Microsoft এর নতুন এন্টিভাইরাস "Microsoft Security Essentials"ডাউনলোড করুন ফ্রীতে



আজ Microsoft Security Essentials এর FInal ভার্সন রিলিজ হল।আর এটি ডাউনলোড করুন একদম ফ্রীতে।
Microsoft Security Essentials provides real-time protection for your home PC that guards against viruses, spyware, and other malicious software.এটি ইন্সটল করা একদম সহজ আর ব্যবহারও সহজ।ব্যবহার করে দেখতে পারেন।
ডাউনলোড Microsoft Security Essentials

Game প্রিয়দের জন্য অসাধারণ একটি সাইট

Game খেলতে কার না ভাল লাগে?আর লেটেস্ট Game পেলে তো আর কথাই নাই।গেইম শেষ না হওয়া পযর্ন্ত শান্তি নাই।আজ খুজে পেলাম লেটেস্ট গেম নিয়ে একটি অসাধারণ সাইট ।এই সাইটে Game ডাউনলোড ,লেটেস্ট গেইম এর নিউজ ,প্যাচ ,ডেমো ডাউনলোড সহ  Game বিষয়ক সব কিছু পাবেন।নিজে ব্রাউজ করে সব দেখে নিন।
GAME WEB
বর্তমানে Need for speed এর নতুন ভার্সন SHIFT এর  ডেমো ডাউনলোড করা যাবে এই সাইটহতে।ডেমো ভার্সন এ ৫টি গাড়ী নিয়ে খেলা যায়।
DEMO DOWNLOAD 

গুগলের অপারেটিং সিস্টেম Chorme OS এর কিছু পিকচার

গুগলের অপারেটিং সিস্টেম Chorme এর ঘোষনা দেয়া হয়েছিল এই বছরের জুলাই মাসে আর গুগলের মতে Chormeআসবে আগামী বছরের প্রথম দিকে।তবে গুগলের এই ঘোষনার সাথে সাথে পুরো বিশ্ব এখন গুগলের অপারেটিং সিস্টেম এর অপেক্ষায়।আর ইতিমধ্যে অনেকেই গুগল অপারেটিং সিস্টেম এর skinshot বের করে ফেলেছে ।তবে এসব কোন কিছুরই ব্যাপারে গুগল হতে কিছু জানা যায়নি।কিছুদিন আগে দুটি পিকচার techcrunch এ পাঠানো হয়েছিল।ইন্টারনেটে সমস্যার কারণে গুগল অপারেটিং সিস্টেম এর পিকচার দুটি আপলোড হচ্ছেনা দয়া করে নিচের লিংক হতে দেখে নিন।
Google chrome os এর পিকচার

কেউ কি বলতে পারেন এই আজব জিনিসটা কি?




এটি হল পৃথিবীর প্রথম হার্ডডিস্ক যার সাইজ মাত্ত ৫ মেগাবাইট ।যার ওজন ছিল প্রায় এক টন।১৯৫৬ সালে আইবিএম এটি তৈরী করেছিল।
এখনকি এটি কল্পনা করা যায় ।?

গোপনে কপি করে ফেলুন PANDRIVE এর সবকিছু


কারো পেনড্রাইভ এর সবকিছু কি গোপনে কপি করতে চান।? যা কেউ জানতে পারবেনা।পেনড্রাইভ কম্পিউটারের সাথে কানেক্ট করার সাথে সাথে গোপনে কপি করে ফেলবে সবকিছু আর দেখিয়ে দেয়া লোকেশনে সেভ করে রেখে দেবে।
USB Hidden Copier সফটওয়্যারটি দিয়ে এই কাজটি করা যায়।সফটওয়্যারটি ছোট এবং ফ্রী ডাউনলোড।
সফটওয়‌্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন ।ডাউনলোড করার পর CONTROL PANEL নামের সফটওয়্যাটিই মূল সফটওয়্যার।এবার ইন্সটল এ ক্লিক করে ইন্সটল করুন তারপর start এ ক্লিক করুন ।এবার সফটওয়্যারটি সিস্টেম বারে রানিং থাকবে ।বন্ধ করতে চাইলে stop এ ক্লিক করুন।Browse এ ক্লিক করে পেনড্রাইভ হতে কপি করে ফাইলগুলো কোথায় রাখবে তা দেখিয়ে দিন ।ব্যাস কাজ শেষ ।এবার কেউ পেনড্রাইভ কম্পিউটারে কানেক্ট করলে তা অটো সব ডাটা কপি করে কম্পিউটারে রেখে দিবে।
 DOWNLOAD HERE 

ভাইরাসের কারণে চলে যাওয়া ফোল্ডার অপশন,টাস্ক ম্যানাজার ইত্যাদি সমস্যা সমাধান করুন একদম সহজে

যারা ভাল এন্টিভাইরাস আপডেট সহ ব্যবহার করেন না তাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশী হয় ।ফোল্ডার অপশন চলে যায় ,টাস্ক ম্যানাজার ডিজ্যাবল থাকে  রেজিষ্টি ইডিটিং অপশন সহ আরও অনেক কিছু ডিজ্যাবল হয়ে থাকে ।এক্ষেত্তে কিছু ইউজার এক্সপি রিইন্সটল করে আর অ্যাডভান্স ইউজাররা এগুলো খুব সহজে ঠিক করে নেয়।
RegainPower সফটওয়্যারটির সাহায্যে এইসব সমস্যা এক ক্লিকেই ঠিক করে নিতে পারেন।আর এই সফটটি একদম ছোট আর পোর্টেবল ।

ডাউনলোড ফ্রী

ডাউনলোড করুন উইন্ডোজ ৮ এর ওয়ালপেপার

আপনারা অনেকেই হয়ত অবাক হবেন যে এখনও উইন্ডোজ  সেভেন ই মার্কেটে ঠিকমত এলনা আবার উইন্ডোজ এইট এলো কোথায় হতে ?অবাক হবেন না উইন্ডোজ ৭ এর পরে ২০১২ সালের দিকে আসতে পারে উইন্ডোজ এইট আর এর কাজ খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে ।তবে অনেকেই কেমন হবে এইট এটা নিয়ে গবেষনা করা শুরু করে দিয়েছে এবং এর কিছু ওয়ালপেপার ও তারা তৈরি করেছে ।

এখান হতে ডাউনলোড করে নিন ।

আপনার সাইট/ব্লগে ব্যবহার করুন হিডেন ভিজিটর কাউন্টার/ট্রাকার

আমরা যারা কাজে বা অকাজে সাইট বা ব্লগ তৈরী করি তারা সবসময় সাইটের ভিজিটর দেখতে চাই আর জন্য আমরা সাইটে কাউন্টার ব্যবহার করি।কিন্তু সাইটে কাউন্টার নতুন সাইটের জন্য অনেক সময় ভিজিটর কমিয়ে দেয় ।কারণ কোন ভিজিটর যদি দেখে সাইটে ভিজিটর কম তাহলে সাইটটি যতই ভাল হোক তার সাইটের ব্যাপারে একটি বিরুপ ধারণা হবে ।আবার অধিকাংশ কাউন্টার দিয়ে সব কিছু ডিটেইলস জানা সম্বব নয় যেমন সাধারণ কাউন্টারে আপনার সাইটের ভিজিটরদের মাঝে কত শতাংশ সার্চ দিয়ে এসেছে কত শতাংশ সরাসরি আর কত শতাংশ লিংক হতে আবার ভিজিটর বৃদ্দির হার মোট পেজ ভিউ ,পেইজ ভিউয়ের হার এসব Advanced ফিচার থাকেনা আবার ডিটেইল সবার জন্য উন্মুত্ত করে দেয়াটাও বোকামী।আর এজন্য সবচেয়ে ভাল আর নিরাপদ উপায় হল সাইটে বা ব্লগে হাইডেন কাউন্টার ব্যবহার করা
।আজ আমি আপনাদের সামনে Histats নামের হাইডেন ভিজিটর ট্রাকার সাইটটি নিয়ে আলোচনা করব।

প্রথমে চলুন Histats ফিচারগুলো এক নজরে দেখে নেই
::আপনি ইচ্ছা করলে এই কাউন্টারটি হাইড করে রাখতে পারবেন।আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না।
::আপনার সাইটের প্রতিদিনের ভিজিটর, মোট ভিজিটর ,অনলাইনে কতজন আছে এবং ভিজিটরের লোকেশন দেখতে পাবেন।
::ভিজিটররা কিভাবে আপনার সাইটে কিভাবে এসেছে যেমন সার্চ ইন্জিন ব্যবহার করে এসেছে না সরাসরি এসেছে তা জনতে পারবেন।
::একজন ভিজিটর কতক্ষন আপনার সাইটে ছিল কতটি পেজ দেখেছে তাও দেখতে পারবেন।
এছাড়া আরও অনেক ফিচর রয়েছে যা আপনারা ব্যবহার করলেই জানতে পারবেন।

তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে এখানে ক্লিক করে Histats যান তারপর রেজিষ্টেশন এ ক্লিক করে রেজিষ্টেশন শেষ করুন ।তবে রেজিষ্টেশন করার সময় একদম নিচের অংশে NOT public stats এর অপশনটি মার্ক করতে ভুলবেন না। এবার আপনাকে কোড দেয়া হবে কোডটি আপনার সাইটে কপি করে পেস্ট করে দিন তাহলেই আপনার কাজ শেষ।পরবর্তীতে আপনি Histats সাইটে এ লগিন করে আপনার সাইটের সব তথ্য দেখতে পারবেন। আর যারা ব্লগার ব্যবহার করেন তারা Layout এ ক্লিক করে Add a Gadget ক্লিক করে কোডটুকু পেস্ট করে দিন ব্যাস হয়ে গেল। আর কোন সমস্যা হলে বা কিছূ জানতে মন্তব্য করুন।

ওয়েবসাইট/ ব্লগের ভিজিটর বাড়ানোর ছয়টি অব্যর্থ উপায়


এটা আমার প্রথম Adsense বিষয়ক টিউন আশা করি কো72; ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যারা ব্লগ বা ওয়েবসাইট তৈরী করে তারা অবশ্যাই বেশী বেশী ভিজিটর আশা করে ।আর এজন্য একেক জন একেক রকমের ফর্মূলা প্রয়োগ করেন ।আজ আমি আপনাদের সাথে ছয়টি উপায় নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের কিছূটা হলেও কাজে লাগবে ।




সার্চ ইন্জিন:নাম্বার ওয়ানে অবশ্যই অবশ্যই সার্চ ইন্জিন সার্চ ইন্জিনের সাহায্য ছাড়া কোন সাইটের ভিজিটর পাওয়া অসম্ভভ ।প্রতিদিন কোটি কোটি মানুষ সার্চ ইন্জিনে সার্চ করে থাকে তাই আপনার সাইট যতই সার্চ ফ্রেন্ডলি হবে ততই ভিজিটর পাবেন খুবই দ্রুত।আর সার্চ ইন্জিন ফ্রেন্ডলি করার দুটি উপায় হল আপনার সাইটের সাইটমেপ গুগল বা ইয়াহুতে বা অন্য কোন সার্চ  ইন্জিনে সাবমিট করা।আর আপনার সাইটে মেটা ট্যাগ যোগ করা সম্ভব হলে প্রতিটি পোস্টের জন্য আলাদা মেটা ট্যাগ যোগ করা তাহলে সাইট সার্চ ফ্রেন্ডলি হবে।
সোশ্যাল বুর্কমার্কিং /সাইট::
নানা ধরনের সোশ্যাল বুর্কমার্কিং সাইটের সাহায্যে আপনি অনেক ভিজিটর সাথে সাথে পেতে পারেন ।এরকম কিছূ সাইট হল  del.icio.us,digg,furl,technorati..  এগুলোতে একাউন্ট করে বুর্কমার্কিং ট্যাগিং ইত্যাদির সাহায্যে সাথে সাথে অনেক ভিজিটর পেতে পারেন।
এছাড়া সোশ্যাল সাইট যেমন ফেইসবুক,মাইস্পেস বা টুইটার এগুলো ব্যবহার করে অনেক ভিজিটর পাওয়া যায় যেমন আপনি আপনার সাইটের টুইটার আপডেট নিয়মিত দিলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে বলি অনেক ভিজিটর আসে আর টুইটারের প্রতিটি পোস্ট আপডেট করার জন্য প্রতিটি পোস্টের সাথে টুইট নামক বাটনটি  যোগ করে দিতে পারেন এতে এক ক্লিকেই টুইটার আপডেট দিতে পারবেন
ফোরাম/গুপ:নানা ধরনের ফোরাম বা গুপে অংশ গ্রহন করুন তাতে নিজে পোস্ট করুন মন্তব্য দিন আলোচনায় অংশগ্রহণ করুন।আপনি যে ধরনের ব্লগ করেন সেই ধরনের ফোরামে পোস্ট দেবার চেষ্টা করুন যেমন আপনি যদি কম্পিউটার নিয়ে ব্লগিং করেন তাহলে গুগল সার্চ দিয়ে কম্পিউটার বিষয়ক ফোরাম গুলো খুজে বের করুন আর এগুলৌর সাথে সম্পৃক্ত থাকুন তাহলে ভিজিটর পাবেন

মন্তব্য করুন:আপনি যখন কোন সাইট বা ব্লগ ভিজিট করবেন তখন অবশ্যই আপনার সাইটের নামসহ মন্তব্য করুন।এতে আপনার সাইটের ব্যাকলিংক এবং ভিজিটর বৃদ্দি পাবেন।মন্তব্য করার সময় clik here  এরকম কিছু দিবেন না তাহলে আপনার মন্তব্য স্পাম হতে পারে।
আর্টিকেল লিখুন:আপনার ইংলিশে দখল ভাল থাকলে বিভিন্ন সাইটে আর্টিকেল লেখার মাধ্যমেও আপনার ভিজিটর বৃদ্ধি করতে পারেন।জনপ্রিয় কিছূ আর্টিকেল ডাইরেক্টরি হল goarticles.com,ezinearticles.com,articlecity.com ইত্যাদি ।এসব সাইটে

লেখার মাধ্যমে আপনি নিজেকে দক্ষ হিসেবে উপস্হাপন করার মাধ্যমে অনেক ভিজিটর পেতে পারেন।
আশা করি আপনাদের লেখাটি ভাল লাগবে আর পরবর্তীতে প্রতিটি অংশ আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি সাথে থাকবেন আর অনেক অনেক ভাল থাকবেন যেকোন প্রয়োজনে মন্তব্য করুন

আপনার ছবি নিয়ে মজা করুন আরেকটু বেশি

আপনারা অনেকেই ছবি নিয়ে ফান করতে পছন্দ করেন আর ফান করতে অনলাইনে অনেক সাইট রয়েছে এর মধ্যে FUNPHOTOBOX অন্যতম এবং এ নিয়েই  । তাই আজকে ফানবক্স নিয়ে হাজির হলাম।  সাইটটি অনেক  বেশী আকর্ষনীয় আর মজাদার। অসংখ্য ইফেক্ট রয়েছে এতে আর ব্যবহার করাও একদম সহজ। আর এই সাইটের সাহায্যে আপনি এ্যানিমেশন আর কার্ডও তৈরী করতে পারবেন। তাহলে চলুন ফান শুরু করি।

প্রথমে এই লিংকে ক্লিক করে FUNPHOTOBOX এ যান তারপর অসংথ্য ইফেক্ট আর এ্যানিমেশন হতে যে কোন একটি বেছে নিন এবার আপনার ছবি আপলোড করুন এবং তারপর আপনার ছবি বা এ্যানিমেশনটি কম্পিউটারে সেভ করে নিন। ব্যাস হয়ে গেল। কেমন লাগল জানাবেন।

আজ ফেইসবুকের নতুন ভার্সন ফেইসবুক লাইট সারাবিশ্বে উন্মুত্ত করা হল। ট্রাই করেছেন?

আজ ইন্টারনেটে ঘুরতে ঘুরতে খবর পেলাম আজ সারাবিশ্বে ফেইসবুকের নতুন বেটা ভার্সন লাইট উন্মুত্ত করে দেয়া হয়েছে এর আগে সামান্য কিছু দেশে উন্মুত্ত করে দেয়া হয়েছিল।আপনারা ট্রাই করে দেখুন ।আমার ব্যক্তিগত ভাবে খুবই সুন্দর লেগেছে কারণ অনেক কিছু নতুন করে সাজানো হয়েছে আপনারা ট্রাই করে দেখুন আর মন্তব্য করতে ভুলবেন না।আর কিছু লিখলাম না নিজের চোখেই দেখে নিন।
আর ফেইসবুকের নতুন ভার্সন টেস্ট করতে এখানে ক্লীক করুন

কম্পিউটার কিনবেন?একবার এই পোষ্টটি পড়েন তারপর কিনেন।শেষ পর্ব

 প্রথম পর্বে আমি আপনাদের প্রসেসর ,মাদারবোর্ড আর মনিটর কেনার ব্যাপারে পরামর্শ দিয়েছে আজকের পর্বে বাকীগুলোর ব্যাপারে পরামর্শ দেব।

ক্যাসিং আর পাওয়ার সাপ্লাই: কেসিং কেনার সময় ডিজাইন এর থেকে আপনার প্রসেসর আর মাদারবোর্ডের ক্ষমতার দিকে নজর রাখবেন।কম্পিউটার যত ক্ষমতাশালি হবে এর পাওয়ার সাপ্লাই ততই ক্ষমতাশালি হতে হবে না হয় খবর আছে সুতরাং কিছুটা বেশি দাম দিয়ে হলেও ভালোটাই কিনুন।বাজারে ব্রিকফিসের মত কিছু ক্যাসিং পাওয়া যায় এরকম ক্যাসিং হতে দূরে থাকুন ।যদি সম্ভব হয় তাহলে কিছুটা বড় আর খোলেমেলা ক্যাসিং কিনুন এতে আপনার পিসি ঠান্ডা থাকবে

হার্ডডিস্ক:হার্ডডিস্ক কেনার সময় যতটা সম্ভব বড় কিনুন কারণ দামের বেলায় হেরফের খবই কম হয় ।এখন মার্কেটে এক টেরাবাইট পযর্ন্ত পাওয়া যায়।আপনি আপনার চাহিদা মত সিলেক্ট করুন।আর এক্ষেত্তে সাটা হার্ডডিস্ক কিনুন সাটার ডাটা টান্সফার খুবই ভাল আর বর্তমানে সাটা -২ পাওয়া যাচ্ছে ।যা খুবই ভাল মানের।তবে কেনার সময় বেশী RPM এর হার্ডডিস্ক কিনুন কারণ যত বেশী RPM ততবেশী হার্ডডিস্ক দ্রুত ডাটা রিড করতে পারবে।এখন মার্কেটে ৭২০০ RPM এর হার্ডডিস্ক পাওয়া যায় ।আরেকটি ব্যাপার খেয়াল রাখবেন তা হল ক্যাশ ,৮-১৬ মেগাবাইটের ক্যাশ থাকলেই õ8;লবে ।এর উপরেও পাওয়া যায় তবে দাম বেশী।

রেম: রেম এর ক্ষমতার উপর কম্পিউটারের স্পিড অনেকাংশে নির্ভর করে ।আপনি যখন কাজ করেন তা রেম এর উপর ।অবস্হান থাকে তাই রেম বেশী মানে একসাথে অনেক প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারবেন।নানা ধরনের রেম আছে যেমন SD,DDR,DDR2 ।বর্তমানে বাজারে DDR3 রেম পাওয়া যায় এগুলো কেনার চেষ্টা করুন।আর হার্ড গেমার হলে বেশী ক্ষমতার রেম লাগান না হয় ১ বা ২ জিবিই যথেষ্ট তবে সবচেয়ে জরুরী হল রেম কেনার সময় অবশ্যই বাস স্পিডের দিকে খেয়াল করবেন আপনার মাদারবোর্ড যত বাস স্পিড সাপোর্ট করে ঠিক তার সমান বাস স্পিডের রেম কিনুন না হয় ভাল স্পিড পাবেন না।যেমন মাদারবোর্ড সবোর্চ্চ ১০৬৬ বাস স্পিড সাপোর্ট করে আর আপনি রেম লাগালেন ৮০০ বা ১৬০০ বাস স্পিডের আপনি ভাল স্পিড পাবেন না ।সুতরাং কেনার সময় ভাল করে জেনে নিন


গ্রাফিক্স কার্ড:আপনি কি গেমার না গ্রাফিক্স ডিজাইনার না প্রচুর টাকা আছে ?যেকোন একটার উত্তর হ্যা হলে আর কথা নাই গ্রাফিক্স কার্ড অবশ্যাই কিনবেন মাফ নাই।এক্ষেত্তে এনভিডিয়া বা এটিআইয়ের ভাল কার্ড মার্কেটে পাওয়া যায়।

আর সাউস্ড কার্ড আর গ্রাফিক্স কার্ড বিল্টইন মাদারবোর্ডে থাকে তবু আপনি ভাল পারফমেন্স এর জণ্য আলাদা 
লাগাতে পারেন।আর কিবোর্ড আর মাউস আপনার পছন্দমত কিনুন আর কিবোর্ড মাল্টিমিডিয়াটা খুবই ভাল ।আর স্পিকার আপনার পছন্দমত কিণুন তবে ভাল মানের কিনবেন কারন আমরা অধিকাংশরাই কম্পিউটার কেনার সময় বাসায় ব82;ি পড়ালেখার জণ্য দরকার আর কেনার পর গান আর সিনেমা দেখি আর ইন্টারনেট ব্রাউজ করি তাই গানের জণ্য ফাটাফাটি স্পিকার জরুরী।আর কিছূ বলার নাই তবে সি ড্রাইভের স্পেস বেশি করে দিতে বলবেন কারন দিনদিন হাইমানের অপারেটিং সিস্টেম আসতেছে, পরেও বাড়ানো যায় তবে ঝামেলার কাজ
আর কিছু বলার নাই ।ভাল থাকবেন
আরো কোন পরামর্শ লাগলে মন্তব্য করুন । 

কম্পিউটার কিনবেন?একবার এই পোষ্টটি পড়েন তারপর কিনেন।পর্ব-১

আমার মনে হয় নতুন যারা কম্পিউটার কিনে তাদের অধিকাংশরাই কেনার কিছুদিন পরে তাদের ভুল বুঝতে পারে কারণ যখন কম্পিউটার কিনে তথন অনভিজ্ঞ থাকে তারপর কিছুদিন পরে যখন অভিজ্ঞ হয় তখন বুঝতে পারে তার কেনার সময় কি কি ভুল হয়েছে।তাহলে আজকে চলেন কেনার আগেই কি কি করা উচিত তা জেনে নেই ।
প্রথমত একটি কথা মনে রাখবেন আউটলুকের বেলায় আপনার যা ভাল লাগে তাই কিনবেন কারণ আপনি কম্পিউটারটি আপনি চালাবেন আপনার বন্ধু চালাবে না ।মনে করুন আপনার এক ধরনের মাউস পছন্দ হয়েছে কিন্ত ফ্রেন্ড বলছে অন্যটি সেক্ষেতে অবশ্যই আপনি আপনার পছন্দ প্রাধান্য দিবেন তবে টেকনিক্যাল ব্যাপারে অভিজ্ঞদের মতামত প্রাধান্য দিবেন।

প্রসেসর :প্রথমেই আসি প্রসেসরের কথায আমি অধিকাংশ টেকি অভিজ্হদের দেখেছি পরামর্শ দেয় যে আপনার কাজের ধরন অনুযায়ী প্রসেসর কিনুন যেমন শুধু গান ভিডিও বা ইন্টারনেট ব্রাউজিং এর জন্য হাই মানের প্রসেসরের দরকার নেই কিন্তু এই পরামর্শ এখন পযর্ন্ত কাউকে মানতে দেখেনি ।যে কাজের জন্যই কম্পিউটার কিনুক বাংগালির চাই হাই মানের পিসি সুতরাং কিনুন হাই প্রসেসর যত লেটাষ্ট আসুক তার থেকে লেটেস্ট কিনুন যেমন কোর i7 ,কোয়াড কোর কোর টু কোয়াড আর ও কত হাই মানের।যাদের বাজেট কম দয়া করে সেলেরন কিনবেন না বাঝে একটা প্রসেসর তার থেকে পেন্টিয়াম ৪ ভাল, দরকার হলে এক দুই হাজার টাকা অন্যদিকে কমিয়ে মোটামুটি ভাল মানের প্রসেসর কিনুন কারণ প্রসেসর ভাল না হলে কম্পিউটার স্লো থাকে ।দরকার হলে ইউপিএস পরে কিনুন কারণ ইউপিএস খুব একটা কাজে লাগেনা আমি নিজে ৩ বছর ধরে ইউপিএস ছাড়া চলতেছি কোন সমস্যা হচ্ছেনা।


মাদারবোর্ড:মাদার বোর্ড ভাল হওয়াটা জরুরী কারন মাদারবোর্ডে অধিকাংশ জরুরী পার্টস যেমন রেম,প্রসেসর হার্ডডিস্ক এগুলো কানেক্ট থাকে।মাদারবৌর্ড কেনার সময় জেনে নিবেন তাতে কোন কোন প্রসেসর সাপোর্ট করে যাতে পরবর্তীতে আপগ্রেড করতে সমস্যা না হয় ।যেমন আমার  কম্পিউটার কোর টু ডো প্রসেসর কিন্তু এটি এখন কার লেটেস্ট প্রসেসর কোর আই সেভেন কোর টু কোয়াড  সাপোর্ট করে ।আমি ইচ্ছা করলেই আমার প্রসেসর আপগ্রেড করে নিতে পারব।মাদারবোর্ডের প্যাকেটের গায়ে এসব ইনফরমেশন পাবেন বা বিক্রেতা হতে জেনে নিন।আর বিল্ট ইন ভাল সাউন্ড কার্ড আর গ্রাফিক কার্ডের দিকে খেয়াল রাখবেন।আর বাস স্পিড কত তাও জেনে নিবেন।
 মনিটর :মনিটর কেনার বেলায় একটাই পরামর্শ টাকা বেশী থাকলে এলসিডি কিনুন কম থাকলে সিআরটি কিনুন ।আর বর্তমানে এলসিডির জয়জয়কার।তবে গেমার আর গ্রাফিক এর কাজের জন্য সিআরটি ভাল কারণ এতে পিকচার সূক্ষ দেখা যায় আর যেকোন এঙেল হতে ভাল দেখা যায় ।তবে এলসিডি কিনলে ভাল করে দেখে কিনবেন কারণ অধিকাংশ দোকানদার স্যামসাংয়ের ১৬ ইন্ঝি মনিটর হাতে ধরাই দেয় ।এক্ষেত্তে এইচপি ,ফিলিপস ,ডেল এগুলো ভাল আর স্যামসাং মালশিয়ারটা ভাল ।
আজকে প্রধান তিনটি অংশ নিয়ে আলোচনা করলাম পরের পর্বে বাকী অংশ দেব।আশা করি সাথে থাকবেন 

আমার সাইটের থীমটা ভালো লেগেছে ?তাড়াতাড়ি ডাউনলোড এবং ইন্সটল করুন

আমি আপনাদের আগেই বলেছি আপনাদের কোন হেল্প লাগলে আমাকে জানাবেন আমি সাথে সাথে হেল্প করব। আমার সাইটের থীমটি অনেকেরই ভাল লেগেছে আজ দেখলাম একজন সামুতেও পোস্ট দিয়েছে এই থীমের ডাউনলোড লিংক এর জন্য তাই এর লিংক আমি নিজেই দিয়ে দিলাম ।আপনারা কেউ আমাকে মন্তব্য করে জানালেই আমি আপনাদের সাহায্য করতাম ।আশা করি ভবিষ্যতে কোন হেল্প লাগলে আমাকে মন্তব্য করে জানাবেন ।সবাই কে ধন্যবাদ
আর থীমটি এই লিংক হতে ডাউনলোড করুন।
এবার ইন্সটল করার পালা আপনি যদি নতুন হন তাহলে প্রথমে জিমেইল একাউন্ট দিয়ে ব্লগারে লগিন করুন এবং Create a blog এ ক্লিক করে আপনার পছন্দের নাম দিয়ে এবং যেকোন একটি টেম্পলেট বা থিম সিলেক্ট করে  আপনার ব্লগটি তৈরী করুন ।এবার এই থিমটি আপনার ব্লগে ইন্সটল করার পালা ।
প্রথমে Layout এক্লিক করুন এবার Edit Html এ ক্লিক করে ডাউনলোড করা থিমটি হতে Notepad-chaos.xml এর ফাইলটি আপনার কম্পিউটার হতে  আপলোড করুন এবার যদি কোন মেসেজ আসে ইয়েস সিলেক্ট করুন।ব্যাস হয়ে গেল ।
আপনার ব্লগে এটা ইন্সটল করার পর তারিখ Undifined দেখাবে।কোন চিন্তা করবেননা।আপনার ব্লগে লগিন করুন তারপর Settings এ ক্লিক করুন তারপর Formatting তারপর Timestamp Format এর চার নাম্বার অপশনটি সিলেক্ট করুন ।এবং সেভ করুন।ব্যাস হয়ে গেল।আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ

হাবীবের" দিন গেল "গানের "ইংলিশ ভার্সন" ডাউনলোড করুন

আমি আমার এখন পযর্ন্ত হাবিবের দিন গেল গানটি সবচেয়ে বেশী শুনেছি আর হাবীবও গায়ক হিসেবে প্রতিষ্টিত পেয়েছে এই গানটি দিয়ে।ইন্টারনেটে খুজতে খুজতে আজ এই গানের ইংলিশ ভার্সন খুজে পেলাম আর সাথে সাথে ই ডাউনলোড করে নিলাম ।ভালই লাগল।আপনারা ও ডাউনলোড করে শুনতে পারেন ।

আর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আপনারা ভিজিট না করলে আমার সাইটের কি দাম?

শুধুমাত্ত নিজের একটি ইন্টারনেট আইডেন্টিফিকেশনের জন্য এই ব্লগিং সাইটটি শুরু করেছিলাম।অনেক ব্লগিং সাইটেই লিখি একেক সাইটে একেক কোয়ালিটির লেখা লিখি ,কোন সাইটে রাফ কোন সাইটে সফট।তবে সবচেয়ে ভাল লেখার চেষ্টা করি টেকটিউনস এ।আমার প্রিয় সাইট।সামু সাইটটাকে আগে ভাল লাগত না এখন ভালই লাগে ।সামু অনেক ফাষ্ট সাইট।এই সাইটটা আমার ব্যাক্তিগত লেখার সাইট ।আমার ব্যক্তিগত জ্হান আপনাদের সাথে শেয়ার করব ।তবে আশা করব ভাল লেখার আর আপনাদের আনন্দ দিতে।আপনাদের ব্যক্তিগত ভাবে কিছু জানার থাকলে বা কোন সমস্যায় পড়লে কোন সংকোচবোধ ছাড়াই একদম ফ্রী মনে মন্তব্য করবেন ।আমি ব্যক্তি গত ভাবে ইন্টারনেট হতে সার্চ দিয়ে যেকোন কিছু করার চেষ্টা করি।যেই বিপদে ই পড়ি গুগল আছেনা ।আপনারা আমার কাছে যেকোন সাহায্য চাইতে পারেন।মনে করেন আপনার কম্পিউটার সমস্যা কোনভাবেই সমাধান হচ্ছেনা আমাকে জানান আমি আমার সাধ্যমত চেষ্টা করব তবে আগে গুগল দিয়ে সার্চ করে চেষ্টা করবেন।গুগল সার্চে সব সম্ভব।আপনি ব্লগে বানাতে চান না পারলে আমাকে জানান আমি চেষ্ট করব এছাড়া যেকোন সমস্যায় আমি আপনাদের কে হেল্প করার এবং এই ব্লগের সাহায্যে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর আপনারা যদি এই ব্লগে নিজের লেখা ছাপাতে ইচ্ছা হয় বলবেন আমি ছাপাব।আর কিছু জানতে মেইল মি gprsmamun@gmail.com আর্ মন্তব্য করলে ভাল হয় সাথে সাথে সমাধান ।সবাই ভাল থাকবেন।

ইন্টারনেটে ডলার উড়ে ।তাড়াতাড়ি বস্তা ভইরা টাকা বাড়ীতে আনেন।

আহারে আমার হুজুগে বাংগালি।গত ১ বছর ধরে আমাদের দেশে কিছু মানুষ সব জায়গায় পোস্টারিং করা শুরু করেছে যে ইন্টারনেটে শৃধূ টাকা উড়ে গুগল একটি ধাতব্য প্রতিষ্টান বাংঙালি শুধূ কষ্ট করে ইন্টারনেটে ১ বা২ ঘন্টা সময় দিলেই হবে ।ডলার আর ডলার ।এক পোষ্টারে দেখলাম প্রতিদিন ২ ঘন্টা করে সময় দিলেই হবে মাসে ৩৫ হাজার টাকা ইনকাম ।আহারে টাকা ।সব চাকরি ছাইড়্যা গুগল এর পিছনে লাগা দরকার।আর এই ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ কাহিনী হল এক লোক ছিল যিনি চাকরি করত আর মাঝে মাঝে গুগলে সময় দিত এতে তার মাসে ৬-৮ হাজার টাকা ইনকাম হত একদিন তিনি প্রতিষ্টানের প্রধান তাকে কিছু পরামর্শ দিল কিন্তু তার এই পরামর্শ ভাল লাগে নাই(যে প্রতিষ্টান বিজ্ঞাপন দিয়েছে )তাই তিনি এগুলো শুনে নাই ।একদিন তিনি কি মনে করে যেন এগুলো তার সাইটে অ্যাপ্লাই করলেন ।ও মা একদিনে ৬ ডলার তার মানে মাসে ১৮০ ডলার ।আমি উত্তেজনায় কাপতেছিলাম ।ভাবতেছি চাকুরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম সময় দিব এতে মাসে একহাজার ডলার তো পাবই।এটা হচ্ছে বাংলাদেশে ডলার ইনকামের কমন ষ্টরি ।আর কমপক্ষে ১০ টি অ্যাডে আমি একই ষ্টরি পেয়েছি।যারা সার্চ ইন্জিন কি জানে না সার্চ ইন্জিন অপটেমেজিশন কি জানেনা ,ইংরেজি ভাষা জানেনা ।সাইট কি করে তৈরী করে জানেনা ।অনেকে আছে মেইল অ্যাড্রেস খুলতে জানেনা তাদের কে দেখি টাকা পাবার স্বপ্নে বিভোর ।কিছুদিন আগে আমাকে একজন বলল তার টাকা নাকি গুগল সরাসরি ব্যাংকে টাকা পাঠায় চেক পাঠায় না।তাকে বললাম সাইটের ঠিকানা দাও ।সে আমাকে সাইটের ঠিকানাটা পযর্ন্ত দিতে পারল না।আমি আর কিছু বললাম না ।বলার কিছু নাই।

ওয়ারিদের গ্রাহকরা ফ্রি এসএমএস পাঠান এবং নিজের সব তথ্য দেখুন অনলাইনে

যারা ওয়ারিদের গ্রাহক তাদের জন্য এটি একটি সুখবর। ওয়ারিদের গ্রাহকরা ইচ্ছামত আনলিমিটেড এসএমএস পাঠান ওয়ারিদের ওয়েবসাইট থেকে যে কোন ওয়ারিদ নাম্বারে। আপনি আপনার নাম্বারের সমস্ত কার্যক্রম যেমন কল রিসিভ, কল লিস্ট, রিচার্জ হিস্টরি ইত্যাদি দেখতে পারবেন। সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপনি ফ্রীতে আপনার fnf পরিবর্তন করতে পারবেন। তবে রিপ্লেস করতে যাবেন না কারণ রিপ্লেস করলে আপনার একাউন্ট হতে ১০ টাকা কেটে নিবে। প্রথমে fnf ডিলিট করে নিন তারপর add করে নিন তাহলে কোন টাকা কাটবেনা। প্রথমে ওয়ারিদের ওয়েবসাইট এ যান তারপর নিচের দিকে eportal এ ক্লিক করুন এবার রেজিস্ট্রেশন complete করে নিন। তাহলেই হবে। আশা করি আপনাদের ভাল লাগবে।

FavbackUP : ব্যাকআপ এবং রিষ্টোর করুন আপনার প্রিয় ব্রাউজারের বুকমার্ক ,ডাউনলোড হিস্টরিসহ যেকোন কিছু

উইন্ডোজ নতুন ইন্সটলের ফলে হোক বা অন্য যেকোন কারনেই হোক আপনার প্রিয় বুর্কমার্ক সাইট বা নতুন কোন খুজে পাওয়া সাইট এর ঠিকানা হারিয়ে ফেলতে পারেন।আমি ব্যাক্তিগতভাবে অনেক সাইটের ঠিকানা এইভাবে হারিয়ে ফেলেছি।
আবার অনেক সময় নতুন করে ব্রাউজার ইন্সটল করলেও সব হারিয়ে যায়।
কিন্তু আপনি favbackup ব্যবহার করলে আপনাকে আর এইসব নিয়ে চিন্তা করতে হবেনা ।
Favbackup ব্যবহার করে আপনি যেকোন ব্রাউজারের যেকোন কিছু ব্যাকআপ রাখতে পারবেন এবং পরবর্তীতে তা রিষ্টোর করতে পারবেন একদম সহজে ।
নিজের অভিজ্ঞতা হতে বলি ,আমি ব্যক্তিগতভাবে অপেরা ব্যবহার করি এবং নতুন করে সেটাপ দিলে প্রতি বারই আমাকে অপেরার SKIN ডাউনলোড করতে হয় কিন্তু এই favbackup ব্যবহার করার ফলে আমার আর এই ঝামেলা থাকলনা।

আশা করি আপনাদের এই সফটওয়্যারটি কাজে লাগবে ।
এটি ফ্রীওয়্যার এবং পোর্টেবল ।
এখান হতে ডাউনলোড করে নিন বাকীকাজ একদম সহজ ।

লেখাটি শেয়ার করুন