অবশেষে রিলিজ হলো অভ্রর নতুন বেটা ভাসর্ন Avro Keyboard 5.0.5

বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার অভ্র তাদের নতুন বেটা ভার্সন Avro Keyboard 5.0.5
রিলিজ করেছে ।

যদিও আগেই অভ্রর মেহেদী ভাই অভ্রর এই নতুন রিলিজ সম্পর্কে জানিয়েছিলো তবে কবে নাগাদ রিলিজ পাবে তা জানাইনি আজকে অভ্রর সাইটে ঢুকেই দেখি সেই সুসংবাদ মানে রিলিজ হয়েছে Avro Keyboard 5.0.5 যা ডাউনলোডের জন্য প্রস্তুত ।

অভ্রর নতুন বেটা ভার্সনে কি আছে ???

অভ্রর নতুন ভার্সনের সাথে যে সবচেয়ে বড় সুখবরটা এসেছে তাহলো অভ্র এখন থেকে ওপেনসোর্স যেকেউ অভ্রর উপরে কাজ করতে পারবে ।
এছাড়াও ফোনেটিকে লেখার পদ্ধতিকে আরও সহজ সাববিল করা হয়েছে ।
নতুন লোগো সাটানো হয়েছে ইত্যাদি ইত্যাদি ।তবে অফিসিয়ালি এখনো নতুন কি এসেছে তা জানানো হয়নি ।



আমার ছবি ব্লগ ১.৫ আজকের সেরা ৫

আমার দৃষ্টিতে আমার জন্য আজ পুরা ঈদের দিন কারণ আজকে ভালো ভালো কিছু ছবি ক্যাপচার করতে পেরেছি ।
অনেকদিন ছবি নিয়ে নাচাচাড়া নেই তাই আজকে ভাবলাম দেখি হাতটা একটু নেড়ে কেমন ছবি আসে আর সেজন্য চলে গেলাম আমার মোস্ট প্রিয় স্হান গোমতির পাড় ট্রেন ব্রিজ এর কাছে ।যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো এজন্য একটু মনটাও খারাপ হয়ে গিয়েছিলো কারণ আমার আন্ধা ক্যামেরা দিয়ে ছবি তুলতে হলে আলো বেশি থাকাটা জরুরি ।
ছবি কিছু তুলে সন্ধ্যার পরে বাসায় ফিরে দেখি ভালোই এসেছে ফটোশপে হালকা টাচ দেবার পর দেখি চরম লাগতেছে প্রতিটা ছবিকে [আমার দৃষ্টিতে] আজকের দিনের সেরা পাচ
এই ছবিটার কনসেপ্টাটা অনেক দিন ধরেই মাথায় ছিলো অবশেষে মোটামুটি এসেছে । সন্ধ্যারও ছায়া নামে এলোমেলো হাওয়া ভালো লাগে জীবনের এই গান গাওয়া 

এই ছবিটার ব্যাপারেও এই কথা বলবো অনেক দিন ধরেই মাথায় ঘুরতেছিলো 

এই ছবিটা এত ভালো হবে প্রথমে বুঝতে পারিনি পরে দেখি না ভালোইতো 

গোমতি নদী আর রেল ব্রীজ 
এই ছবিটার প্রধান দিক মনে হয় ফ্রেমিংটা 
আশা করি আপনাদের ও ভালো লাগবে আর হ্যা মন্তব্য করবেন অবশ্যই

হিমু সিরিজের সাম্প্রতিক রিলিজ "হিমুর আছে জল" উপন্যাস [ডাউনলোড লিংকসহ]

হুমায়ন আহমেদের তৈরী করা জনপ্রিয় চরিএ হিমু সিরিজের সর্বশেষ রিলিজ হলো " হিমুর আছে জল"  অনেকেই হয়তো ভাবছেন এই বই আবার কবে বের হলো ??


আসলে এটা বই আকারে বের হয়নি এই ঈদুল ফিতরে যে অন্যদিন ম্যাগাজিন এর ঈদসংখ্যা বের হয়েছে তাতে হিমুকে নিয়ে লেখা হিমুর আছে জল   উপন্যাসটি প্রকাশ করা হয়েছে

 আমি নিজে হিমুর হার্ডকোর ফ্যান হবার পরও আমি নিজেও এটা জানতাম না পরে আমার এক ব্নধুর থেকে জানতে পারলাম যে হিমুর আছে জল নামে উপন্যাসটি অন্যদিন ইদ সংখ্যায় প্রকাশ করা হয়েছে ।

পরে অনেক খোজাখুজির পর নেটে খুজে পেলাম এবং ডাউনলোড করে এক নি:শ্বাসে পুরাটা পড়ে শেষ করে ফেললাম ।যদি জিজ্ঞাস করেন কেমন ?? তাহলে বললো আগের মতোই স্বাধ । 

তবে দুনিয়া কি মেয়েরা না ছেলেরা খারাপ করছে এই নিয়ে একটা ডাযলগ আছে এইটা আমার কাছে চরম লাগছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ডায়লগটা এখন মনে নেই উপন্যাসেও খোজে পাচ্ছিনা ।

ডাউনলোড করে পড়ুন এবং কেমন লাগলো তা অবশ্যই শেয়ার করবেন ।

মোবাইলের প্রিয় ফোনবুক,মেসেজগুলো ব্যাকআপ রাখুন অনলাইনে অথবা নিজের পিসিতে [টিউটোরিয়াল]

আজকে সামুতে এক ভাইয়ের পোস্ট দেখলাম উনি উনার মোবাইল হারিয়ে ফেলেছেন আর সাথে সাথে হারিয়ে গেছে সাধের কনটাক্ট নাম্বারগুলো আর বেচারার আফসুসের অভাব নাই ।

যে কারোরই মোবাইল হারালে মোবাইল হারানোর কষ্টের সাথে সাথে আরও কষ্ট যোগ হয় যখন মনে পড়ে এতগুলো কনটাক্ট নাম্বার প্রিয়মানুষের রোমান্টিক রোমান্টিক মেসেজ সব হারিয়ে গেছে ।

কিন্ত অনেকেই জানেনা মাত্ত দুই মিনিটের মাঝেই আপনার মোবাইলের কনটাক্ট নাম্বার মেসেজ ক্যালেন্ডার এন্টি সবগুলোই পিসিতে ব্যকআপ অথবা অনলাইনে ব্যাকআপ রাখা যায়।

শুধু মাত্ত নকিয়ার জন্য টিউটোরিয়াল তবে যারা অন্য ব্রান্ডের মোবাইল ব্যবহার করেন তারা http://www.google.com/mobile/sync/ গুগল সিনক্রেনাইজিং ব্যবহার করার চেষ্টা করুন বা অন্য কারো নকিয়া মোবাইল দিয়ে সিনক্রেনাইজিং করে নিতে পারেন অথবা আপনার মোবাইল ব্রান্ডের পিসি স্যুট দিয়ে কম্পিউটারে ব্যাকআপ নিয়ে নিতে পারেন ।


প্রথমে দেখাবো কি করে অনলাইনে ব্যাকআপ রাখা যায়

অনলাইনে ব্যাকআপ রাখা হচ্ছে সবচেয়ে নিরাপদ আর সহজ যেটা আমি ব্যবহার করি ।
প্রথমে সরাসরি এই লিংকে চলে যান http://www.ovi.com/ নিজের যাবতীয় ইনফরমেশন দিয়ে রেজিস্টেশন করে ফেলুন

এবার লগ ইন করে হোম এ যান তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন


এখান হতে
কনটাক্ট ব্যকআপ অপশনটিতে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে এখান হতে Add a Device এ ক্লিক করুন

আপনার মোবাইল মডেলটি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার দিন তাহলে আপনাকে Ovi সেটিংস পাঠাবে এবং কম্পিউটারের স্কিনে একটি কোড দেখতে পাবেন ওভি সেটিংস সেভ করার সময় এটি মোবাইলে দিতে হবে।

সব কাজ শেষ এবার আপনার মোবাইলের ফোনবুকে যান এবং অপশন হতে সিনক্রেনাইজিং অপশনটি খুজে বের করুন তারপর স্টার্ট এ ক্লিক করুন
এবার সিনক্রেনাইজিং প্রোফাইল হিসেবে অভি সিলেক্ট করুন ব্যাস দেখতে পাবেন আপনার সিনক্রেনাইজিং হয়ে গেছে ।

এবার পিসির অভি কনটাক্ট পেইজটি রিফ্রেশ করুন কিছুক্ষণের মাঝেই সমস্ত কনটাক্ট দেখতে পাবেন ওভি একাউন্টে ।

এভাবে মাঝে মাঝে সিনক্রেনাইজিং করে নিলেই হবে শুধু মাত্ত আপডেটগুলোই আসবে পুরাতনগুলো ঠিকই ওভিতে থেকে যাবে ।ওভি একাউন্ট হতে ইচ্ছামত যেকোন কনটাক্ট যোগ বিয়োগ ইডেটিং করতে পারবেন ।

এখন কথা হলো রিষ্টোর করবেন কিভাবে

একদম সহজ আপনার কন্টাক্টগুলো যেখানে আছে সেইখানে যান এবার নিচের ছবির মত Manage your device এ ক্লিক করুন



Restore Your device এ ক্লিক করুন এবং কনফার্ম করুন ।


এবার আপনার মোবাইল থেকে সিনক্রেনাইজিং করুন তাহলেই সব কনটাক্ট রিষ্টোর হয়ে যাবে ।

এখন কথা হচ্ছে নতুন মোবাইলের বেলায় একই কনটাক্ট গুলো কি করে সিনক্রেনাইজিং করবেন ।খুবই সহজ অভি একাউন্ট থেকে Add a Device এ ক্লিক করুন এবং পুরাতন পদ্ধতিতে ওভি সেটিংসটি আপনার মোবাইলে নিয়ে আসুন এবং রিষ্টোর এর পদ্ধতিতে সিনক্রেনাইজিং করে নিন ।ব্যাস কাজ শেষ




(মোবাইল হতে আমি আমার 200 নাম্বার সিনক্রেনাইজিং করেছি এতে আমার ১ টাকা গেছে শুধু আর যারা আনলিমিটেড বা ১ জিবি ২ জিবি ব্যবহার করেন তাদের কোন টাকাই যাবেনা মানে শুধু ডাটা চার্জ কাটবে আর কোন চার্জ নাই )

কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানান আমি সমাধান করে দেবো

এবার ২য় পদ্ধতি কম্পিউটারে ব্যাকআপ রাখবেন কিভাবে

প্রথম নকিয়া পিসি স্যুটটি আপনার পিসিতে ইন্সটল করুন পিসিতে না থাকলে Click This Link ডাউনলোড করে নিন।

এবার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন এবং পিসি স্যুটটি ওপেন করুন

তারপর নিচের ছবির মত ব্যকআপ অপশনে ক্লিক করুন

তাহলে ব্যাকআপ এবং রিষ্টোর নামে দুটি অপশন দেখতে পাবেন এবার ব্যাকআপে ক্লিক করুন কি কি ব্যাকআপ নিতে চান তা সিলেক্ট করুন কোথায় ব্যাকআপ রাখতে চান তা সিলেক্ট করুন ব্যাস কাজ শেষ ।রিষ্টোর করতে চাইলে রিষ্টোর এ ক্লিক করুন এবং কি কি রিষ্টোর করতে চান তা সিলেক্ট করুন অপেক্ষা করুন ব্যাস কাজ শেষ ।

শিরোনামহীন এর আনরিলিজড গান ফুলে ফুলে ডাউনলোড করুন

আর কয়েকদিনের মাঝেই মার্কেটে পাবেন শিরোনামহীনের নতুন এ্যালবাম শিরোনামহীন রবীন্দ্রনাথ  এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্ট হতে

এই এ্যালবামের একটি গান হলো ফুলে ফুলে এই গানটি রিলিজ হবার আগেই কোনভাবে বা অফিসিয়ালি নেটে রিলিজ হয়েছে ।গানটা শুনে দেখলাম ভালোই লাগলো তাই শেয়ার আরকি !!!!!!
 গানটির লিরিকস 


ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায় ,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায় ,
কী জানি কিসেরই লাগি প্রাণ করে হায় - হায়।




এমপিথ্রী আকারে ডাউনলোড করুন 


এই গানটি  
ভারতীয় শিল্পী স্বাগতালক্ষী দাশগুপ্ত ও গেয়েছিলেন শুনে দেখতে পারেন।
ডাউনলোড : ফুলে ফুলে - স্বাগতালক্ষী দাশগুপ্ত (১৯৮৫)[এই লিংকটি নাবিল এর সৌজন্যে]

বোনাস হিসেবে ফুয়াদের আনরিলিজিড

একটাই আমার তুমি কেন বোঝনা  ডাউনলোড করুন 

আমার মোবাইল+ফটোগ্রাফী=মোবাইলোওগ্রাফী

এই পোস্টের মাধ্যমে এখন থেকে আমি আমার প্রিয় এন৭৩ মোবাইল দিয়ে তোলা ছবিগুলো নিয়মিত শেয়ার করবো  আশা করি আপনাদের ভালো লাগবে 

ফটোগ্রাফি দিয়ে যে একটা সাবজেক্টকে কত সুন্দর ভাবে ফুটিয়ে তুলা যায় তা কয়েকদিন আগেও বুঝতাম না বড় বড় ফটোগ্রাফারের ওয়ালপেপারের মতো ছবি দেখে ভাবতাম ইস যদি আমিও ....................

কিন্তু বিধিবাম যখন এ্‌ই আপসোস তখন আমার হাতে কোন মোবাইল ক্যামেরাও নাই যে একটু চেষ্টা করবো আছে ১০০ মেগাপিক্সেলের নকিয়া ১১০০ !!!!!!

অবশেষে তীরে এসে হাতে পেলাম ৩.২ মেগাপিক্সেলের নকিয়া এন ৭৩ মনের ভিতরের বাসনাটাও চিল্লানি দিয়ে উঠলো ।
আগে যেখানে সবসময় মানুষ আর মানুষের ছবি উঠাতাম কারো ক্যামেরা পেলে সেখানে একটু পরিবর্তন হলো নতুন কিছু উঠানোর চেষ্টা করতে থাকলাম আর ক্যামেরার বিভিন্ন অপশন নিয়ে ঘাটাঘাটি ।

প্রথম প্রথম মোবাইলের ভিতরেই ছবিগুলো সুন্দর লাগতো পিসিতে আনলেই মন খারাপ লাগতো ধৃর কি উঠাইছি এত বাজে লাগে ক্যান তখন ভাবতাম ইস যদি এসএলআর থাকতো তাহলে ছবিগুলো ঝকঝকা হতো সাবজেক্টগুলো আরও পারফেক্ট হতো ।

পৃথিবীর সকল ফটোগ্রাফারাই তাদের ছবিগুলোকে পারফেক্ট করতে সফটওয়্যারের সাহায্য নেয় যেহেতু নিজেকে মোবাইল ফটোগ্রাফার ভাবতে শুরু করেছি তাই আমিও ভাবলাম ফটোশপটা শিখে ফেলি ।কয়েকদিন ঘাটাঘাটি করে দেখলাম আরে চরম ছবি আসেতো ফটোশপে পোর্টমাটম করলে ।

মজার ব্যাপার কি জানেন অনেকের মতো আমারও ধারণা ছিলো ছবি তোলা কত সহজ ভালা একখান ক্যামেরা দিয়ে টুস টুস টিপলেই আইসা পড়ে আর এখন বুঝি একটা ভালো ছবির কতো দাম আর ছবিকে কথা বলানো যে কত কষ্ট ।

যেহেতু আজকে বকবক বেশি করে ফেলেচি তাই আজকে আর ছবি ব্লগ দিলাম না মাত্ত দুইটা ছবি দিলাম আগামী পোস্ট পুর্ন ছবি ব্লগ পাবেন ।সেই পযর্ন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ।

লেখাটি শেয়ার করুন