পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে অনলাইনে বাংলা রেডিং শুনুন এবং রেকর্ড করুন

বাংলাদেশে বর্তমানে এফএমরেডিও এর জনপ্রিয়তা তুঙ্গে ।চারদিকে শুধু এফএম আর এফএম এর আওয়াজ।কিন্ত এই এফএম যারা শুনতে পায়না তাদের আক্ষেপ অনেক কারণ fm গুলোর কভারেজ একদম সিমীত।আবার অনেকে fm শুনার সাথে সাথে নতুন এবং এক্সুসিভ গানগুলো রেকর্ড করে রাখতে চান।কিন্ত অধিকাংশ রেডিংওতে রেকর্ড অপশনটি নাই বলে আফসোস এর শেষ নাই।না এখন সব বাদ দেন।শুধুমাত্ত ইন্টারনেট থাকলেই হবে আপনি আপনার পিসি হতেই শুনতে পাবেন জনপ্রিয় বাংলা রেডিও গুলোর গান এবং সাথে সাথে রেকর্ড ও করতে পারবেন।এবং এই কাজটি একটি ছোট সফটওয়্যার দিয়েই সম্ভব।Screamer Radio দিয়ে আপনি সব করতে পারবেন।প্রথমে এখান হতে Screamer Radio ডাউনলোড করে নিন।তারপর ইন্সটল করে নিন ।এবার নিচের লিংক হতে আপনার পছন্দের fm stationer ঠিকানাটি কপি করে Screamer Radio এর file এ ক্লিক করে open url এ পেস্ট করে দিন ব্যাস রেডিও চালু হয়ে যাবে।আর rec তে ক্লিক করলে গান রেকর্ড হবে ।আশা করি আপনাদের ভাল লাগবে ।

রেডিও ফুর্তি

http://free.freeshoutcast.com:2826/ 

রেডিও টুডে
রেডিও(ঢাকা স্টেশন): http://122.248.11.50:8000
রেডিও(চট্টগ্রাম স্টেশন): http://122.248.11.51:8000

 রেডিও গুনগুন
রেডিও (HD): http://69.39.233.135:8888/
রেডিও (32 বিট): http://69.39.233.135:8032/

 রেডিও ঢাকা

 http://202.4.100.2:8000 

রেডিও তুফান
 http://67.228.101.162:7600 

 এই সব রেডিও এর মাঝে রেডিও গুনগুন ,তুফান আর ঢাকা কমগতির নেট কানেকশন দিয়েও ভালভাবে শুনা যায় এবং রেকর্ড করা যায়।তবে রেডিও ফুর্তি আর টুডে শুনতে কিছুটা বেশি গতির নেট কানেকশন লাগে।আশা করি আপনাদের ভাল লাগবে।আর কোন সমস্যা হলে মন্তব্য করুন বা আমাকে মেইল করুন 
 

0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন