জ্যাক ব্ল্যাক : প্রিয় অভিনেতাদের মাঝে একজন

আমার প্রিয় অভিনেতাদের মাঝে জ্যাক ব্ল্যাক এর অবস্হান একদম উপরের দিকে ,জ্যাক ব্ল্যাক কিন্তু কোন আহামরি অভিনেতা নয় তারপরও তার অভিনয় আমার কাছে অসাধারণ লাগে কারণ একটাই আমার কেন জানি তার অভিনয়ের স্টাইলটা জীবন্ত মনে হয়,মনে হয় আমার সামনে কেউ একজন অভিনয় করছে আশ্চর্যভাবে ওইদিন টিভির এক প্রোগামে খেয়াল করলাম মুভিতে যেভাবে অভিনয় করে ঠিক সেইভাবেই সে বাস্তব জীবনেও কথা বলে
জ্যাক ব্ল্যাক

আমার স্বপ্নের হাতে হাতকড়া তাই স্বপ্নের হাতে বন্দী..........

আমার স্বপ্নের হাতে হাতকড়া
তাই স্বপ্নের হাতে বন্দী
আমার মনের জমিতে জল নেই
তাই তোমার সাথে সন্ধি

মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না.......

কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না
অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয়না
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না

রাসুল (স:) কে নিয়ে খুব সুন্দর একটা গান Maher Zain - The Chosen One

In a time of darkness and greed
It is your light that we need
You came to teach us how to live
Muhammad Ya Rasool Allah
You were so caring and kind
Your soul was full of light
You are the best of mankind
Muhammad Khaira Khalqillah
Sallu ‘ala Rasulillah, Habib Al Mustafa
Peace be upon The Messenger
The Chosen One

আলো ফোটা খুব ফোটা এক ফোটা ভোরে........................

আলো ফোটা খুব ফোটা 
এক ফোটা  ভোরে

আমার ঘুম দুচোখ জোড়ে
তবুও আমরা ছিলেম 
এই পৃথিবী জোড়ে
তবুও কেউ বলিনি........ ভালোবাসি বড় ভালোবেসে

কিভাবে করবেন ক্লোন ফটোগ্রাফি [টিউটোরিয়াল]

ফটোগ্রাফি করার চেষ্টা করি সামান্য কয়দিন হলো , এখনো ক্যামেরার ক ও জানিনা ফটোগ্রাফির ফ তো অনেক দুরে। যাই হোক কয়েকদিন আগে ক্লোন নামে একটা ছবি ফেইসবুকে আপলোড করেছিলাম [নিচে ছবিটা দিলাম ] ছবিটা দেখার পর অনেকেই অনুরোধ করেছে এই নিয়ে যেন একটা টিউটোরিয়াল লিখি :) সেই অনুরোধ রাখতেই এই পোস্টটা লিখা শুরু করলাম

আসলে ক্লোন ফটোগ্রাফি খুব একটা কঠিন কিছুনা । ফটোশপের উপরে মোটামুটি ধারণা আর ক্যামেরা নিয়ে হালকা জ্ঞান  থাকলেই সহজে কাজটা করতে পারবেন 

অকাল তুফান-কবি কাজী নজরুল ইসলাম

অকূল তুফানে নাইয়া কর পার
পাপ দরিয়াতে ডুবে মরি কান্ডারী
নাই কড়ি নাই তরী প্রভু পারে তরিবার।।

ব্যক্তিগত অভিজ্ঞতার জীবনমুখি শিক্ষা সংকলন

ফেইসবুকে মাঝে মাঝে নিজস্ব অভিজ্ঞতার উপরে জীবমুখি শিক্ষা মানে আমি আমার জীবনে যতটুকু দেখেচি তার উপরে স্টাটার্স দিতাম । সেই স্টাটার্সগুলোই ব্লগে শেয়ার করলাম


জীবনমুখি শিক্ষা ১ : কাউকে অতিরিক্ত দাম/ভালোবাসতে নাই সে এটার অমর্যাদা করবেই । কেন ????মানুষ সৃষ্টিগতভাবেই এমন সে এত দাম / ভালোবাসা সহ্য করতে পারেনা । তাই সবকিছু পরিমিত থাকুন সুখে থাকুন

সহজ সাবলীল বাংলা অনুবাদ সহ ডাউনলোড করুন মহাগ্রন্হ আল কুরআন

আল্লাহর রাসুল (স:) বলেছেন তোমাদের  মাঝে শ্রেষ্ঠ হল যে নিজে কুর’আন শিখে এবং অন্যকে শেখায়। (আল-বুখারী)


কুরআন কি ?  কুরআন পড়লে কি হয় এর মাহাত্ব্য কি এইসব নিয়ে কোন বক্তব্য দিবোনা এগুলো আপনারা আমার চেয়ে বেশি জানেন ।

ক্রিকেটে আমি যে দলের সাপোর্টার এবং ভারত পাকিস্তান সাপোর্টিং তত্ত্ব

আমার সবগুলো পোস্ট লেখার পিছনে কোন না কোন শানে নুযুল মানে বিহাইন্ড দ্য সিন স্টরি আছে অকারণে আমি কোন পোস্ট দেইনা এই ব্লগে

এই পোস্টটা লেখার পিছনেও একটা খুবই বাজে শানে নুযুল আছে । শানে নুযুলটা এমন মনে করুন আপনাকে কেউ জিজ্ঞাস করলো ক্রিকেটে আপনি কোন দলের সাপোর্টার ? আপনি স্বভাবসুলভ জবাব দিলেন বাংলাদেশ । তাহলে দেখা যাবে সাথে সাথে আরেকটা প্রশ্ন আপনাকে করবে আরে বাংলাদেশতো সবাই আমি জানতে চাচ্ছি বাংলাদেশ ছাড়া আর কোন দল সাপোর্ট করেন আনঅফিসিয়াল ভাষায় বললে আপনার সেকেন্ড টিম কোনটা ?

লেখাটি শেয়ার করুন