গল্পটা কিন্তু দার্জিলিং এর (ভ্রমণগল্প এবং দার্জিলিং ঘুরার পূর্ণ গাইডলাইন )

দার্জিলিং ,হ্যাঁ এবারের গল্পটা  দার্জিলিং এর ।

দার্জিলিং, পশ্চিবঙ্গের বিখ্যাত টুরিস্ট প্লেস । সীমান্তবর্তী বলুন আর ভাষাগত কারণেই বলুন বাংলাদেশের মানুষের কাছে ভারতের যতগুলো টুরিস্ট স্পট আকর্ষণীয় তার মাঝে দার্জিলিং এর নামটা একদম উপরেই থাকবে ।।  দার্জিলিং হলো মেঘ আর পাহাড়ের শহর ।। ভূপৃষ্ট থেকে প্রায় ৭ হাজার ফুট উচুতে অবস্হিত দার্জিলিং শহর আর মেঘ ? সেতো সারাদিনই দার্জিলিং শহরে খেলা করে ,মুহুর্তেই চারপাশ ঢেকে যায় মেঘে আবার মুহুর্তে গায়েব ।।
দার্জিলিং শহর 

হুম আমরা  গিয়েছিলাম দার্জিলিং এর রুপ দেখতে ,অবশ্য আমাদের প্লান আর রুট ভিন্ন ছিলো । আমরা প্রবেশ করেছিলাম সিলেটের তামাবিল বর্ডার দিয়ে তারপর শিলং থেকে গোহাটি হয়ে আট ঘন্টার ট্রেন জার্নি করে পৌছেছি শিলিগুড়ি সেখান থেকে চলে গিয়েছি পশ্চিম বঙ্গের সর্বোচ্চ পবর্ত সান্দাকফু জয় করতে ..চারদিন ট্রেক করে সান্দাকফু জয় করে তারপর চলে এসেছি দার্জিলিং এ ।।

ভুস্বর্গ কাশ্মীর যাবেন কিভাবে, ঘুরবেন কোথায়, খরচ কত (পুরো গাইডলাইন)

(তথ্যগুলো একত্র করেছেন ডা: মিজানুর রহমান ভাই)

কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ,কেন বলা হয় ! ? যতক্ষণ পর্যন্তনা আপনি নিজ চোখে কাশ্মীরের সৌন্দর্য্য দেখবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না কেন কাশ্মীরকে ভূস্বর্গে ভুষিত করেছিলো রাজা বাদশা কবি সাহিত্যিক আর ভ্রমণ পিপাসু মানুষেরা :) দিগন্তজোড়া উঁচু উঁচু পাহাড়ের বুকে সাদা শুভ্র বরফের খেলা যেন কাশ্মীর উপত্যকাটিকে করে তুলেছে ভূর্স্বগে :)

কাশ্মীর হিমালয়ান পর্বতমালার সবচেয়ে বড় উপত্যকা ,বিখ্যাত কবি আমির খসরু কাশ্মীরের রুপে মুগ্ধ হয়ে যা লিখেছিলেন তাই পরবর্তীতে বিখ্যাত হয়েছিলো  মোগল বাদশাহ জাহাঙ্গীরের মুখ থেকে উচ্চারণের কারণে বাদশাহ জাহাঙ্গির কাশ্মীরের রুপে মুগ্ধ হয়ে এখানেই মৃত্যুবরণের ইচ্ছা প্রকাশ করে কবি আমির খসরুর লাইনটি উচ্চারণ করেছিলেন

‘আগার ফেরদৌস বে-রোহী যামীন আস্ত্। হামীন আস্ত্, হামীন আস্ত্, হামীন আস্ত্।

অর্থাৎ পৃথিবীতে কোনো বেহেশত থেকে থাকে, তাহলে তা এখানে, এখানে, এখানে।


মোঘল সম্রাটরা দিল্লীর গ্রীষ্মের তাপদাহ থেকে নিস্তার পেতে অবকাশ যাপনের জন্য ছুটে আসতেন কাশ্মীরে। চশমাশাহী, পরিমহল, শালিমার, নিশাত, ভেরি নাগ এসব মোগল গার্ডেন ইত্যাদি তারই স্বাক্ষ্য বহন করছে।

শুধু কি মোগল বাদশারা ? বর্তমানে সমস্ত পৃথিবী থেকেই ভ্রমণপিপাসু মানুষেরা ভূস্বর্গ কাশ্মীর দেখার জন্য প্রতিনিয়ত ছুটে আসেন এখানে ।।

 তো চলুন আমরা জানার বুঝার চেষ্টা করি বাংলাদেশ থেকে এই ভুস্বর্গে আমরা কিভাবে সহজে এবং কম খরচে  ঘুরে আসতে পারি ।

লেখাটি শেয়ার করুন