ছবি কথা বলে ,চিৎকার করে বলে, আমাদেরকে বলে……………





এই পিকচারটা অনেক আগেই আমি একটা পত্তিকাতে দেখেছিলাম আজকে হঠাৎ অজানা কোনো এক কারণে আমার এই ছবিটার কথা মনে পড়ে যায় তারপর নেটে সার্চ দিয়ে ছবিটা বের করলাম ।এই ছবিটা হচ্ছে বিশ্বের বিখ্যাত এবং পৃথিবী কাপানো ছবিগুলোর মাঝে একটা। এই ছবিটা তুলেছিলেন ফটোগ্রাফার Kevin Carter

Kevin Carter এই ছবিটি তুলেছিলেন ১৯৯৪ সালে সুদানে জাতিসংঘের খাদ্য গুদামের কাছে।ছবিটার মানে কি জানেন ??




শকুনটা অপেক্ষা করছে ছোট্র শিশুটার মৃত্যুর জন্য কারন মৃত্যুর পর শকুনটা এই শিশুটার শরীরের মাংশ খাবে

এই ছবিটা তখন সারাদুনিয়াতে আলোড়ন তুলেছিল তবে শিশুটার শেষপরিণতি কি হয়েছিল তা কেউ জানতে পারেনি এমনকি Kevin Carter ও না।এই ছবিটা Pulitzer Prize পেয়েছিল।ফটোগ্রাফার Kevin carter এই ছবিটা তোলার ৩ মাস পর সুইসাইড করে মারা গিয়েছিল ।পরে জানা গেছে ছবিটা তোলার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন এবং এই কারনেই তিনি সুইসাইড করেন।
অনেকেই এই ছবিটা দেখে অবাক হবেন মন খারাপ করবেন কিন্তু এই রকম হাজার হাজার শিশু আজ বিশ্বের বিভিন্ন দেশে যেমন সুদান ইরাক আফগানিস্তানে মারা যাচ্ছে মারা যাচ্ছে না খেয়ে পেটের খিদায় ৪/৫ ঘন্টা ছটপট করতে করতে বা বোমার আঘাতে রক্তাক্ত হয়ে কল্পনা করতে পারেন ব্যাপারটা ??

আমার ব্যক্তিগতভাবে ছবিটা দেখার পর অনেক খারাপ লেগেছে।আপনাদের মন্তব্য আশা করছি।সবাই ভাল থাকবেন আর অসহায় দুস্হ মানুষের পাশে থাকবেন।

ইন্টেল নিয়ে আসছে 32mm এর নতুন প্রসেসর new i3, i5

জানুয়ারীর ৭ তারিখে অনুষ্টিত Consumer Electronics Show in Las Vegas এ বিশ্বের সবচেয়ে বেশী মাইক্রোপ্রসেসর উৎপাদেনকারি কোম্পানি ইন্টেল নিয়ে আসছে সম্পূর্ণ নতুন দুটি প্রসেসর i3 এবং i5 ।এই প্রসেসর গুলো হবে বিশ্বের সর্বপ্রথম ৩২ মিমি এর প্রসেসর ।এর আগে ইন্টেল এর কোর টু ডুয়ো ছিল ৪২ মিমি এর প্রসেসর।

সবাই সাবধান !আসছে Google Mobile Phone


গত কিছুদিন ধরেই আইটি ওয়াল্ডে একটা গুজব ছিলো যে খুব তাড়াতাড়ি গুগল তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন নিয়ে মোবাইল মার্কেটে তাদের অভিযান শুরু করছে।কিন্ত আজ গুগল নিশ্চিত করেছে যে গুগল সত্যি সত্যি তাদের নিজেদের মোবাইল নিয়ে আসছে।এটি ২০১০ সালে উন্মুক্ত করা হবে।আর এটি গুগলের জন্য তৈরী করছে HTC মোবাইল কোম্পানি।এখন পর্যন্ত যা জানা গেছে তা হল:


§  এটিতে আছে Snapdragon Processor
§  Capacitive multi-touch OLED screen
§  GSM নের্টওয়ার্ক
§  On-screen keyboard only
§  Runs on Android 2.1
এখন পর্যন্ত নিচের দুটি স্কিনশুট পাওয়া গেছে 




সবাই ভাল থাকবেন।আর ভবিষ্যত আপডেড পেলে আমি সাথে সাথে জানিয়ে দেব।

প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে আব্রাহাম লিংকনের লেখা সেই বিখ্যাত চিঠিটি





মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম. তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন - এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি.
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন - সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়. তাকে এও শেখাবেন, প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নি:স্বার্থ নেতা থাকে. তাকে শেখাবেন, পাচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান. এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়. হিংসা থেকে দুরে থাকার শিক্ষাও তাকে দেবেন. যদি পারেন নিরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন. সে যেন আগেভাগেই এ কথা বুঝতে শেখে - যারা পীড়নকারী তাদেরকেই সহজে কাবু করা যায়. বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন.

আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক. নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে. এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে.
 

তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে. আমার পুত্র যেন এ শক্তি পায় - হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার. সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে - এ শিক্ষাও তাকে দেবেন.
 

সে যেন শিখে দু:খের মাঝে কিভাবে হাসতে হয়. আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথা তাকে বুঝতে শেখাবেন. যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশে থেকে সাবধান থাকে.

আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুরেই ইস্পাত খাটি হয়. আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য. তাকে এ শিক্ষাও দেবেন - নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি.

ইতি
আপনার বিশ্বস্ত
আব্রাহাম লিঙ্কন


এবার গান শুনুন টাইম টু টাইম মিলিয়ে লিরিকসহ,না পড়লে সত্যি মিস করবেন

আমি নিজে মাঝে মাঝে ইংলিশ গান শুনি কিন্তু মেটাল গানের আগা মাথা কিছুই বুঝি না কি যে বলে ………..তাই আমি লিরিকস বূঝার একটা সহজ সমাধান অনেকদিন ধরেই খূজতেছিলাম।
আবার আপনারা অনেকেই ইংলিশ গান শুনেন বা যারা IELTS বা Toffel ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেন তাদের জন্য ইংলিশ মুভি ,আর গান শুনাতো একেবারে ফরজ।অনেকেই হয়ত ভাবতেছেন ইন্টারনেট হতে লিরিকস তো নরমালি নামিয়ে সেভ করে গান শুনা যায় ।এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে??আছে ভাই আছে ঘটনা একটা আছে।

আমি যে কারণে এক্সাইটেড এই সফটওয়্যারটির নাম Minilyrices এই সফটওয়্যারটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি আপনাকে টাইম টু টাইম মিলিয়ে লিরিকস প্রদর্শন করবে এবং আপনাকে লিরিকসটি ডাউনলোড করতে হবেনা গান চালু করার সাথে সাথে এটি 
নিজে নিজে ইন্টারনেটহতে ডাউনলোড করে নেবে।


minilyrics এবার গান শুনুন টাইম টু টাইম মিলিয়ে লিরিকসহ,না পড়লে সত্যি মিস করবেন | Techtunes
মনে করুন আপনি AKon এর Mr lonely গানটি শুনছেন এই গানের একটা অংশ হচ্ছে iam so lonely ,iam mr lonely,i have nobody আপনি যখন কানে এই অংশটা শুনবেন কম্পিউটারে ঠিক এই অংশটা দেখতে পাবেন।এখনই  ডাউনলোড করে দেখে নিন তাহলে বুঝবেন কেমন মজার সফটওয়্যারটি।

এটি প্রায় সব মিডিয়া প্লেয়ারের সাথেই চলে।এটি ট্রায়াল ভার্সন তবে মজার ব্যাপার হল এটি কখনো এক্সাপায়ার হবেনা।নিচের লিংক হতে ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করে নিন ।এবার গান চালু করলে এটি অটোমেটিক লিরিকস খুজে আপনার সামনে প্রদশর্ন করবে ।


আপনি শুধু সঠিক গানটি কোনটি তা সিলেক্ট করে দিবেন কারন একই টাইটেলের অনেক সিংগারের গান থাকে।আরেকটা কথা গানের টাইটেলে অনেক সময় Track 1 ,2 ইত্যাদি লেখা থাকে ।এক্ষত্তে সঠিক টাইটেলটি দিয়ে রিনেম করে দিন।


আশা করি আপনাদের ভাল লাগবেই।আর কোন সমস্যা হলে জানাবেন আরেকটা কথা এটি হিন্দি গানেরও লিরিক প্রদর্শন করে সামান্য কিছু বাংলা গানের লিরিকসও প্রদর্শন করে ।

লেখাটি শেয়ার করুন