যেকোন ইংরেজী মুভি দেখুন সাবটাইটেল সহ

আমরা কমবেশি সবাই ইংলিশ মুভি/সিনেমা দেখিআর ইংরেজী মুভি দেখার আসল মজা তখনই পাওয়া যায় যখন মুভি সাবটাইটেল সহ পুরো মুভির কাহিনী ভাল করে বুঝে দেখা যায়তবে ইংলিশ মুভিগুলোর ভাষা সাবটাইটেল ছাড়া বুঝা অনেক কঠিনতবে সাবটাইটেল থাকলে খুব সহজেই বুঝা যায়আর অধিকাংশ মুভিরই সাবটাইটেল ডিভিডিতে বা ইন্টারনেট হতে ডাউনলোড করলেও পাওয়া যায়নাআপনাদের  এই সাবটাইটেল সমস্যার সমাধান করার জন্যই আমার এই পোস্টআপনি ইচ্ছা করলে যেকোন ইংলিশ মুভির সাবটাইটেল ইন্টারনেট হতে ডাউনলোড করে আপনার মুভির সাথে দেখতে পারেন আর এজন্য প্রথমে আপনাকে আপনার পছন্দের মুভির সাবটাইটেল ডাউনলোড করতে হবেসাবটাইটেল ডাউনলোড করার জন্য অনেক সাইট আছে তবে আমার পছন্দের কিছু সাইট হল



এই সাইটগুলোতে গিয়ে আপনার পছন্দের মুভির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনার পছন্দের সাবটাইটেল
মুভি দেখার জন্য আপনারা  VLC Media Player অথবা মিডিয়া প্লেয়ার ক্লাসিক ব্যবহার করতে পারেনএবার কথা হল কিভাবে আপনি সাবটাইটেল ফাইলটি মুভির সাথে যুক্ত করবেন
যেকোন  সাবটাইটেল ফাইলগুলো জিপ আকারে থাকে ডাউনলোড করার পর আনজিপ করুন আনজিপ করার পর .srt নামের ফাইলটিই হল সাবটাইটেল ফাইলএবার VLC বা Media player classic এ আপনার পছন্দের মুভিটি চালু করুন এবার মিডিয়া প্লেয়ারের ফাইল মেনু হতে LOAD SUBTITLE এবং VLC এর Video>subtitles track>open এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি আপলোড করে নিন ব্যাস আপনার কাজ শেষএবার মুভি দেখুন
মাঝে মাঝে দেখা যায় সাবটাইটেল থাকে উত্তরে আর আপনার মুভি থাকে দক্ষিণে অর্থা সাবটাইটেলের সাথে মুভির মিল থাকেনাতখন কি করবেন??
এই সমস্যার কারণ হল মুভির ফ্রেম রেট আর সাবটাইটেল ফ্রেম রেট মিল থাকেনাসাবটাইটেল ডাউনলোড করার সময় খেয়াল করবেন প্রতিটির পাশে fps বা ফ্রেম পার সেকেন্ড লেখা আছেআর মুভির FPS দেখতে হলে propertise এ ক্লিক করুন অথবা vlc তে মুভিটি চালু করে টুলস হতে কোডেক ইনফরমেশন এ ক্লিক করুনএখন যদি আপনার সাবটাইটেল না মিলে বা সমান FPS এর কোড না মিলে তখন কি করবেন?
এই সাইটগুলোতে গিয়ে আপনার পছন্দের মুভির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনার পছন্দের সাবটাইটেল
মুভি দেখার জন্য আপনারা  VLC Media Player অথবা মিডিয়া প্লেয়ার ক্লাসিক ব্যবহার করতে পারেনএবার কথা হল কিভাবে আপনি সাবটাইটেল ফাইলটি মুভির সাথে যুক্ত করবেন
যেকোন  সাবটাইটেল ফাইলগুলো জিপ আকারে থাকে ডাউনলোড করার পর আনজিপ করুন আনজিপ করার পর .srt নামের ফাইলটিই হল সাবটাইটেল ফাইলএবার VLC বা Media player classic এ আপনার পছন্দের মুভিটি চালু করুন এবার মিডিয়া প্লেয়ারের ফাইল মেনু হতে LOAD SUBTITLE এবং VLC এর Video>subtitles track>open এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি আপলোড করে নিন ব্যাস আপনার কাজ শেষএবার মুভি দেখুন
মাঝে মাঝে দেখা যায় সাবটাইটেল থাকে উত্তরে আর আপনার মুভি থাকে দক্ষিণে অর্থা সাবটাইটেলের সাথে মুভির মিল থাকেনাতখন কি করবেন??
এই সমস্যার কারণ হল মুভির ফ্রেম রেট আর সাবটাইটেল ফ্রেম রেট মিল থাকেনাসাবটাইটেল ডাউনলোড করার সময় খেয়াল করবেন প্রতিটির পাশে fps বা ফ্রেম পার সেকেন্ড লেখা আছেআর মুভির FPS দেখতে হলে propertise এ ক্লিক করুন অথবা vlc তে মুভিটি চালু করে টুলস হতে কোডেক ইনফরমেশন এ ক্লিক করুনএখন যদি আপনার সাবটাইটেল না মিলে বা সমান FPS এর কোড না মিলে তখন কি করবেন?



সাব-কনভার্টার 
 সফটওয়্যারটি ডাউনলোড করুনএবার সফটটি ওপেন করুন
. ওপেন এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি ওপেন করুন
ফ্রেম রেটের ঘরে মুভির ফ্রেম রেটটি লিখুন (যদি মুভির ফ্রেম রেট ২৩ আর সাবটাইটেলের ফ্রেম রেট ২৭ হয়, তবে এ ঘরে ২৩ লিখুন)
কনভার্ট এ ক্লিক করুন এবার কনভার্ট এজ এ ক্লিক করে ফাইলটি ..srt দিয়ে সেভ করুন

Mail থেকে পাওয়া

আমার ব্লগের পাঠক কেউ একজন আমাকে নিচের পিকচারটি মেইল করে পাঠিয়াছি।আর পিকচারটি মজার হওয়ার আমি আপনাদের সাথে শেয়ার করলাম।

আর্টসেলের কন্ঠে নজরুলের দূর্গম গিরি কান্তার মরু গানটি(ডাউললোড লিংকসহ)

আজকে ইন্টারনেটে খুজতে খুজতে আর্টসেলের কন্ঠে নজরুলের একটি গান পেলাম।আর্টসেলে নজরুলের দূর্গম গিরি কান্তার মরু গানটি গেয়েছে ।আমার কাছে গানটি অসাধারণ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ডাউনলোড করে দেখতে পারেন।আশা করি ভাল লাগবে।
ডাউনলোড 

পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে অনলাইনে বাংলা রেডিং শুনুন এবং রেকর্ড করুন

বাংলাদেশে বর্তমানে এফএমরেডিও এর জনপ্রিয়তা তুঙ্গে ।চারদিকে শুধু এফএম আর এফএম এর আওয়াজ।কিন্ত এই এফএম যারা শুনতে পায়না তাদের আক্ষেপ অনেক কারণ fm গুলোর কভারেজ একদম সিমীত।আবার অনেকে fm শুনার সাথে সাথে নতুন এবং এক্সুসিভ গানগুলো রেকর্ড করে রাখতে চান।কিন্ত অধিকাংশ রেডিংওতে রেকর্ড অপশনটি নাই বলে আফসোস এর শেষ নাই।না এখন সব বাদ দেন।শুধুমাত্ত ইন্টারনেট থাকলেই হবে আপনি আপনার পিসি হতেই শুনতে পাবেন জনপ্রিয় বাংলা রেডিও গুলোর গান এবং সাথে সাথে রেকর্ড ও করতে পারবেন।এবং এই কাজটি একটি ছোট সফটওয়্যার দিয়েই সম্ভব।Screamer Radio দিয়ে আপনি সব করতে পারবেন।প্রথমে এখান হতে Screamer Radio ডাউনলোড করে নিন।তারপর ইন্সটল করে নিন ।এবার নিচের লিংক হতে আপনার পছন্দের fm stationer ঠিকানাটি কপি করে Screamer Radio এর file এ ক্লিক করে open url এ পেস্ট করে দিন ব্যাস রেডিও চালু হয়ে যাবে।আর rec তে ক্লিক করলে গান রেকর্ড হবে ।আশা করি আপনাদের ভাল লাগবে ।

রেডিও ফুর্তি

http://free.freeshoutcast.com:2826/ 

রেডিও টুডে
রেডিও(ঢাকা স্টেশন): http://122.248.11.50:8000
রেডিও(চট্টগ্রাম স্টেশন): http://122.248.11.51:8000

 রেডিও গুনগুন
রেডিও (HD): http://69.39.233.135:8888/
রেডিও (32 বিট): http://69.39.233.135:8032/

 রেডিও ঢাকা

 http://202.4.100.2:8000 

রেডিও তুফান
 http://67.228.101.162:7600 

 এই সব রেডিও এর মাঝে রেডিও গুনগুন ,তুফান আর ঢাকা কমগতির নেট কানেকশন দিয়েও ভালভাবে শুনা যায় এবং রেকর্ড করা যায়।তবে রেডিও ফুর্তি আর টুডে শুনতে কিছুটা বেশি গতির নেট কানেকশন লাগে।আশা করি আপনাদের ভাল লাগবে।আর কোন সমস্যা হলে মন্তব্য করুন বা আমাকে মেইল করুন 
 

ইন্টারনেট হতে ফ্রী পাঠান গ্রামীন ফোনের ইন্টারনেট সেটিংস

মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে ইন্টারনেট সেটিংস লাগেআর এজন্য এসএমএস করে সেটিংস আনতে হয় আর এজন্য এসএমএস এর চার্জ দিতে হয় কিন্তু এখন আপনি ইচ্ছা করলে ইন্টারনেট হতে একদম ফ্রীতে আপনার গ্রামীন নাম্বারে ইন্টারনেট সেটিংস পাঠাতে পারেন একদম সহজেপ্রথমে এই লিংকে ক্লিক করুন তারপর Vender হিসেবে আপনার মোবাইল প্রস্তুতকারীর নাম সিলেক্ট করুন তারপর মডেল নাম্বার সিলেক্ট করুন এবার আপনি কোন  সেটিংস চান তা সিলেক্ট করুন সেটিংস হিসেবে আপনি Mms,wap,internet দেখতে পাবেন এখান হতে আপনার প্রয়োজনীয় সেটিংস অথবা তিনটি সেটিংস একসাথেই পাঠাতে পারেনএবার আপনার মোবাইল নাম্বার দিন মোবাইল নাম্বার দেবার সময় খেয়াল রাখবেন আগেই প্রথম দুটি অক্ষর মানে 17 দেয়া আছে এর মানে 017 এর পরের সংখ্যাগুলো শুধু বক্সের ভিতরে লিখবেনএবার Send এ ক্লিক করুন এবার একটি Authentication code আপনার মোবাইলে পাঠানো হবে এই নাম্বারটি প্রবেশ করান তাহলেই আপনার মোবাইল নাম্বারে চলে আসবে ফ্রী মোবাইল সেটিংস আশা করি আপনাদের ভাল লাগবে সবাই ভাল থাকবেন

পৃথিবীর কুখ্যাত সিরিয়াল কিলাররা

"রসু খাঁ",আমাদের দেশের প্রেক্ষিতে এক ভয়ংকার সিরিয়াল কিলারএই নরপিশাচ গত বছরে ১১ জন নারীকে ধর্ষন হত্যা করেছেআসুন জানি পৃথিবীর কয়েকজন কুখ্যাত সিরিয়াল কিলারদের সম্পর্কে


১. জিল দ্যা রাই (Gilles de Rais)
জম্ম ১৪০৪ সালে ফ্রান্সেতাকে বিবেচনা করা হয় আধুনিক সিরিয়াল কিলারদের পথিকৃত হিসাবেরাই তার কিলিং মিশন শুরু করার পূর্বে ছিল মিলিটারী ক্যাপ্টেন বিখ্যাত জোয়ান অব আর্ক এর অধীনেএই ভংয়কর সিরিয়াল কিলার শতাধিক ব্যাক্তিকে হত্যা করে যাদের অধিকাংশই শিশুতার শিকারের মধ্যে বেশীর ভাগই শিশুই ছিল ব্লন্ড চুল আর নীল চোখের অধিকারী (যেমনটি সে ছোটকালে ছিল দেখতে)ধারনা করা হয় সে তার যৌন পূলক পেতে শিশুদের নির্যাতনের মাধ্যমে হত্যা করত (শিকারের উপর মাস্টারবেশন করত)তার শিকারের প্রকৃত সংখ্যা পাওয়া যায় নাবেশীরভাগ শিকারকেই সে হত্যার পর পুড়িয়ে ফেলতধারনা করা হয় তার শিকার সংখ্যা ৮০ থেকে ২০০অনেকের মতে এ সংখ্যা ৬০০-র উর্দ্ধেতার অধিকাংশ শিকারের বয়স ছিল ৬ থেকে ১৮ এর মধ্যেযদিও রাই বালকদেরই তার শিকার হিসেবে বেশী পছন্দ করত তবে বালিকারাও তার হাত থেকে নিস্তার পেতো না

২. রির্চাড ট্রেটন সেচ (Richard Trenton Chase)
 এই আমেরিকান সিরিয়াল কিলারের জম্ম ১৯৫০ সালেহত্যাকান্ডের পর তাদের রক্তপান এবং শিকারের মাংস ভক্ষনের অভ্যাসের কারনে তার ডাক নাম ছিল " ভ্যাম্পায়ার অব স্ক্রেরামেন্টো"তার প্রথম শিকার ৫১বছর বয়সী ইন্জিনিয়ার এমব্রোস গ্রিফিনসেচ গ্রিফিনকে হত্যা করেন ১৯৭৭ সালের ২৯ ডিসেম্বরতার ২য় শিকার টেরেসা ওয়ালিন ছিল অন্তসত্ত্বাসে তাকে হত্যার পর তার সাথে সহবাসে মিলিত হয় এবং তার রক্ত দিয়ে গোসল করে১৯৮০ সালের ৮ মে বিচারে গ্যাস চেম্বারে তার মৃত্যুদন্ড হয়দন্ডের জন্য অপেক্ষাকালীন সময়ে ১৯৮০ সালের ২৬ ডিসেম্বর তার সেলে তাকে মৃত অবস্থায পাওয়া যায়ধারনা করা হয় প্রিজন ডাক্তারের প্রদত্ত ওষুধ অতিরিক্ত পরিমান খেয়ে সে আত্মহত্যা করে

৩. জেফরি ডামার (Jeffrey Dahmer)
 জম্ম ১৯৬০ সালেডামারের শিকার সংখ্যা কমপক্ষে ১৭তার হত্যাকান্ডগুলো ছিল সত্যিকার অর্থেই বিভীষিকাময়ডামার শিকারকে জোর পূর্বক সমকামিতায় বাধ্য করা সহ তাদের অঙ্গ প্রতঙ্গ বিচ্ছিন্নকরন এবং শিকারের মাংস ভক্ষণ করতডামার ১৮ বছর বয়সে তার প্রথম হত্যাকান্ড ঘটায়১৯৮৮ সালের ২৫ সেপ্টেম্বর ১৩ বছর বয়সী একজন বালককে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়বিচারে তার এক বছর সাজা হয়, সে বিচারকের কাছে দোষ স্বীকার করে এবং তাকে মেন্টাল থেরাপি দেয়ার অনুরোধ করে৫বছর সন্তোষজনক আচার আচরনের শর্তে তাকে প্রবেশনে মুক্তি দেয়া হয়মুক্তির পরপরই সে পুনরায় হত্যাযজ্ঞে মেতে উঠে১৯৯১ সালের ডিসেম্বরে ডামার পুনরায় পুলিশের নিকট ধরা পড়লে তার ভয়ানক কুর্কীতিগুলো প্রকাশিত হয়ে পড়েবিচারে ডামারের ৯৩৭ বছর জেল হয়বিচারকালে ডামার কারাবাসের পরিবর্তে তার মৃত্যুদন্ড কামনা করে১৯৯৪ সালের ২৮ নভেম্বর কারাগারের জিমে কর্মরত অবস্থায় ক্রিস্টোফার স্কেভার নামক অপর একজন কয়েদীর মারাত্মক পিটুনিতে নিহত হন ভয়ংকর সিরিয়াল কিলার জেফরি ডামার

. আন্দ্রেই চিকাতিলো (Andrei Chikatilo)
 জম্ম ইউক্রেনে পরবর্তীতে রাশিয়ান নাগরিক এই সিরিয়াল কিলার বুচার অব রোস্তভ বা রোস্তবের কসাই হিসেবে কুখ্যাত ছিলতাকে দ্যা রেড রিপার নামেও ডাকা হতো১৯৭৮ হতে ১৯৯০ সালের মধ্যে ৫৩ জন নারী শিশুকে হত্যা করার অপরাধে তাকে অভিযুক্ত করা হয়সে যে প্রক্রিয়ায় হত্যাকান্ড ঘটাতো তা এক কথায় নৃংশসচিকাতিলো তার প্রথম হত্যাকান্ড ঘটায় ১৯৭৮ সালের ২২ ডিসেম্বরসে বছর বয়সী একটি মেয়েকে ফুসলিয়ে একটি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে গিয়ে তাকে ধর্ষন করতে উদ্যত হয়মেয়েটি চিকার চেচাঁমেচি করলে সে তাকে ছুরিকাহত করে হত্যা করে তার উপর বীর্যপাত ঘটায়এভাবেই তার বিকৃত কামচরিতার্থের শুরুসে তার শিকারদের ছুরিকাহত করতে করতে বীর্যপাত ঘটানোর মাধ্যমে যৌন পূলক লাভ করতো১৯৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি এই কুখ্যাত খুনীকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়
সম্পূর্ন লেখাটির মুল লেখক সামু ব্লগের ফোরকান ভাইয়ের অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে।তাই বিভান্তির অবকাশ নাই ।
   


চলেন ফ্রী মঙ্গল গ্রহে যাই



হ্যাঁ ভাগ্য ভাল থাকলে এটা সম্ভব।আমেরিকান মহাকাশ সঙস্হা নাসা ২০১১ সালে রোভার নামে মহাকাশ যান পাঠাচ্ছে আর আর এজন্য মাগনা মঙ্গল গ্রহে যাবার সুযোগ হয়েছে।সুতরাঙ দেরি না করে নিচের লিঙকে ক্লিক করুন এবঙ রেজিষ্টেশন করুন তারপর আপনাকে একটি Certificate দিবে আপনি শুধূ view and print এ ক্লীক করে প্রিন্ট করে এটি রেখে দিন।অথবা পেইজটি সেভ করে রেখে দিন।পরে প্রিন্ট করে নিলেই হবে।পরে আপনার ভাগ্য ভালো হলে আপনাকে নাসা হতে সব জানানো হবে।আশা করি বাঙলাদেশ হতে কেউ একজন এই সুযোগ পাবে।
এই লেখাটি আমি ডাফ্ট করে রেখেছিলাম একটু আগে দেখলাম সামুতে কেউ একজন এই বিষয়টা নিয়ে পোস্ট দিয়েছে ।তাই বিভান্তির সুয়োগ নাই

ক্লিক করুন এখানে

Yahoo Meme:ইয়াহুর নতুন Micro Blogging Service


ইয়াহু বলেই হয়ত এই খবরটা এত প্রচারণা পায় নাই। গুগল হলে ঠিকই সবাই জানত।আচ্ছা আসল  খবর হচ্ছে ইয়াহু কিছুদিন আগে Yahoo Meme নামে টুইটারের মত ব্লগিং সার্ভিস শুরু করেছে ।আর এখন এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। Yahoo Meme দিয়ে আপনি টুইটারের মত ব্লগিং এবং সাথে সাথে পিকচার ভিডিও এগুলোও শেয়ার করতেপ পারবেন ।আর Yahoo Meme ব্যবহার করতে অবশ্যাই ইয়াহু মেইল একাউন্ট লাগবে ।আর এখানে ক্লিক করে Yahoo Meme তে যান তারপর Start Now তারপর ইয়াহু একাউন্ট থাকলে Yes, I am a Yahoo! User ক্লিক করে লগিন করুন আর না থাকলে No, I want to create a Yahoo! Account এ ক্লিক করে একাউন্ট তৈরী করুন।লগিন করার পর আপনার প্রোফাইল এর টাইটেল আর URL সিলেক্ট করুন ব্যাস কাজ শেষ ।এবার শুরু করে দিন মাইক্রো ব্রগিং ।আর টুইটারের মত এখানেও follow করা যায় আর আমাকে follow করতে এখানে ক্লিক করুন

বাংলাদেশের Cricket এর কি আসলেই উন্নতি হবে?


ভারতে CHAMPIONS লীগ শুরু হয়েছে গতকাল ।আজ আর কালকের খেলা দেখে আমার একটা ধারণা হল যে সবার উন্নতি হলেও আমাদের উন্নতি হবেনা ।কারণ আমাদের ঘরোয়া লিগের অবস্তা একদম বাজে টাকা নাই মাঠ নাই চরম অব্যবস্হা ।Champions লিগের সকল দলগুলো বিভিন্ন দেশের ঘরোয়া দল।এদের খেলা দেখলেই বুঝা যায় এদের জাতীয় দল এত শক্ত কেন।এদের ভিত্তি অনেক শক্ত ।আমারতো মনে হয় আমাদের জাতীয় টিমও এইসব ঘরোয়া দলের সাথে হেরে যাবে।এদের ব্যাটিং ফিল্ডিং দেখলেই বুঝা যায় কতটা একাগ্রতা এদের মাঝে ।কিন্ত আমাদের উন্নতি হবে কোথা হতে খেলোয়াড় তৈরীর কারখানা মানে ঘরোয়া লিগের তো কোন ঠিক নাই ।অষ্ট্রেলিয়া বা ইংল্যান্ডে একজন খেলোয়াড় ইনজুরি বা চলে গেলে আরো ১০ জন তৈরী করা থাকে।আর আমরা একজনই পাইনা ১০ জনতো বহু দূরের কথা।মোট কথা হচ্ছে আমরা যদি উন্নতি করতে চাই তাহলে অবশ্যই ঘরোয়া লিগ হতে খেলোযাড় তৈরী করতে হবে কারণ খেলোযাড় আকাশ হতে টপকাইয়্যা পড়বে না।ঘরোয়া লিগ ঠিক না হলে আগেমী ১০০ বছরেও বাংলাদেশের উন্নতি হবেনা।আর আরেকটা কথা বাংলাদেশ ভাল খেলুক আর খারাপ খেলূক আমি সবসময় বাংলাদেশ।
আপনাদের মন্তব্য আশা করছি এখানে ক্লীক করে আপনার মন্তব্য দিন ।সবাই ভাল খাকবেন 

xpPhone-পৃথিবীর প্রথম Windows XP Operating System চালিত মোবাইল ফোন

এতদিন আমরা সবাই শুনে এনেছি মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে  Symbian, Windows or Android এইসব ব্যবহার করা হয় কিন্তু এবার Technology Group Limited (ITG) তৈরী করেছে Windows XP Operating System চালিত মোবাইল ফোন ।এটি পৃথিবীর প্রথম মোবাইল ফোন যাতে অপারেটিং সিস্টেম হিসেবে Windows XP কে ব্যবহার করা হয়েছে।আর এর নাম দেয়া হয়েছে XP phone.

চলুন তাড়াতাড়ি এর ফিচারগুলো জেনে নেই
  • AMD Super Mobile processor 
  • Dual hard drive SSD and HDD
  • Supports 2G and 3G network standards – HSDPA, HSUPA and EVDO
  • 4.8-inch TFT LCD with 800 x 400 pixels touchscreen and QWERTY keyboard
  • Integrated A-GPS
  • CMOS camera for taking pics or capturing videos
  • Bluetooth and Wi-Fi support

 কবে এই ফোন বাজারে আসবে এই ব্যাপারে কিছূ জানা যায়নি ।ভাল থাকবেন

কম্পিউটার হতে চালু করুন মোবাইলের সফটওয়্যার ,খেলুন মোবাইল গেমস, করুন Mig33 চ্যাট


আমার ব্যক্তিগতভাবে একটা আক্ষেপ  ছিল ইস, মিগ৩৩ চ্যাট যদি কম্পিউটার হতে করতে পারতাম কারণ জীবনের প্রথম চ্যাট মিগ৩৩ দিয়ে শুরু করেছিলাম আবার মোবাইলের কোন সফটওয়্যার বা গেমস নিয়ে লিখতে গেলেও সমস্যায় পড়তাম কারণ আমার মোবাইল মাল্টিমিডিয়া না সাধারন মোবাইল।আজকে এর একটা ফাটাফাটি সলিউশন পেলাম এবার হতে মোবাইলের সবকিছু মানে সফটওয়্যার যেমন ওপেরা গেমস ,চ্যাট সবকিছুই করা যাবে কম্পিউটার হতে আর একেবারে সহজে।
তাহলে চলুন পুরো ব্যাপারটা বিস্তারিত জানি।
কম্পিউটারে মোবাইলের সফটওয়্যারগুলো চালানোর জন্য Sjboy J2ME Emulator নামের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে তাহলে প্রথমে এই লিংক হতে Sjboy  J2ME Emulator সফটওয়্যারটি ডাউনলোড করুন সাইজ ১.২ মেগা ।এবার ইন্সটল করে নিন।
এবার আপনার পছন্দের মোবাইল সফটওয়্যারটির উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করুন এবার open with তারপর open with sjboy emulator এ ক্লিক করুন ব্যাস আপনার মোবাইলের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে।মনে রাখবেন মোবাইলের জাবা সফটওয়্যারগুলো নেট হতে কম্পউটারে ডাউনলোড করলে জিপ আকারে থাকে ।জিপ ফাইলকে আনজিপ করার কোন প্রয়োজন নাই শুধুমাত্ত কার্সর রেখে রাইট ক্লিক করুন এবার open with তারপর open with sjboy emulator এ ক্লিক করুন ব্যাস আপনার মোবাইলের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে।আরেকটা কথা জাবা সফটওয়্যারগুলো  যেমন ওপেরা মিনি ,মিগ৩৩ খুব সহজেই কম্পিউটারে ওপেন করে ব্যবহার করা যায় কিন্তু সিমবিয়ানগুলো ওপেন করতে নকিয়া পিসিসুট ইন্সটল করা লাগে এবং ওপেন করতে অনেক ঝামেলা হয় কারণ সফটওয়্যারটি মূলত জাবা সফটওয়্যারের জন্যা তৈরী। Getjar হতে কম্পউটারে কোন মোবাইল সফটওয়্যার নামানোর সময় মোবাইলের মডেল নাম্বার চায় সেক্ষেত্তে আপনার ইচ্ছামত যেকোন মডেল সিলেক্ট করে দিন তাহলেই চলবে।আর মোবাইলের সকল সফটওয়্যার ,গেইমস Getjar এ পাবেন।আর কোন সমস্যা হলে জানাবেন।সবাই ভাল থাকবেন

SAMSUNG EARTH BLUE চার্জ হবে শূধূ মাত্ত সৌর বিদ্যূতে


 


মোবাইল প্রস্তুতকারক কোম্পানি স্যামসাং এই বছরের মধ্যেই Samsung Blue Earth নামের মোবাইল ফোন বাজারে ছাড়বে বলে ঘোষনা দিয়েছে।Samsung Blue Earth মোবাইল ফোনের সবচেয়ে বড় দিক হচ্ছে এটি পৃথীবার প্রথম মোবাইল ফোন যা শুধু মাত্ত সৌর বিদ্যূতের সাহায্যে চলবে।সৌর বিদ্যূত


ছাড়া এটিকে চার্জ দেবার আর কোন উপায় নাই ।চার্জার দিয়ে এটিকে চার্জ করা যাবেনা।Samsung Blue Earth এর মোবাইলের পেছনের দিকের অংশে এর সৌর প্যানেল অবস্হিত।এই ফোনটিতে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এটি টাচ ইস্কিন মোবাইল ফোন।মূলত পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করেই এই ফোনটি তৈরী করেছে Samsung



 

SEO TIPS::অধিক ভিজিটরের জন্য আপনার সাইটে যোগ করুন META TAG

অনেকেই হয়ত জানেন না META TAG কি ।?
মেটা ট্যাগ হল এমন কিছূ ট্যাগ যা সার্চ ইন্জিনকে আপনার সাইটের ব্যাপারে তথ্য সরবরাহ করবে।SEO এর জন্য মেটা ট্যাগ খুবই জরুরী।মেটা ট্যাগের সাহায্যে সার্চ ইন্জিনগুলো সঠিকভাবে কোন সাইটের ইনডেক্সিং করতে পারে।আপনার সাইটে যদি সার্চ ইন্জিন হতে বেশী বেশী ভিজিটর আশা করেত তাহলে মেটা ট্যাগের কোন বিকল্প নাই।
মেটা ট্যাগের Description আর Keyword এই দুটি খুবই জরুরী ।
এবার আসি Description কি?Description হল আপনার সাইটের বর্ননা মানে আপনি কি নিয়ে সাইটটি তৈরী করেছেন তার বর্ননা এখানে লিখবেন।আর Keyword হল আপনার সাইটের প্রধান Word গুলো ।যেমন টেকটিউনস এর জন্য কি ওয়ার্ড  হতে পারে bangla-blogging,technology,blog ইত্যাদি।
আমি এখানে ব্লগারে কি করে মেটা ট্যাগ যোগ করতে হয় তা দেখাচ্ছি ।অন্যগুলো প্রায় একই।
তাহলে চলুন কাজ শুরু করি।প্রথমে আপনার ব্লগারে  লগিন করুন এবার LAYOUT এবার EDIT HTML এ ক্লিক করুন।এবার নিচে দেখুন আপনার ব্লগের সমস্ত কোড গুলো দেয়া আছে ।

আপনার সাইটের একদম প্রথমেই নিচের কোডটি খূজে বের করুন




 এবার উপরের কোডটির ঠিক নিচে এই কোডটি যোগ করুন






যোগ করার পর নিচের ছবির মত হবে



DESCRIPTION HERE:আপনার সাইটের বর্ননা লিখুন
KEYWORDS:আপনার সাইটের কিওয়ার্ড লিখূন
AUTHOR NAME:আপনার নাম লিখূন 


এবার আপনি আপনার মত করে description ,keyword দিয়ে দিন।ব্যাস কাজ হয়েগেল।উদাহরণ হিসেবে নিচেরটা দেখতে পারেন 





 এভাবে আপনি প্রতিটি পোস্টের জন্য আলাদা মেটা ট্যাগ ও যোগ করতে পারবেন।কিভাবে প্রতিটি পোস্টের জন্য আলাদা মেটা ট্যাগ যোগ করবেন তা বিস্তারিত আগামী পোস্টে লিখব ।ইনশাল্লাহ ।কোন সমস্যা হলে মন্তব্য করুন।ভাল থাকবেন
 


লেখাটি শেয়ার করুন