ভারতীয় ট্রানজিট ভিসা কি ? কিভাবে করবেন বিস্তারিত জানুন এখানেই

ভারতে বর্তমানে প্রচুর বাংলাদেশী পর্যটক নিয়মিত আসা যাওয়া করছে । শুধু ভারত নয়  উপমহাদেশের  ভুটান নেপাল বাই রোড যেতেও অনেকে ভারতীয় ট্রানজিট ভিসা নিচ্ছে । আসলে বাই রোড খরচ অনেক কম বলে বিমানে না গিয়ে প্রচুর বাংলাদেশী পর্যটক বর্তমানে ভারতের উপর দিয়ে ট্রানজিট ভিসা নিয়ে ভুটান ঘুরে আসছে ।

আজকের আলোচনাটা তাই কিভাবে ট্রানজিট ভিসা পাবেন এ নিয়ে :)

চোরাবালি কি ? কিভাবে বাঁচবেন চোরাবালি থেকে জেনে নিন

ভ্রমণপিপাসুদের জন্য চোরাবালি খুবই পরিচিত একটা শব্দ কিন্তু পরিচিত হলেও ভয়ংকর একটা রুপ রয়েছে এ চোরাবালির । চোরাবালি শুনলেই মানুষের মনে একটা ভীতি একটা ভয় কাজ করে । কারণটাও খুব সহজ কারণ চোরাবালিতে পড়ে অসংখ্য পর্যটক আজ পর্যন্ত প্রাণ হারিয়েছে । 
কিছুদিন পর পরই শুনা যায় কক্সবাজার জাফলং সহ বিভিন্ন জায়গায় চোরাবালিতে আটকে মারা গেছে  পর্যটক ।

লেখাটি শেয়ার করুন