ঝরনার নাম আমিয়াখুম (ভ্রমনব্লগ ও গাইডলাইন ।)

২০১৩ সালের নভেম্বরের শেষ দিকে ডিসেম্বরের প্রথম দিক মিলিয়ে গিয়েছিলাম বান্দরবন [এখনো বান্দর দেখিনাই আফসুস] ২০১০ এর দিকে একবার বান্দরবন যাওয়া হয়েছিলো সেই ভ্রমণের বিস্তারিত পাবেন এই লিংকে 

এবারের ট্যুরটা ছিলো মেগা ট্যুর আমাদের প্ল্যান ছিলো বগালেক দিয়ে প্রবেশ করবো তারপর কেওক্রাডাং,সাকাহাফং,আমিয়াখুম,নাফাখুম ,বড়পাথুরিয়া দেখে থানচি দিয়ে বের হবো সোজা হিসেবে রুমা দিয়ে ইন হবো আর থানচি দিয়ে আউট হবো । ইনশাল্লাহ আল্লাহর রহমতে ছয়দিনে সবগুলো লোকেশন দেখে আমরা ফিরে আসতে পেরেছি ।

এক পোস্টে সবগুলো লিখা সম্ভব না তাই আলাদা আলাদা লিখবো আজকে লিখবো আমার দেখা  সবচেয়ে স্টাইলিশ আর সুন্দর ঝরনা আমিয়াখুম নিয়ে..........

আমিয়াখুম ঝরনা যাওয়ার পথেই পুরো বান্দরবনের একটা প্রতিচ্ছবি পাবেন বড় পাথুরিয়ার মত  বড় বড় পাথর,অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ,ছোট ছোট ঝরনা সবই পাবেন এখানে ।


কিভাবে যাবেন : আমাদের রাস্তাটা ছিলো অন্য ভাবে রুমা বাজার দিয়ে প্রবেশ করে প্রায় চারদিন হাটার পর এসে পৌছেছি সাজিয়াপাড়া সেখান থেকে আমিয়াখুম দেখে আবার সাজিয়াপাড়া ফিরে এসেছি । তবে বর্তমানে খুব সহজে আপনি আমিয়াখুম পৌছাতে পারেন সেজন্য আমাদের গল্পটা পাশ কাটিয়ে বর্তমানে কিভাবে সহজে যাবেন সে গল্পটা দিচ্ছি

লেখাটি শেয়ার করুন