ঝুঁকি নেওয়ার কোনো বিকল্প নেই

মাইকেল ব্লুমবার্গের জন্ম ১৯৪২ সালের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে। তিনি নিউইয়র্ক সিটির মেয়র। ২০০৭ সালে টাফটস ইউনিভার্সিটির সমাবর্তনে তিনি এ বক্তৃতা করেন।

আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে আমি পাঁচটি জিনিসের কথা উল্লেখ করব। নোট নেওয়ার দরকার নেই। কারণ, আপাতত তোমরা আর কোনো পরীক্ষা দিতে যাচ্ছ না! তোমাদের কেবল মন দিয়ে শুনতে হবে।

দ্বিচক্রযানের আবর্তে ব্লগার বিল্লাহ মামুন

সাইকেল নিয়ে আমার কোনকালেই তেমন কোন আগ্রহই ছিলোনা । সাইকেলিং ব্যাপারটা যে কত এডভেঞ্চার ময় এর ভিতরে যে যে মজা আছে সে ব্যাপারটা কোনদিন ভেবেও দেখিনি জাস্ট ভাবতাম মানুষ টাকা বাচানোর জন্যই সাইকেল চালাতো ।আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম মটরসাইকেল চালাচ্ছি আর উনি পিছনে বসে আছে  যাই হোক সকালের রোদ এসে চোখে পড়লে সেই স্বপ্ন উধাও হয়ে যেতো ।

বেশ কিছুদিন আগে এটিএন নিউজে সাইকেল নিয়ে একটা অনুষ্ঠানের লিংক ধরে BDCyclelist গ্রুপের খবর পাই । সার্চ করে এদের ফেইসবুকের গ্রুপে যোগ দিয়ে আমিতো পুরাই ""থ "" আরে সাইকেলিং নিয়ে এতো দেখি এলাহী কান্ড,মনে মনে ভাবলাম আরে এমনটাইতো আমি চাই ।

লেখাটি শেয়ার করুন