National Geographic Photography Contest 2010 Places ক্যাটাগরিতে প্রথম হয়েছে চট্রগ্রাম পোর্টের ছবি

প্রাকৃতিক বিষয়ক বিশ্বের প্রথম সারির পত্তিকা/টিভি চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফি পত্তিকা প্রতি বছর Nature ,People এবং Places এই তিন ক্যাটাগরিতে ফটোগ্রাফী প্রতিযোগীতার আয়োজন করে থাকে যাতে বিশ্বের বাঘা বাঘা ফটোগ্রাফাররা তাদের সেরাটা বিচারকদের সামনে উপস্হাপন করে থাকে যার মধ্য থেকে তিন ক্যাটাগরি থেকে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয় তবে বিজয়ী হোক বা না হোক প্রতিটি ছবিই মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট 

২০১০ সালের National Geographic Photo Contest এ Places ক্যাটাগরিতে এবার প্রথম হয়েছে আমাদের চিটাগাং পোর্টের নিচের ছবিটি
 
উপরের ছবিটি তুলেছেন ফটোগ্রাফার Jana Asenbrennerova ,ছবিটি আসলেই অসাধারণ নিজেও অনেকবার চিটাগাং পোর্ট দেখেছি কিন্তু এইভাবে ফটোগ্রাফারের চোখে কখনো দেখিনি সত্যি অসাধারণ
ছবিটি সম্পর্কে বিচারকদের মন্তব্য এবং বিস্তারিত জানতে এখানে ক্লিকান 

 People ক্যাটাগরিতে যে ছবিটি বিজয়ী হয়েছে সেটি হলো  ফটোগ্রাফার Chan Kwok Hung এর নিচের ছবিটি 




আর Nature ক্যাটাগরিতে জয়ী হয়েছে Lim Boon Teck , Aaron এর নিচের ছবিটি
national Geographic Contest



সামনে ন্যাশনাল জিওগ্রাফী ফটোগ্রাফি কনটেস্ট এ জয়ী হতে পারেনি কিন্তু দেখলে মাথা ঘুরে যাবার মতো সেই ধরনের ছবি গুলো নিয়ে আরেকটা পোস্ট দিবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন

0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন