SAMSUNG EARTH BLUE চার্জ হবে শূধূ মাত্ত সৌর বিদ্যূতে


 


মোবাইল প্রস্তুতকারক কোম্পানি স্যামসাং এই বছরের মধ্যেই Samsung Blue Earth নামের মোবাইল ফোন বাজারে ছাড়বে বলে ঘোষনা দিয়েছে।Samsung Blue Earth মোবাইল ফোনের সবচেয়ে বড় দিক হচ্ছে এটি পৃথীবার প্রথম মোবাইল ফোন যা শুধু মাত্ত সৌর বিদ্যূতের সাহায্যে চলবে।সৌর বিদ্যূত


ছাড়া এটিকে চার্জ দেবার আর কোন উপায় নাই ।চার্জার দিয়ে এটিকে চার্জ করা যাবেনা।Samsung Blue Earth এর মোবাইলের পেছনের দিকের অংশে এর সৌর প্যানেল অবস্হিত।এই ফোনটিতে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এটি টাচ ইস্কিন মোবাইল ফোন।মূলত পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করেই এই ফোনটি তৈরী করেছে Samsung



 

লেখাটি শেয়ার করুন