নাম তাহার দামতুয়া ঝর্ণা ( বিস্তারিত ব্লগ)

পাহাড়কে প্রকৃতি তার খেয়াল খুশিমতো অপরুপ সৌন্দর্য্যে সাজিয়েছে :) কখনো উঁচু কখনো নিচু হঠাৎ করে আবার পানির কলতান কোথাও আবার সৃষ্টি হয়েছে অপরুপ সৌন্দর্য্যের ঝর্ণা :) তেমনই এক ঝর্ণা হলো দামতুয়া ঝর্ণা এর অবশ্য আরও বেশ কিছু নাম আছে যেমন তুক অ / লামোনই ঝর্ণা :)
ছবি : ইমরান হোসাইন 
দামতুয়া ঝর্ণা যখন আপনার নামটি শুনবেন নিশ্চয় প্রথমে মনে আসবে এটি কোথায় অবস্হিত ? দামতুয়া ঝর্ণাটি আসলে বান্দরবনের আলীকদম উপজেলায় অবস্হিত । কিন্তু বান্দরবনের আলীকদম হলেও আপনি বান্দরবন শহর হয়ে যাবেন না, যেতে হবে আপনাকে চিটাগাং টু কক্সবাজার রুট হয়ে :) কারণ হলো আলীকদম কক্সবাজার এর কাছেই অবস্হিত সেজন্য যোগাযোগ ব্যবস্হার সুবিধার কারণে ঢাকা টু আলীকদম ডাইরেক্ট বাস যায় চট্রগ্রাম হয়ে চকরিয়া হয়ে আলীকদম :)

বান্দরবনে কোথায় কিভাবে ঘুরবেন তার বিস্তারিত

বাংলাদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি জেলা হলো বান্দরবন ,প্রতিদিন প্রতি মুহুর্তে হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত থাকে পাহাড়ী এ জেলাটি । আজকে আপনাদের বিস্তারিত ভাবে এই জেলাটি কিভাবে ঘুরে দেখবেন তা তুলে ধরবো


যাবো কিভাবে : বান্দরবন আপনাকে যেতে হবে বাসে করে সরাসরি রেল বা এয়ারের কোন সুযোগ নেই । রেল বা এয়ারে যেতে চাইলে আপনাকে চট্রগ্রাম  পর্যন্ত আসতে হবে তারপর বাসে করে বান্দরবন যেতে হবে :)

লেখাটি শেয়ার করুন