কে টু (k2) পর্বত -বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু এভারেস্টের চেয়েও ভয়ংকর যে পর্বত পাকিস্তান চায়না সীমান্তে অবস্থিত

আমরা সবাই এক নাম্বার মাউন্ট এভারেস্টের কথা জানি কিন্তু দুই নাম্বারে কে আছে সেটা কতজন জানি?

আজকে আমি দুই নাম্বারের কথাই বলবো।

পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ পর্বত হলো কে টু ( K2 ) ,এটির উচ্চতা হলো ২৮,২৫০ ফুট । আর এভারেস্টের উচ্চতা হলো 29,031 ফুট মানে মাত্র ৭৮১ ফুট ছোট  । উচ্চতায় দ্বিতীয় হলেও আকাশছোঁয়া উচ্চতার এই পর্বতকে পৃথিবীর সুউচ্চ পর্বতগুলোর মধ্যে আরোহণের জন্য সবচেয়ে কঠিন পর্বতগুলোর মধ্যে ধরা হয় । এমনকি এটিকে এভারেস্ট জয় করার চেয়েও কঠিন বলে ধরা হয় ।


 

যেখানে এভারেস্টে ৪% ডেথ রেট সেখানে কেটু তে 29% ডেট রেট যেখানে ৪০% মানুষ এভারেস্টে উঠার চেষ্টা করে সফল হয় সেখানে মাত্র ১৫% মানুষ কে টু তে সফল হয় !!! এজন্য যারাই কে টুতে সফলভাবে সামিট /জয় করতে পারে তাদেরকে বিশেষ সম্মানের চোখে দেখা যায় ।

আরও আশ্চর্যের কথা হলো এটি একমাত্র পর্বত যাতে এখন পর্যন্ত শীতকালে কেউ সামিট /জয় করতে পারেনি !!!!!!! তবে ১৬ই জানুয়ারী ২০২১ এ ১০ জনের নেপালী শেরপা টিম সর্বপ্রথম শীতকালে এই পর্বতটি জয় করে ইতিহাস রচনা করেন।



১৯৫৩ সালে আমেরিকান ক্লাইম্বার জর্জ বেল এটাকে স্যাভেজ মাউন্টেইন বা অসভ্য পর্বত বলেছিলো …সে বলেছিলো It’s a savage mountain that tries to kill you ।

হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বতমালার অন্তর্গত এই পর্বতশৃঙ্গটি পাকিস্তানের গিলগিত-বালতিস্তান ও চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে অবস্থিত।। তবে এটিতে আরোহণের অধিকাংশ রুটই পাকিস্তানের দিক থেকে অবস্হিত ।

এর নামকরণ খুজতে গিয়ে দেখা যায় বৃটিশ Thomas Montgomerie জরিপ করতে পাকিস্তানের কারাকোরাম আসেন তখন তিনি কারোকোরাম নামের K অক্ষরটি ধরে পর্বতগুলোর নাম করণ করেন । সে অনুসারে তার দ্বিতীয় জরিপ কৃত পর্বত ছিলো কে টু তাই তিনি এর নাম করেন K2

১৯০২ সালে Anglo-Swiss সর্বপ্রথম এটি জয় করার চেষ্টা করেন কিন্তু সফল হতে পারেনি তারপর আরও অনেকেই চেষ্টা করেন কিন্তু সফল হতে পারেননি ।

 

অবশেষে ১৯৫৪ সালের ৩১শে জুলাই ইটালিয়ান টিমের সদস্য ‘আচিলি কম্পেগননি’ ও ‘লিনো লাচেডেলি’ প্রথমবারের মতো কে-টু জয় করেন। তখন থেকেই ইটালিতে এটি একটি গৌরবময় জাতীয় অর্জন হিসেবে বিবেচিত হয় ।

২০০৪ সালে Carlos Soria Fontán নামে একজন স্প্যানিশ এটি জয় করেন এবং তিনিই এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি কে টু জয় করলেন ।

অনেকের মনে হতে পারে এটি এত কঠিন কেন ? এর কারণ হলো এটি খুবই খাড়া পর্বত পিরামিডের মতো শেইপ ,বেইজ ক্যাম্পের পরিমাণ কম ,এছাড়া ওয়েদার এখানে খুবই খারাপ থাকে এমন সব কারণেই এটি হয়ে উঠেছে ভয়ংকর এক পর্বত ।

16,785 ফুট উচ্চতায় হলো এর বেইজ ক্যাম্প যেখান থেকে সবাই এর সর্বোচ্চ চুড়ায় উঠার চেষ্টা করে ।


লেখাটি শেয়ার করুন