সাভার ট্র্যাজেডির মুল হোতা সোহেল রানা গ্রেফতার অত:পর

সোহেল রানা গ্রেফতার হবার পর :

 আওয়ামী সাপোর্টার ফেইসবুকার : বাংলার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী জনগণের নয়নের মনী ,সমুদ্রজয়ী মানসকন্যা নোবেল প্রত্যাশী জননেত্রী ড. শেখ হাসিনার নির্দেশে একসময়ে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করা সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে ,এর মাধ্যমে দেশে আইনের শাসন আবারও প্রতিষ্ঠা করলেন জননেত্রী শেখ হাসিনা ,আওয়ামী লীগ আবারও প্রমাণ করলো সন্ত্রাসী যে দলেরই হোক তার বিচার হবেই হবে । জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা জিন্দাবাদ ।


নিঝুম রাতে কুয়াকাটার ফাতরার বনে ক্যাম্পিং .......


"ফাতরার বন " নাম শুনে ভিমড়ি খাওয়ার মতো দশা কারণ আমাদের এখানে স্হানীয়ভাবে ফাতরা মানে একটু বখাটে টাইপের  ছেলেদেরকে বুঝানো হয় :( তারপরও  নামে নয় কাজেই পরিচয় এই সুশিল বক্তব্যে দীক্ষিত হয়ে আমরা রওয়ানা হলাম ফাতরার বন দেখতে এবং থাকতে ।

ফাতরার বন হলো কুয়াকাটা সংলগ্ন  সৌর্ন্দয্যে ভরপুর এক বন । ৯ হাজার ৯৯০ একর আয়তনের এই বনে ১৯৬৬ সালে বন বিভাগ বৃক্ষরোপন শুরু করে । দুই তিনটা মাত্র ফ্যামিলি এখানে বসবাস করে এছাড়া  বন্য শুকর শেয়াল সহ সামান্য কিছু বন্যপ্রানী আছে । পুরো বনটাই চারপাশে সমুদ্র দিয়ে ঘেরা । এই বনের  আরেকটা নাম হলো "টেংরাগিরি "

সমুদ্রের টানে কুয়াকাটায় ........কুয়াকাটার গল্প

সারাবছর এদিক সেদিক ঘুরাঘুরি করলেও মার্চ মাসের জন্য প্রতিবছর অধীর আগ্রহে অপেক্ষা করি কারণ একটাই, এই মাসটাতে আমাদের একটা ঘুরাঘুরি  ফিক্সড থাকে তা হলো সমুদ্র অভিযান ।

আমার কেন জানি এক জায়গা বার বার দেখতে ইচ্ছা হয়না ,আমার নতুনত্ব ভালো লাগে নতুন কিছু দেখতে ইচ্ছা হয় । । গত বছর সেন্টমার্টিন আর কক্সবাজার যাবার কারণে এ বছর সমুদ্র দেখা যায় এমন নতুন কিছু খুজতেছিলাম ,আর স্বভাবতই কক্সবাজার আর সেন্টমার্টিনের পর কুয়াকাটার নামটা সবার আগে আসে ।  যোগাযোগ ব্যবস্হার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত স্পটলাইটে এসেছে খুব কম তারপরও কুয়াকাটা ভ্রমণ নিয়ে বিস্তারিত প্লান সবাইকে জানালাম পুলাপাইনও এক পায়ে খাড়া এবার সমুদ্র অভিযান হবে কুয়াকাটাতে ।

লেখাটি শেয়ার করুন