ঝরনার সাথে জঙ্গলে রাত্রীবাস ।। (ভ্রমণ গল্প )

তখন ঘন ঘন বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি সীতাকুন্ড থেকে বান্দরবন সবখানে ।। বিভিন্ন জঙ্গলে ঝরনা দেখতে গেলে আমাদের মাঝে একটা আফসুস থেকেই যেতো আহ এখানে যদি রাতে তাবু ফেলে থাকতে পারতাম তাহলে অসাধারণ হতো ।

কথাটা সাধারণভাবেই সবাই বললেও আফসুসটা বুঝা যেতো , তখন আমরা জানতাম এ ব্যাপারে কিন্তু কিভাবে কি বা বনের নিরাপত্তা এসব নিয়ে কোন ধারণা ছিলোনা,এজন্য উদ্যোগটা থমকে যেত ।।

একসময় আফসুসটা বাড়তেই থাকলো আফসুসের সাথে আগ্রহটা যখন চরমে তখন তাবু ফেলে বনে থাকার ব্যাপারে খোজ খবর নিতে থাকলাম ।

যারা এর আগে বিভিন্ন জায়গায় তাবু ফেলে রাত্রিবাস করেছে তাদের সাথে যোগাযোগ করে অনেক কিছুই জানলাম গ্রুপের সাথে কথা বলে তাবু সংগ্রহ করলাম এবং শেষমেষ অভিজ্ঞ বড়ভাইদের সাথে কথা বলে সীতাকুন্ড এর পাহাড়ে ঝরনার সামনে বনের ভিতরে তাবু ফেলে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম ।

যাত্রা হলো শুরু 


হাজারিখিল সরক্ষিত বনের ক্যাম্পিং এ আমাদের ঘুরে বেড়ানোর কিছু ছবি


রাঙ্গাপানি চা বাগান :) যা আমাদের ক্যাম্প সাইটের কাছেই
পাশেই চা বাগান এমন জায়গায় ফেলবো তাবু 

পাশেই চা বাগান এমন জায়গায় ফেলবো তাবু 

হাজারিখিল
হাজারিখিল সংরক্ষিত বন 

লেখাটি শেয়ার করুন