প্রাচ্যের স্কটল্যান্ড শিলং : মেঘ পাহাড় আর ঝরনার গল্প

মাইলের পর মাইল এমন মেঘ আর পাহাড়ের খেলা আপনাকে মুগ্ধ করে রাখবে
সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে শিলংকে ব্রিটিশরা নাম দিয়েছিলো প্রাচ্যের স্কটল্যান্ড , প্রাচ্যের এই স্কটল্যান্ডের রুপে মুগ্ধ হয়ে  প্রতিবছর সারা বিশ্ব থেকে হাজার হাজার টুরিস্ট আসে শিলং এর রুপ দেখতে ।

সিলেট এর তামাবিল জাফলং এর দিক থেকে যখন দিগন্ত জোড়া মাথা উচু করে দাঁড়ানো পাহাড়গুলো থেকে ঝরনার পানি নেমে আসতে তখন আমাদের আফসুস ছিলো একটাই ইস !! এগুলো যদি আমাদের হতো :( আমার মনে হয় শুধু আমাদের না যারাই জাফলং এর দিকে গিয়েছে সবার একটাই আফসুস ছিলো ইস !! যদি আমাদের হতো !!

 আফসুসটা বাড়তে বাড়তে যখন আফসুসের পরিমাণ পাহাড় সমান তখনই হঠাৎ করে সিদ্ধান্তটা নিয়ে নিলাম, না প্রাচ্যের স্কটল্যান্ড মানে শিলং এবার যাবোই । সিদ্ধান্তটা সত্যিকার অর্থে মাত্র একটা বৈঠকে ছিলো সবাইকে বলতেই সবাই দেখি এক পা এক হাতে খাড়া ।।

ভারতীয় ভিসার আদ্যোপান্ত : কিভাবে করবেন ? কি কি লাগবে ? কেন রিজেক্ট হতে পারে ।।

ভ্রমণ চিকিৎসা বা শপিং যাই বলেন ইদানিং বাংলাদেশ থেকে ভারত যাবার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে ।।ভ্রমণের জন্য অবশ্য ভারত খুব বিখ্যাত, একটা কথা প্রচলিত আছে ভারত দেখলেই নাকি পৃথিবী দেখা হয়ে যায় ।।
শুধুমাত্র জানার অভাবে অনেকে মনে করে ভিসা করা এবং ভিসা পাওয়া মনে হয় খুবই কঠিন ,আসলে ব্যাপারটা এমন জটিল না আপনার কাগজপত্র সব ঠিক ঠাক থাকলে আপনাকে ওরা ভিসা দিতে কার্পণ্য করবেনা ।

যাই হোক সম্প্রতি আমার ভারতীয় ভিসা করার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি চলুন .....

লেখাটি শেয়ার করুন