নির্মলেন্দু গুণ এর প্রিয় সব কবিতা

শুধু তোমার জন্য
____নির্মলেন্দু গুণ
কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।

প্রিয় কবিদের প্রিয় কবিতা

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।
প্রতীক্ষাতে প্রতীক্ষাতে
সূর্য ডোবে রক্তপাতে
সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে।
একান্তে যার হাসির কথা হাসেনি।
যে টেলিফোন আসার কথা আসেনি।
-পূর্ণেন্দু পত্রী

মহাদেব সাহার প্রিয় কবিতা প্রথম পর্ব

এক লক্ষ আশি হাজার বছর
-মহাদেব সাহা
এক লক্ষ আশি হাজার বছর আমি তোমার 
টেলিফোনের আশায় বসে আছি 
না, তোমার ডায়াল ঘুরলো না আমার দিকে ; 
পৃথিবীর সব ঘঁড়ির কাঁটা কতো লক্ষবার
উত্তর মেরু দক্ষিন মেরু ঘুরে এলো
আমেরিকা আবিষ্কার করে,
তবু একবার সিক্স ডিজিট সাঁকো
অতিক্রম করতে পারলে না তুমি ।
তোমার একটি টেলিফোনের অপেক্ষায়
আকাশের সব তারা গুনে শেষ করলাম
শেলফের একটা বই কতোবার
হাতে উঠলো আমার,
তবু তুমি একবার ঘুরাতে পারলেনা তোমার টেলিফোন ।
কিন্তু এর মধ্যে কতো অসংখ্যবার
ইংলিশ চ্যানেল পাড়ি দিলো ব্রজেন দাস,
তুমি এই সামান্য দূরত্বটুকু
অতিক্রম করতে পারলেনা ।


লেখাটি শেয়ার করুন