কোন ঝামেলা ছাড়াই যেকোন ইংরেজি মুভি দেখুন সাবটাইটেল সহ

আমার মতো আংরেজিতে দূর্বলদের জন্য সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি বুঝা অনেক কঠিনআর কাহিনী না বুঝে ইংরেজী মুভি দেখে ইহকাল পরকাল কোন কালেই মজা পাইনি তবে অনেকেই ইংরেজী মুভির শুধু মারপিট দেখে তাদের কথা আলাদা। সাবটাইটেল সহ কি করে ইংরেজি মুভি দেখা যায় এজন্য আমি নিজেই একটা ভাল সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম 


ইংরেজি মুভিগুলোতে কি করে সহজে সাবটাইটেল যোগ করা যায় এ নিয়ে বেশ কয়েকদিন নেটে ঘাটাঘাটি করে কিছু একটা সমাধান করেছিলাম। তবুও এগুলোতে আমি নিজেই সন্তুষ্ট হতে পারি নাই । কারণ সার্চ করে করে সাবটাইটাইটেল ডাউনলোড তারপর আরও কত শত  ঝামেলা



যাই হোক অবশেষে মনের মতো একটা সমাধান করতে পেরেছি এবার চলুন আকথা না বলে কাজের কথায় আসি

Sublight সফটওয়্যার দিয়ে আপনি সহজেই আপনার মুভির উপযোগী সাবটাইটেল খুজে পেতে পারেন। এই সফটওয়্যারটির ভিতরে মুভির নাম লিখে দিলে তা অটোমেটিক আপনার সাবটাইটেল খুজে বের করবে
সাবলাইট সফটওয়্যার
আপনি ইচ্চা করলে সাবটাইটেল ডাউনলোড না করেই মুভিতে সাবটাইটেলটি চালিয়ে দেখে নিতে পারেন যে সাবটাইটেলটি ঠিক আছে কিনা আপনি ইচ্ছা করলে মিডিয়া প্লেয়ার দিয়ে সফটওয়্যারের ভিতর থেকেই সাবটাইটেল সহ পুরো মুভিটা দেখতে পারবেন বা সাবটাইটেল ডাউনলোড করেও দেখতে পারবেনআপনার ইচ্ছা

প্রথমেই এখান হতে হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন

ইন্সটল শেষ হবার পর সফটটি চালু করুন এবার সেটিংস গিয়ে আপনার প্রয়োজনীয় সেটিংস করে নিন। ভাষার বেলায় শুধু ইংরেজী সিলেক্ট করুননা হয় সকল ভাষার সাবটাইটেল চলে আসে এতে প্রয়োজনীয় ইংরেজি সাবটাইটেল পেতে সমস্যা হয়। Video Playback হিসেবে আপনার পছন্দের মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করুন। আমি Vlc media player ব্যবহার করি


এবার Video File এ ক্লিক করে যে মুভির সাবটাইটেল চান সেই  মুভির ফাইলটি choose করুন। এবার টাইটেল এর ঘরে অটোমেটিক মুভির নামটি চলে আসবে যদি না আসে তাহলে টাইটেল এর ঘরে মুভির নামটি ঠিকমত লিখে দিন । এবার search subtitles ক্লিক করুন


এবার অনেকগুলো সাবটাইটেল চলে আসবেএবার আপনার পছন্দের সাবটাইটেলটির উপরে রাইট  ক্লিক করুনআপনার পছন্দের অপশনটি বেছে নিনডাউনলোড করুন সাবটাইটেলটি বা প্লে করুন মুভিটি আপনার মুভির নাম দিয়ে Manual search করতে পারেনমুভির নাম লিখে দিন ব্যাস অটো সব হাজির হয়ে যাবেসফটওয়্যারের ভিতরেই মুভিটি চালু করে নিশ্চিত হয়ে নিন কোন সাবটাইটেল টি পারফেক্ট কারন অনেক সাবটাইটেল এর সাথে মুভির কোন মিল থাকেনাআশা করি আর সাবটাইটেল নিয়ে কারো কোন সমস্যা হবেনাসবাই ভাল থাকবেন। কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে সমাধান দেবার চেষ্টা করবো :) ভালো থাকুন

7 comments:

danob said...

http://subscene.com/
e jaan. jekono movier sob print er subtitle paben

tahmid256 said...

Onk somoi eng movie hindi or other kono language a dubbed hole pic age jai r kotha pore ase.
Atar kono solution ase?

Billah Mamun said...

এই সফটওয়্যারটি দিয়ে এই সমস্যার সমাধান করা যায় । আপনি ইচ্ছা করলে সাবটাইটেল আগে পিছে করে দিতে পারবেন :)

Anonymous said...

KM player diye o to sub sync kora jai. . .

Anonymous said...

software টা download হয়েছে, sub ও পাওয়া গেছে কিন্তু password চাচ্ছে। free version গুলাতে যা হয় :(

Anonymous said...

vai. . . . onk gula thanks

Unknown said...

একটা হেল্প করবেন

Post a Comment

লেখাটি শেয়ার করুন