টরেন্ট কি ,টরেন্ট থেকে কিভাবে ডাউনলোড করা যায় (টিউটোরিয়াল )

এক কথায় যদি সহজভাবে টরেন্ট কি বুঝতে চান তাহলে টরেন্ট হলো সেই পদ্ধতি যার মাধ্যমে একজনের পিসি থেকে আরেকজনের পিসিতে ফাইল ট্রান্সফার করা হয় । এ ধরনের নেটওয়ার্ককে বলা হয় P2P ফাইলে শেয়ারিং নেটওয়ার্ক

এবার আসি টরেন্টের বেশ কিছু পরিচিত শব্দ নিয়ে  :

Torrent কি : P2P ফাইল শেয়ার , P2P হলো Peer 2 Peer
Peer কি : যে একি সময়ে ডাউনলোড ও আপলোড করে। 
Seeds কি: যে  আপলোড করে। 
Leecher কি : যে  ডাউনলোড করে ।
Client কি : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাউনলোড করা হয়।
Tracker কি : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্র্যাকার হলো মাধ্যম।

বিধি কলমে নাই কালি -মুজিব পরদেশীর কালজয়ী গান

বিঁধি কলমে নাই কালি
আমার ওই পোঁড়া কপালে 
এইকি লেইখা ছিলিরে 
কলমে কি নাই কালিরে ? বিঁধি.....

যে দশটি মালায়লাম মুভি না দেখলে আপনার জীবন মাত্র দশ আনা বৃথা ।

মালায়লাম মুভি !!! অবাক হচ্ছেন তাইনা !! ? আসলে মালায়লাম মুভি ইন্ডাস্ট্রি হলো ভারতের সাউথ ইন্ডিয়ার কেরালা রাজ্য ভিত্তিক মুভি ইন্ডাস্ট্রি।  সাউথ ইন্ডিয়ার চারটি মুভি ইন্ডাস্ট্রির মাঝে এটি একটি আর বাকীগুলো হলো তামিল তেলেগু ও কান্নাডা । 

সাউথ ইন্ডিয়ান মুভি মানেই ধুম ধাড়াক্কা এ্যাকশন ,এ ধারণার বাইরে গিয়ে অনেকটা কাহিনীনির্ভর মুভি তৈরি করে মালায়লাম মুভি ইন্ডাস্ট্রি । মুভিগুলোতে এ্যাকশন বলেন আর আইটেম সং বলেন এগুলো খুবই কম দেখা যায় এককথায় গুড ফিলিংস টাইপ মুভি তৈরি করে ওরা । কাহিনী সিম্পল বাট ওদের প্রেজেন্টেশনগুলো অনেক সুন্দর । 

লেখাটি শেয়ার করুন