ধূসর বসন্ত (গল্প)

এ গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিলো ২০০৫ সালের প্রথম আলোর ভালোবাসা দিবস সংখ্যায়,এই গল্পটা আমার এত ভালো লেগেছিলো আর এতই মনে দাগ কেটেছিলো যে আমি পেপার থেকে সংগ্রহ করে করে আমার ফাইলগুলোর সাথে রেখে দিয়েছিলাম ।কয়েকদিন আগে হঠাৎ এই পেপার কাটিংটা দেখে ভাবলাম এটা ব্লগে লিখে পাবলিশ করে দেই ,যেই ভাবা সেই কাজ ,পড়ে দেখুন আশা করি  ভালো লাগবে  ।

এভাবে কখনো প্রথম প্রেমের গল্প লিখতে হবে তা কখনো ভাবিনি । যে গল্প আজ লিখতে বসলাম ,আমি না চাইলেও আমাকে তার স্মৃতি বহন করতে হবে আজীবন ।পিতার কাধে পুত্রের লাশ যেমন ভার ,এ গল্প আমার মনের মাঝে তেমন ভার হয়ে থাকবে আজীবন ।

রবিঠাকুর আমার প্রিয় তাই ভেবেছিলাম আমার জীবনের ভালোবাসাটা মনে হয় শেষের কবিতার অমিত লাবন্যের ভালোবাসার মতো করে আসবে । কিন্তু ইন্টারনেট নির্ভর এ যুগে তার সঙ্গে আমার পরিচয় হলো ইয়াহু ডট কমে গিয়ে ।বড় অদ্ভুত লাগে আজ এ কটা শব্দ ।জীবনকে এলোমেলো করে দেবার জন্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের প্রবেশদ্বার ছিল এই ইয়াহু ডট কম ।

লেখাটি শেয়ার করুন