কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে

মন খারাপের একেকটা দিন
নিকষ কালো মেঘলা লাগে
কেউ বোঝেনা এই আমাকে
আমারও যে একলা লাগে
alone man

মাঝে মাঝে বৃষ্টি দেখে
হাত বাড়ানোর ইচ্ছে জাগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই
কেউ বোঝে না আমার আগে।

ভুল শহরে এই আমি যে
ভুল মানুষের সংগো খুঁজি
কেউ না জানুক তুমি জানো
তোমায় আমি ভালো বুঝি
romance couple

হেসে ছিলাম প্রাণটা খুলে
সেটাও ছিলো বছর আগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই,
কেউ বোঝে না আমার আগে।

মন খারাপের একেকটা দিন
নিকষ কালো মেঘলা লাগে
কেউ বোঝেনা এই আমাকে
আমারও যে একলা লাগে

মাঝে মাঝে বৃষ্টি দেখে
হাত বাড়ানোর ইচ্ছে জাগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই
কেউ বোঝে না আমার আগে।

মাঝে মাঝে প্রশ্ন জাগে
সবাই কি হয় একি রকম
ভালোবাসার কথা বলো
এটাই তোমার সবচেয়ে কম
romantic couple

কার অভিমান কে যে করে
কে যে থাকে ভিষণ রাগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই
কেউ বোঝে না আমার আগে।

মন খারাপের একেকটা দিন
নিকষ কালো মেঘলা লাগে
কেউ বোঝেনা এই আমাকে,
আমারও যে একলা লাগে।

মাঝে মাঝে বৃষ্টি দেখে
হাত বাড়ানোর ইচ্ছে জাগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই,
কেউ বোঝে না আমার আগে।
শিল্পী : রুপনকর এবং ফাহমিদা নবী
এ্যালবাম : পরস্পর
 ডাইরেক্ট ডাউনলোড লিংক

National Geographic Photography Contest 2010 Places ক্যাটাগরিতে প্রথম হয়েছে চট্রগ্রাম পোর্টের ছবি

প্রাকৃতিক বিষয়ক বিশ্বের প্রথম সারির পত্তিকা/টিভি চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফি পত্তিকা প্রতি বছর Nature ,People এবং Places এই তিন ক্যাটাগরিতে ফটোগ্রাফী প্রতিযোগীতার আয়োজন করে থাকে যাতে বিশ্বের বাঘা বাঘা ফটোগ্রাফাররা তাদের সেরাটা বিচারকদের সামনে উপস্হাপন করে থাকে যার মধ্য থেকে তিন ক্যাটাগরি থেকে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয় তবে বিজয়ী হোক বা না হোক প্রতিটি ছবিই মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট 

২০১০ সালের National Geographic Photo Contest এ Places ক্যাটাগরিতে এবার প্রথম হয়েছে আমাদের চিটাগাং পোর্টের নিচের ছবিটি
 
উপরের ছবিটি তুলেছেন ফটোগ্রাফার Jana Asenbrennerova ,ছবিটি আসলেই অসাধারণ নিজেও অনেকবার চিটাগাং পোর্ট দেখেছি কিন্তু এইভাবে ফটোগ্রাফারের চোখে কখনো দেখিনি সত্যি অসাধারণ
ছবিটি সম্পর্কে বিচারকদের মন্তব্য এবং বিস্তারিত জানতে এখানে ক্লিকান 

 People ক্যাটাগরিতে যে ছবিটি বিজয়ী হয়েছে সেটি হলো  ফটোগ্রাফার Chan Kwok Hung এর নিচের ছবিটি 




আর Nature ক্যাটাগরিতে জয়ী হয়েছে Lim Boon Teck , Aaron এর নিচের ছবিটি
national Geographic Contest



সামনে ন্যাশনাল জিওগ্রাফী ফটোগ্রাফি কনটেস্ট এ জয়ী হতে পারেনি কিন্তু দেখলে মাথা ঘুরে যাবার মতো সেই ধরনের ছবি গুলো নিয়ে আরেকটা পোস্ট দিবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন

কথা বলবো না আগের মতো কিছু নেই

প্রিয় শিল্পী সন্জিবদার একটা গান আজকে শেয়ার করলাম


কথা বলবো না আগের মতো কিছু নেই
পিছু ডাকবোনা পিছু ডাকার কিছু নেই 
সর্বনাশী ঝড় বুকে, উড়ে যাবার কিছু নেই 
আগুনে পুড়েছি এ হাত বাড়িয়ে পুড়ে যাবার কিছু বাকি নেই 

কথা বলবো না আগের মতো কিছু নেই
Lonely

চোখ ফিরে চাই পাতা ঝরার দিন যায়
তবু আজীবন কান্না মেঘে দিন যাপন
আমি ভালো নেই, ভালো থাকার কিছু নেই 

রাখবো না ধরে যে আর ধরে রাখার কিছু নেই
lonely

পাখি অন্যঘরে গান গায় অন্য সুরে 
এ ঘর অন্ধকার তারার আলো কোন ঘরে
 ঘরে ফিরবো না ঘরে ফেরার কিছু নেই 
রাখবো না ধরে যে আর ধরে রাখার কিছু নেই

কথা বলবো না আগের মতো কিছু নেই
পিছু ডাকবো না পিছু ডাকার কিছু নেই
সর্বনামী ঝড় বুকে উড়ে যাবার কিছু নেই 
আগুনে পুড়েছি এ হাত বাড়িয়ে পুড়ে যাবার কিছু বাকি নেই 
কথা বলবো না আগের মতো কিছু নেই

ডাউনলোড লিংক

ওয়ার্ডপ্রেস এর মতো অথবা ওয়ার্ডপ্রেসের চেয়ে আরও ভালো কমেন্টস সিস্টেম যোগ করুন আপনার ব্লগস্পট ব্লগে

ফ্রী ব্লগসাইট তৈরীর সাইট হিসেবে ব্লগারের জনপ্রিয় বিশ্বব্যাপী বিশ্বের হাজার হাজার ব্লগার প্রতিদিন ব্লগারে প্রতিদিন ব্লগিং করে

ব্লগার ব্যবহার করে একটি ব্লগ খোলা একদমই সহজ যেকেউ নিজের জন্য একটি ব্লগ কয়েকমিনিটেই খুলতে পারবে তবে ব্লগারের যে ফিচারটির প্রতি এখনও ভালো করে গুগল মনোযোগ দেয়নি তা হলো ব্লগারের কমেন্টস সিস্টেম  পুরাই বিরক্তিকর সিস্টেম দেখলেই কমেন্টস দেওয়ার আগ্রহই কমে যায়

যাই হোক আজকের টিউটোরিয়ালে আমি দেখাবে কি করে আপনার ব্লগারে বিরক্তিকর কমেন্টস সিস্টেমকে ওয়ার্ডপ্রেস এর মতো বা তারচেয়ে ভালো ব্যবহার বান্ধব কমেন্টস সিস্টেমে পরিবর্তন করা যায় ঠিক আমার ব্লগের মতো



তাহলে চলুন শুরু করি
  • প্রথমে http://intensedebate.com এই সাইটিতে যান তারপর সাইন আপ বাটনে ক্লিক করে রেজিষ্টেশন করুন 
  • এবার ইউজার নেম আর পাস্‌ওয়ার্ড দিয়ে লগিন করুন 
  • লগিন করার পর Sites নামক অপশন হতে Add blog/site এ ক্লিক করুন 
 
  • আপনার ব্লগের নাম দিয়ে নেক্সট এ ক্লিক করুন 
  • এবার বাম সাইডে দেখতে পাবেন যে আপনি কিভাবে ইন্সটল করতে চান তা জানতে চাওয়া হয়েছে 
 
  • প্রথম অবস্হায় Widget ইন্সটল করতে পারেন যদি ভালো লাগে তাহলে পরে টেম্পলেট ইন্সটল করে নিয়েন
  • যদি Widget ইন্সটল করতে চান তাহলে  widget এ ক্লিক করুন 
  • ২ নাম্বার অপশনে জানতে চাওয়া হয়েছে যে আপনি কি সবগুলো পোস্টেই এই কমেন্টস সিস্টেম চান নাকি শুধু নতুন পোস্টগুলোতে চান ?? আপনি আপনার মতো সিলেক্ট করুন
  • এবার Open Blogger.com এ ক্লিক করুন এবংতাহলে ডান পাশে ব্লগার সাইটে ওপেন হবে ব্লগারে লগিন করুন 
  • আপনার ব্লগের সেটিংস এ যান তারপর Comments এ ক্লিক করুন 
  • Under "Comments Default for Posts", select "New Posts Do Not Have Comments"
  • এবার সেভ করুন
  • এবার দেখুন চার নাম্বার অপশনে
    Add widget to my blog এটাতে ক্লিক করুন
    • এবার ডান পাশের মেনু হতে আপনি যে ব্লগটিতে ইন্সটল করতে চান তা সিলেক্ট করে add widget এ ক্লিক করুন 
    • এবার দেখতে পাবেন যে intense debate commnets নামে একটি Widget আপনার ব্লগে যুক্ত হয়েছে এটিকে টেনে এনে Blog post অপশনের নিচে স্হাপন করুন 
    • ব্যাস কাজ শেষ 

    এবার আসি কিভাবে টেম্পলেট ইন্সটল করবো

    •  যদি টেম্পলেট এ ইন্সটল করতে চান তাহলে টেম্পলেট সিলেক্ট করুন এবং নিচের দিকে আসুন তাহলে ব্রাউজ নামে একটি অপশন দেখতে পাবেন
    • এবার ব্লগারে লগিন করুন তারপর Layout/design এ ক্লিক করুন তারপর Edit Html এ ক্লিক করুন এবার Download full template এ ক্লিক করলে পুরো ফাইলটি আপনার পিসিতে সেভ  হবে 
    • এবার Browse এ ক্লিক করে পুরো ফাইলটি আপলোড করার পর নিচের ছবির মতো দেখতে পাবেন 

  •  
  • এবার উপরে কালো চিহু দেওয়া অংশটিতে ক্লিক করলে পুরো লেখাটি সিলেক্ট হবে এবার কপি করুন পুরো লেখাটি
  • ব্লগারের layout/design এ ক্লিক করুন তারপর Edit Html এ ক্লিক করুন এখানে বক্সের ভিতরের সবগুলো লেখা মুছে ফেলুন এবং কপি করা লেখাটি এখানে পেস্ট করুন এবং Save template এ ক্লিক করুন 
  • ব্যাস আমাদের কাজ শেষ 
  • আনইন্সটল করতে চাইলে Widget এর বেলায় Widget টি রিমুভ করে দিলেই হবে আর টেম্পলেট এর বেলায় Intensedebate সাইটটিতে লগিন করে যে সাইট হতে কমেন্টস রিমুভ করতে চান সেটি সিলেক্ট করে Uninstall এ ক্লিক করুন এবার আগের মতো ব্লগার হতে টেম্পলেট এর ফাইলটি ডাউনলোড করে আপলোড করুন তারপর আগের মতো এখান হতে কপি করে ব্লগারের টেম্পলেট এ পেস্ট করুন ব্যাস তাহলেই হবে
 কোন ধরনের বুঝতে সমস্যা হলে আমাকে  মন্তব্য করে জানান

হাবিবের স্বপ্নের চেয়ে মধুর গানটির একটা মিউজিক ভিডিও বানালাম দেখুনতো কেমন হল

নাফিস ভাইয়ের একটা পোস্টে Click This Link নাফিস ভাই গানের সাথে মিলিয়ে অনেকগুলো ছবি দিয়েছিলেন পোস্টের আইডিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছিল
habib wahid

কিছুদিন পূর্বে স্লাইড শো বানানোর খুব ভালো সফটওয়্যার পেলাম  পরে দেখি এটা দিয়ে গানের সাথে মিলিয়ে সুন্দর মিউজিক ভিডিও বানানো যায়।আজকে বসে বসে গানের সাথে মিলিয়ে অনেকগুলো ছবি বের করলাম তারপর পিকচারগুলোর সাথে সবগুলো মিলিয়ে স্বপ্নের চেয়ে মধুর গানটির মিউজিক ভিডিও বানালাম দেখুনতো কেমন হয়েছে।

ডাউনলোড করতে চাইলে এই ঠিকানাতে যান http://youtubedroid.com
তারপর  http://www.youtube.com/watch?v=ooBXxmKH07I  এই ঠিকানাটি বক্সে দিয়ে তারপরআপনি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করে কনভার্ট এ ক্লিক করুন
কিছুক্ষন পরে আপনি ডাউনলোড লিংকু দেথতে পারবেন।

রাহাত ফাতেহ আলী খান :নুসরাস ফাতেহ আলী খানের যৌগ্য উত্তরসুরী

নুসরাত ফাতেহ আলী খানকে নিয়ে না লিখলেও হয়তো চলবে কাওয়ালী দুনিয়ার শাহানশাহ বলা হয় নুসরাত ফাতেহ আলী খানকে ।
উনার সম্পর্কে জানতে উইকিতে টোকা মারুন
নুসরাত ফাতহে আলী খানের এই গানটি দেখলেই বুঝতে পারবেন তার গলার কাজ

 
আর এই কিংবদন্তী গায়কের ভাইপো হলো আরেক কিংবদন্তী রাহাত ফাতেহ আলী খান আমি যার অনেক বড় ফেন
নুসরাত ফাতেহ আলী খানের মতোই রাহাত খানের আধুনিক গানগুলোতেও কাওয়ালী ভাব পাওয়া যায় আর এই দুইয়ে অসাধারণ মিউজিক তৈরী হয়।

রাহাত ফাতেহ আলী খান ১৯৭৪ সালে পাকিস্তানে জন্মগ্রহন করেন এবং তার চাচা নুসরাত ফাতেহ আলী খানের নিবিড় পর্যবেক্ষণে গড়ে উঠেন ।




মাত্ত ১০ বছর বয়সে উনি তার চাচা নুসরাতের সাথে ইংল্যান্ডের এক প্রোগ্রামে অংশ গ্রহণ করেন ।তারপর ১৫ বছর বয়সে তিনি তার চাচার মিউজিক দলে অফিসিয়ালী অংশগ্রহণ করেন ১৯৯৭ সালে তার চাচা নুসরাত মারা যা্ওয়ার পর তিনি দলের হাল ধরেন

কিন্তু ২০০৪ সালে বলিউডের পাপ সিনেমার লগে তুমসে মন লাগে গানের মধ্য দিয়ে অভিষেক হবার পর তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে যায় তিনি বলিউডে তার জায়গা পাকাপোক্ত করে নেন একের পর এক জনপ্রিয় গান গাইতে থাকেন যেমন Jiya Dhadak Dhadak Jaaye,Bol Na Halke Halke,Jag Soona Soona Lage,Teri Ore,Ajj Din Chadheya,Surili Akhiyon Wale,Sajda etc

বর্তমানে অধিকাংশ বলিউড মুভিতেই তার গান পাওয়া যায় ।তার গানের সুফি ভাব সত্যিই অসাধারন

তিনি ইন্টারন্যাশনাল পযার্য়েও কাজ করেছেন ১৯৯৫ সালে কাজ করছেন ডেড ম্যান ওয়াকিং ছবিতে এছাড়াও হলিউডের বিভিন্ন শিল্পীর সাথে কাজ করেছেন
নিচের গানটি আ্লী আজমতের গান বারাস বারাস সাওয়ান গির আয়ো রাহাত ফাতেহ আলী খান একসাথে গেয়েছেন ।অসাধারন মিউজিক কম্পজিউশন শুনে দেখুন



এই লিংকে নুসরাত ফাতেহ খানের সবকিছু একসাথে পাবেন

আর এখানে পাবেন রাহাত ফাতেহ আলী খান এর সব গান একসাথে

প্রিয় একটা গান সায়ানের ""এখানেই সুখ ছিলো একদিন ""

সায়ানের গান কবে থেকে শুনছি তা ঠিক মনে করতে পারছিনা তবে সামহোয়ারইনব্লগের একটা পোস্টে সায়ানের গানের কিছু লিরিকস দেখে ভালো লাগায়  গানগুলো ডাউনলোড দিলাম পরে শুনে দেখলাম চমৎকার লিরিকস আর চমৎকার গলা গানগুলোর মাঝে জীবনের প্রতিচ্ছবি যেন আকা রয়েছে অসাধারণ আসলেই অসাধারণ
সায়ান


আমার একটা প্রিয় গান সায়ানের " এখানেই সুখ ছিলো একদিন ""    আপনাদের সাথে শেয়ার করলাম 

ওই দ্যাখো, ছড়ানো স্যান্ডেল
ওখানেই সুখ ছিলো একদিন
দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে
জড়িয়ে সুখ ছিলো একদিন
একটাই ভাঙা এ্যাশট্রে
ওটাতে'ও সুখ ছিলো একদিন
সারা রাত কল থেকে পানির টিপ্ টিপ্ শব্দে
কি দারুণ সুখ ছিলো একদিন

আজ চলছেনা, ভালো লাগছেনা
দু'জনার পাশাপাশি বনছেনা
তবু শেষ বার তুমি ভেবে দ্যাখো
এখানেই সুখ ছিলো একদিন

এই তো সেই নড়বড়ে
আমাদের সেই ছোট্ট খাট
এখানেই উত্তাল সঙ্গমে
কেটেছে কত কত রাত
ভাঁজ করা আছে নীল মশারি
শত ছিদ্রে সাজানো সে বাসর
মেঝেতে শুয়ে আছে একজন
বিছানায় অতৃপ্ত সে চাদর

আজ খেলা শেষ, আর জমছেনা
দু'জনার পাশাপাশি বনছেনা
আছে দু'জনার শুধু নীরবতা
তবু কল থেকে পানি পড়ছে টিপ্ টিপ্

শার্টের ছেঁড়া বোতামে
কি দারুণ সুখ ছিলো একদিন
দেয়ালের ফাটলের ওই নকশাতে
কি দারুণ সুখ ছিলো একদিন
ওষুধের ওই বাক্সটা
অসুখেও কত সুখী ছিলো একদিন
কুঁচকানো ওই মলিন পর্দাটা
সুখী ছন্দে দুলেছিলো একদিন
জানালার ভাঙা কাঁচটা-তে
দরজার বেয়াড়া হুড়কো-তে
বিকেলের কলিং-বেলে
কি দারুণ সুখ ছিলো একদিন
এখানেই এখানেই এখানেই সুখ ছিলো একদিন

চন্দন কাঠের বুকশেলফ্ -এ
আজো আছে তোমার জীবনানন্দ
কাঁধে কাঁধ মিলিয়ে রবীন্দ্র
শুধু কেটে গেছে জীবনের ছন্দ
দেয়ালের ফ্রেমে আজো বন্দী
দু'জনার এক চোখে দেখা স্বপ্ন
ওরা হাসছে, তবু হাসছে
জানেনা আসছে ভাঙনের লগ্ন

আজ এই ঠোঁটে নেই সেই তৃপ্তি
তাই অবশেষে মুক্তির চুক্তি
তবু শেষবার তুমি ভেবে দ্যাখো
এখানেই সুখ ছিলো একদিন


                                                      এমপিথ্রী  ডাউনলোড লিংক 

 

How To Read Bangla Text in Mobile Phone Using Opera Mini

Many of My Friends Complain that  they can’t see the Bangla text on their mobile phones and get boxes instead

If You want to see Bangla Text on Your Mobile Phone

  • Open your Opera mini
  • Write opera:config into the address bar then Enter 

  • Scroll down Until find This Line ‘Use bitmap fonts for complex scripts’ and Make it Yes
  • Done Now You can See All type of Bangla Text on you Mobile phone with Opera Mini


    জোস একখান এ্যানিমেশন মুভি দেখলাম Despicable Me [ডাউনলোড লিংক সহ ]

    প্রথম থেকেই আমি এ্যানিমেশন মুভির বিশাল ভক্ত এ্যানিমেশন মুভি সবার আগে দেখি তারপর অন্যগুলো,
    এইমাত্ত দেখে শেষ করলাম 9 July 2010 সনে মুক্তিপাওয়া অসাধারণ একটি এ্যানিমেশন মুভি Despicable Me ,সত্যি অসাধারণ না দেখলে পস্তাইবেন সিওর থাকেন ।

    ঘুরে এলাম নিঝুমদ্বীপ

    আমাদের ঘুরাঘুরির তালিকায় সর্বশেষ ছিলো বান্দরবন ,পোস্টটি দেখতে এখানে ক্লিকান

    এবার আমরা চার বন্ধু ঘূরতে গেলাম নিঝুমদ্বীপে মুলত অন্যদের থেকে একটু ব্যতিক্রম জায়গায় ঘুরতে যাবো এই ধরনের চিন্তা থেকেই নিঝুমদ্বীপের উদ্দেশ্যে যাত্তা শুরু করলাম

    আমরা চার বন্ধু রওয়ানা দিয়েছি কুমিল্লা থেকে সকাল সাতটার দিকে উপকুল বাস দিয়ে যাত্তা শুরু করলাম কুমিল্লা থেকে সরাসরি নোয়াখালি সোনাপুর । যারা ঢাকা থেকে আসতে চান তারা "ভি.আই.পি" বা "একুশে" বাসে করে নোয়াখালীর সোনাপুর আসুন

    এবার বাসে অথবা সিএনজিতে করে চলে আসুন চেয়ারম্যান ঘাট ,যদি বাসে আসেন তাহলে প্রতিজন ৪৫ টাকা করে ভাড়া লাগবে আর সিএনজি ২৫০ টাকার মতো নিবে জায়গায় জায়গায় থামানোর ঝামেলা হতে বাচতে সিএনজি নেওয়াটাই বুদ্ধিমানরে কাজ হবে , ১ঘন্টা ৩০ মিনিটের মতো লাগবে ।নিচে চেয়ারম্যান ঘাটের ছবি


    এবার যেতে হবে সীট্রাকে চেয়ারম্যানঘাট হতে হাতিয়ার নলছিড়া ঘাট


    আমরা গিয়েছিলাম শুক্রবারে তাই ১২টার দিকে চেয়ারম্যানঘাট পৌছানো সত্ত্বেও নামাজের পরে সীট্রাক ছাড়তে ছাড়তে প্রায় ৩ টার মতো বেজে গিয়েছিলো । সীট্রাকে ভাড়া নিবে প্রতি মাথা ৭০ টাকা করে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা



    এছাড়াও ঢাকা হতে সরাসরি সপ্তাহে ৭দিনই বিকাল ৫টার সময় লঞ্চ যায় এই লঞ্চগুলো হাতিয়ার তমিরুদ্দিন পর্যন্ত যায় হাতিয়াতে দুটি লন্ঝঘাট আছে একটি নলছিড়া আর আরেকটি তমুরুদ্দিন । মাঝে মনপুরাতে ৩০ মিনিটের ব্রেক (৩০ বললেও ১ ঘন্টা) এই ফাকে মনপুরার বাজার এবং আশে পাশে দৌড় দিয়া ঘুরে আসা যায়

    যাদের টাকা পয়সা কোন ব্যাপারই না অথবা ১০-১৫ জন সাথে আছে তারা তমুরুদ্দিন অথবা চেয়ারম্যান ঘাট হতে সরাসরি ট্রলার ভাড়া করে নিঝুমদ্বীপ চলে যেতে পারেন ভাড়া নিবে ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যে অথবা সকাল সকাল পৌছাতে পারলে মাছ ধররা ট্রলার খুজে দেখতে পারেন প্রতিজন মাত্ত ১০০/১৫০ টাকার মাঝে নিঝুমদ্বীপে চলে যেতে পারবেন ।

    তমুরুদ্দিন অথবা নলছিড়া ঘাট হতে ম্যক্সিজাতিয় জীপে করে অথবা টেক্সি ভাড়া করে যেতে হবে জাহাজমারা ঘাট । ম্যাক্সির বেলায় ভাড়া নিবে ৪০-৪৫ টাকা আর টেক্সি ভাড়া নিতে পারে ৩০০ টাকা

    আমারা হাতিয়া পৌছতে পৌছতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো কারণ চেয়ারম্যানঘাটে সাড়ে তিন ঘন্টা লেট সন্ধ্যা হওয়াতে আমরা হাতিয়াতে রাতে থাকতে হয়েছে হাতিয়াতে যদি কোন কারণে থাকতে হয় তাহলে হোটেল প্রিন্সে থাকতে পারেন

    জাহাজমারা পৌছানোর পর জাহাজমারা ঘাটে যেতে হবে আর এজন্য রিকশা ভাড়া করতে হয়, প্রতি রিকশা আমরা ৭০ টাকা করে দিয়েছিলাম

    জাহাজমারা ঘাট পেরুলেই নিঝুমদ্বীপ । ঘাট পার হতে প্রতি জন ১০ টাকা করে দিতে হয় তবে আমরা জেলেদের সাথে তাদের ছোট একটা নৌকাতে ৯ জন পার হয়েছিলাম নৌকাতো ডুবে ডুবে অবস্হা আল্লাহ আল্লাহ করে পার হয়েছি

    নিঝুমদ্বীপে পা রাখলেই দেখতে পাবেন সবুজ বিস্তীর্ন মাঠ । এই মাঠৈই আমাদের সাথে এই অতিথির সাক্ষাত হয়েছিলো



    না ভাই এখনো পৌছেনাই ;)এবার নিঝুমদ্বীপের নামারবাজার যেতে হবে অর্ধেক রিকশায় অর্ধেক হেটে ,রিকশা প্রতি ৬০-৭০ টাকা করে নিবে তারপর এক থেকে দেড়ঘন্টা হাটতে হবে

    নিঝুমদ্বীপে থাকার জন্য সরকারি একটা রেষ্ট হাউজ যেটার এখন আর বেইল নাই আর একটা মসজিদ বোর্ডিং আছে

    আমরা মসজিদ বোর্ডিং এ ছিলাম ৪ জন ৪০০ টাকা ভাড়া দিয়েছি দুই রুমে ছিলাম ।

    আর সরকারি রেষ্ট হাউজে কোন লোক ছিলোনা তাই বলতে পারছিনা এটার কি অবস্হা :((

    আমরা তাড়াতাড়ি মসজিদের পুকুরে গোসল সেরে পাশের একটা হোটেলে খেতে গেলাম সামুর অনেকের পরার্মশ মতো প্রতিটি জিনিসের দাম জিজ্ঞাস করে খেয়েছি তবে দাম কমই মনে হলো কোন ধরনের বাটপারি বা কোন কিছুই আমাদের স্পর্শ করে নাই তবে দামদর করে সবকিছু করা ভালো সাবধানের মাইর নাই

    মোটা চালের ভাত খেয়ে দুইটা পিচ্চি বাচ্চাকে গাইড হিসেবে নিয়ে দিলাম রওয়ানা হরিন দেখতে ;)


    সাথে একটা নৌকাও নিলাম কারণ বনের চারদিকে খাল আমাদের চিন্তা খালে খালে ঘুরবো আর নৌকা থামিয়ে বনে ঢুকবো ।

    বনের মধ্যে এক জায়গায় নৌকা থামিয়ে ঢুকে গেলাম বনে হাটতে হাটতে হঠাৎ দেখা পেলাম হরিনের । হরিণ দিলো ভো দৌড় একবার দেখে তৃষ্ঞা মিটেনি তাই আবার খুজতে লাগলাম হরিণ এমনি করে অনেকবার হরিণ পেলাম প্রতিবারই দেয় ভো দৌড়

    বনের ভিতরে নাদুস নুদুস কুত্তা ;) দেখতে পাবেন গাইড বললো এই কুকুর গুলো হরিণের মাঙশ খায় আবার মানুষকে দৌড়ানিও দেয় ।আমরা ভাবলাম এত বড় সাহস আশরাফুল মাখলুকাততে দৌড়ানি দেয় কুত্তায় X(( এবার আমরা হাতে লাঠি নিয়ে দিলাম দৌড়ানি কুত্তাকে :)


    বনের ঠিক পশ্চিমে মেঘনার কুল ঘেষে বিচ টাইপ সবুজ একটা মাঠ আছে এই জায়গাটায় গেলাম একদম সন্ধ্যার দিকে গিয়ে বুঝতে পারলাম আরো আগে আসার দরকার ছিলো জায়গাটা আসলেই অসাধারন সন্ধ্যা হয়ে যাওয়াতে ছবিও উঠাতে পারি নাই :((

    সন্ধ্যার ৭ টা পযর্ন্ত ঘুরেফিরে ণৌকা নিয়ে ঘুরে ফিরে আসলাম মসজিদ বোর্ডিং

    রাতের দিকে ধুমসে খাওয়া দাওয়া করলাম প্রতিজন তিনপিস করে তিনরকমের মাছ সাথে মাছের ডিম ।

    রাতের দিকে বাজারে যাওয়ার পর একজন জেলে এসে বললো তারা সকাল ৭ টায় মাছ নিয়ে ঢাকা যাচ্ছে আমরা যদি চাই তাদের সাথে যেতে পারি আমাদেরকে তারা নলছিড়া বা তমুরুদ্দিন ঘাটে নামিয়ে দিতে পারবে এজন্য দিতে হবে ৫০০ টাকা আমরা বললাম ভেবে দেখি আপনাকে আমরা জানাবো তার কিছুক্ষণ পর মসজিদের সভাপতি সাহেব এসে বললো উনি উনার শাশুড়িকে নিয়ে কাল সকালে নোয়াখালি যাবে আমরা যদি চাই উনার সাথে ট্রলারে যেতে পারি উনি ট্রলারে করে তমুরুদ্দিন যাবে তারপর সকাল ৭ টার সীট্রাকে চেয়ারম্যান ঘাট উনি রওয়ানা দিবেন রাত ৩ টায় ,রাতের বেলা নৌকা নিয়ে মেঘনাতে মজা হবে এইটা ভেবে আমরা রাজি হয়ে গেলাম কিন্তু জোয়ার ভাটার পাল্লায় পড়ে ৩টার ট্রলার ছাড়লো সকাল সাড়ে পাচটায় ।সকালের মেঘনার কুলে সুর্য উঠা আসলেই সত্যিকারের সুন্দর বিস্তৃত জলরাশির মাঝে আমাদের নৌকা আস্তে আস্তে সূর্য উঠছে ............উফ কিছু বলার নাই

    আর আমাদেরকে নামিয়ে দিলো জাহাজমারা সেখান থেকে গেলাম নলছিড়া সকাল ১০টার সীট্রাকে চেয়ারম্যান ঘাট তারপর কুমিল্লা


    আমরা চারজন গেলাম একদিন মাঝে একদিন থাকলাম এর পরের দিন ফিরে আসলাম মোট খরচ হয়েছে ১৭০০ টাকা করে তবে আমরা প্রতিজন ২৫০০ টাকা করে নিয়ে গিয়েছিলাম।

    কিছু তথ্য

    **মসজিদ বোর্ডিং এ কিছু রুমে কারেন্ট আছে কিছু রুমে মোমবাতির ব্যবস্হা তবে মোবাইল চার্জ দিতে মসজিদের মুয়াজ্জিন সাহেবের রুমে অথবা খাবার হোটেলে দিতে পারবেন খাবার হোটেলে দিতে টাকা লাগতে পারে

    **খাবার খাওয়ার জন্য মসজিদের বাম পাশের প্রথম হোটেলটাতে যেতে পারেন বুড়া একটা লোক এটার মালিক ,রান্না এবং ব্যবহার দুইটাই ভালো ।

    **আসার সময় মাছ ধরার ট্রলারে আসবেন নতুন অভিজ্ঞতা সাথে টাকাও বাচবে আবার ঝামেলাও কমবে ।


    **যারা লন্ঝে ঢাকা যাবেন বা আসবেন তাদের সবকিছু হাতিয়ার তমুরুদদিন ঘাটে হাতিয়ার নলছিড়া ঘাটে হলো যারা সড়ক পথে আসবেন তাদের কারবার ।

    **যাবার আগে অনেকেই নিঝুমদ্বীপের দরদাম না করলে ভেজালে পড়বেন বলেছিলো তবে আমরা নুন্যতম ভেজালে পড়িনি সবকিছুই দরদাম করেই খেয়েছি কোন কিছু অতিরিক্ত মনে হয়নি

    **নিঝুমদ্বীপে পা রাখার সাথে সাথে কিছু ছোট বাচ্চা আপনাদের গাইড হতে চাইবে তাদের যেকোন একজন/দুইজনকে সাথে নিয়ে নিবেন তাহলেই হবে এখানে সেখানে গাইডের ব্যাপারে জিজ্ঞাস করার দরকার নাই তাহলে টাকা বেশি লাগবে কিন্তু গাইড এইসব ছোট বাচ্চাদেরকেই দিবে নিঝুমদ্বীপের গাইড এইসব বাচ্চা পুলাপাইন গাইডকে ৫০ টাকা করে দিলেই হবে এর বেশি দেওয়াটা আপনার ব্যাপার ।

    **হোটেল ভাড়া প্রতি জন ১০০ টাকা করে পড়বে ।

    **মোটা চালের ভাত পছন্দ না হলে বা স্পেশাল কিছু খেতে চাইলে হোটেলে বললেই উনারা রান্না করে দিবে তবে দামদর করে নিবেন আগে থেকেই ।

    **সীট্রাক কোন কোন সময় ছাড়ে তা জেনে নিবেন স্হানিয় লোকজনের কাছ থেকে ।

    **নোয়াখালির কিছু লোক হারামি টাইপ এদেরকে সুযোগ দিবেন না বা কমদামে পেয়ে গদগদ হয়ে যাবার দরকার নাই

    মেগা পোস্ট দিয়ে দিয়েছি তারপরও যদি কোন কিছু জানার থাকে জিজ্ঞাস করুন আমিতো আছি নাকি ?

    মুভি ডাউনলোড করার সম্পূর্ণ সমাধান

    যাদের নেট স্পিড মোটামুটি ভালো তারা প্রায় সবাই নেট হতে মুভি ডাউনলোড করে তবে অনেকে আবার টরেন্ট থেকে ডাউনলোড করে তাদের কথা ভিন্ন

    আজকের এই পোস্টের উদ্দেশ্য একটাই সেটা হলো মুভি ডাউনলোড করার যত সাইট আছে সবগুলো এক পোস্টে নিয়ে আসা

    প্রথমে আসি যেসব সাইট মিডিয়াফায়ারে মুভি আপলোড করে মানে মিডিয়াফায়ার ডাউনলোড লিংক

    লেখাটি শেয়ার করুন