ভারতের যে গ্রামটিকে বলা হয় জমজ শিশুর গ্রাম বা টুইন টাউন

পৃথিবীতে আজব কত ঘটনাই না ঘটে সব ঘটনার ব্যাখা বিজ্ঞান দিতে পারেনা কিছু ঘটনা রহস্যময়ই রয়ে যায়। তেমনই এক ঘটনা বহু বছর ধরে চলে আসছে ভারতের ছোট্র কোদিহনী গ্রামে । সে গ্রামে জমজ শিশু জম্মের হার এতই বেশি যে বিজ্ঞানও চমকে উঠেছে আজও খুজে বেড়াচ্ছে এর কারণ কি ।

ভারতের কেরালা রাজ্যের মালাপুরাম জেলার ছোট্ট গ্রাম কোদিনহী। যেখানে প্রায় দুই হাজার পরিবার বসবাস করে থাকে এবং অধিকংশই সুন্নি মুসলিম । কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ২০০০ পরিবারের মাঝে অন্তত ৪০০ পরিবারে জন্ম নিয়েছে জমজ শিশু ।

 

এ বিস্ময়কর ঘটনার কারণে এ গ্রামটিকে জমজ শিশুর গ্রাম বা টুইন টাউনও বলা হয়ে থাকে ।

লেখাটি শেয়ার করুন