ভ্রমণ নিয়ে বেশ কিছু মজার তথ্য

ভ্রমণ করতে কে না ভালোবাসে। সুযোগ পেলেই মানুষ বেড়িয়ে পড়ে একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আর প্রাণভরে নিশ্বাস আর কিছু মধুর স্মৃতি নিয়ে ফিরে আসতে । তাইতো পৃথিবীজুড়ে মানুষের ব্যস্ততা যেমন বাড়ছে তেমনি সেই ব্যস্ততার ফাঁকে নিজের জন্য কিছু সময় বের করে কোথাও ঘুরে আসার প্রবণতাও বাড়ছে। আজকে ভ্রমণ সম্পর্কিত কিছু মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি লেখাটি আপনাদের ভালো লাগবে।

  • পৃথিবীজুড়ে বর্তমানে দীর্ঘ নন স্টপ বড় কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা করা হয় সিঙ্গাপুর টু নিউইয়র্ক রুটে যাতে সময় লাগে প্রায় ১৮ ঘন্টার মত।তবে ১৯৪৩-৪৫ পর্যন্ত ৩০ ঘন্টার একটি ফ্লাইট পরিচালনা করা হতো অষ্ট্রেলিয়া টু শ্রীলংকার মধ্যে এটাকে অনেকে ডাবল সানরাইজ ফ্লাইটও বলতো কারণ এই ফ্লাইটের যাত্রীরা দুইবার সুর্যোদয় দেখতো। এটি পরিচালনা করতো কোনটাস এয়ারলাইন্স।
     

লেখাটি শেয়ার করুন