তাকে ছুরিকাহত করে হত্যা করে তার উপর বীর্যপাত ঘটায়এভাবেই তার বিকৃত কামচরিতার্থের শুরুসে তার শিকারদের ছুরিকাহত করতে করতে বীর্যপাত ঘটানোর মাধ্যমে যৌন পূলক লাভ করতো১৯৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি এই কুখ্যাত খুনীকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়
সম্পূর্ন লেখাটির মুল লেখক সামু ব্লগের ফোরকান ভাইয়ের অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে।তাই বিভান্তির অবকাশ নাই ।
   


0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন