জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের Biography /Profile


 
মোশারফ করিম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা একথা আর বলার অপেক্ষা রাখেনা।মোশারফ করিম বাংলাদেশের নাটককে নতুন মাত্তা দিয়েছেন এবং মোশারফ করিমের কারণে বাংলাদেশের নাটকের জনপ্রিয়তা হাজার গুন বেড়েছে।মোশাররফ করিম মূলত তার ন্যাচারল অভিনয়ের মাধ্যমে সবার মনে জায়গা করে নিয়েছে।অনেকেই তার ব্যাপারে জানতে আগ্রহী তাই আজকে তার  সম্পূর্ন বায়োগ্রাফী তুলে ধরলাম।আশা করি ভাল লাগবে
নাম:মোশারফ করিম
ডাকনাম:শামিম
জন্মসাল:২২ শে আগস্ট ১৯৭৬ সাল(ঢাকায়)
বৈবাহিক অবস্তা:বিবাহিত
প্রথম নাটক:অতিথি(১৯৯৯ সাল)
জনপ্রিয় নাটক:কেরাম,ছাইয়া ছাইয়া,ঠুয়া,হাউজফুল,৪২০,তোমার দোয়ায় ভাল আছি মা,ভবের হাট,ঘরকুটুম।
প্রথম সিনেমা: 3rd person singular number(মুক্তির অপেক্ষায়)
শখ:আড্ডা দেয়া আর বই পড়া।
প্রিয় গায়ক:Kiron Rai, Nusrat Fateh Ali Khan, Golam Ali, Runa Laila and Jahid Pintu
আরো কিছু কথা.................
মোশারফ করিম প্রথমে নাট্যকেন্দ্র নামে থিয়েটার গ্রুপে মন্ঝনাটক করতেন।নাট্যকেন্দ্রতেই তিনি অভিনয় ভাল করে শিখেন তারপর ১৯৯৯ সালে অতিথি নাটকের মাধ্যমে টিভিতে তার অভিষেক ঘটে।তারপর কয়েকবছরেও তিনি টিভি জগতে কিছুই করতে পারে নাই কিন্ত ২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকীর কেরাম নাটকের মাধ্যমে মোশারফ করিম জনপ্রিয়তা পেয়ে যায় তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।কেরাম,ছাইয়া ছাইয়া,ঠুয়া,হাউজফুল,৪২০,তোমার দোয়ায় ভাল আছি মা,ভবের হাট,ঘরকুটুম। এইসব জনপ্রিয় নাটকের মাধ্যমে তিনি এখন বাংলাদেশ নাটক জগতের আইকন।মোশারফ করিম মূলত অভিনয়কে সিরিয়াসলি নেন ২০০৪ সালের পর যখন তার ফ্যামিলির অবস্হা খারাপ ছিল। এই ব্যাপারে মোশারফ করিমের নিচের একটি বয়ান দেখুন
          Actually I never took TV acting seriously until 2004; rather I was enjoying working in theatre. In the latter part of 2004, I had to change my decision and take to TV acting professionally due to a family crisis. And my Acting technique, well at first I read script of a play thoroughly and delve into the demands of my character. If I find that the character will not suit my personality then I will not opt for it.  

—Mosharraf Karim

 আর এখনতো চারদিকে শুধু মোশারফ কীর্তন।
আশা করি আপনাদের ভাল লাগবে। 

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

1 comments:

Robiul Hasan said...

Awesome Informative post about মোশারফ করিম, Thanks for sharing.

Post a Comment

লেখাটি শেয়ার করুন