ভারতীয় মেডিকেল ভিসা পেতে কি কি লাগে করণীয় সহ বিস্তারিত গাইডলাইন

ভ্রমণের পাশাপাশি এদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যাচ্ছে চিকিৎসা করতে । চিকিৎসা করার উদ্দেশ্যে যাওয়া মানুষের সঠিক গাইড লাইনের অভাব দেখা যায় । তারা আসলে কি করবে বুঝে উঠতে পারেনা আর সেজন্য আমার অভিজ্ঞতা থেকে লিখে ফেললাম ভারতীয় মেডিকেল ভিসা পাবার পুরো প্রক্রিয়াটি । 

নাপিত্তাছড়া ট্রেইল :এক ঢিলে তিন পাখি মিঠাছড়ি,বান্দরীকুম কুপিকাটাকুম ঝর্নার বিস্তারিত গাইডলাইন

প্রথমত একটা কনফিউশন আমি দুর করে দিতে চাই সেটা হলো অনেকে মনে করে এটা নাপিত্তাছড়া ঝর্না ,কিন্তু আসলে এটি নাপিত্তাছড়া ঝর্না নয় এটি হলো নাপিত্তাছড়া ট্রেইল যার মাঝে তিনটি ঝর্না রয়েছে যাদের নাম মিঠাছড়ি -এই ঝরনাটিকেই অনেক মানুষ নাপিত্তাছড়া ঝর্না বলে ডাকে ,আরও দু্টি ঝর্না হলো বান্দরীকুম এবং কুপিকাটাকুম ঝর্না । ছবিগুলো দেখলে কনফিউশন আরও দুর হবে ।

ভারতীয় ভিসার পোর্ট যেভাবে পরিবর্তন বা নতুন পোর্ট যোগ করবেন বিস্তারিত তথ্য

বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যা এখন  অনেক গুণে বেড়ে গিয়েছে সেই পাল্লা রেখে ভারতীয় এম্বেসীও এখন প্রচুর ভিসা দিচ্ছে আগে যেখানে ছয়মাসের ভিসা দিতো সেখানে এখন মোটামুটি সবাইকে এক বছরের ভিসা দিয়ে দিচ্ছে ।

লেখাটি শেয়ার করুন