হাতিয়া মনপুরা কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় ঘুরবেন বিস্তারিত

হাতিয়া ও মনপুরা দুইটা বিচ্ছিন্ন দ্বীপ তবে দুইটা দ্বিপেই টুকটাক পর্যটক ঘুরতে যায় বিশেষ করে হাতিয়ার তুলনায় মনপুরা একটু বেশিই পর্যটক যায়। হাতিয়া আর মনপুরা পাশাপাশি দুইটা দ্বিপ এলাকা ।তবে মনপুরা হলো ভোলা জেলার একটি দ্বিপ উপজেলা আর হাতিয়া হলো নোয়াখালীর একটি দ্বিপ উপজেলা।

যাদের বেশি সময় নেই হাতে তারা শুধু মনপুরা ঘুরলেই হয়ে যাবে আমাদের হাতে ঈদের পর সময় বেশি ছিলো তাই আমরা মুলত হাতিয়াও ঘুরে আসছি। 


                                                               ছবি : মনপুরা দ্বিপ

প্রথমে বলি মনপুরার কথা:

মনপুরা হলো ভোলা জেলার একটা দ্বিপ উপজেলা ,এটি মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বিপ ,তিনদিকে মেঘনা আর একদিন বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত । যেহেতু এটি উপজেলা তাই দ্বিপ ভাবলেও এটি যথেষ্ট বড় একটি দ্বিপ। 

লেখাটি শেয়ার করুন