ছবিতে ঘুরে আসুন বান্দরবন [ছবি ব্লগ পার্ট ৩]

ছবিতে ছবি ঘুরে আসুন বান্দরবন পর্বের শেষ পর্ব আজকে প্রকাশ করলাম । এই পর্বের সব ছবিই আমার প্রিয় বান্দববনের আরও প্রিয় জায়গা ঝিরিপথের । অনেকের মনে প্রশ্ন আসতে পারে ঝিরিপথটা আবার কি? ঝিরিপথ হলো বনের মধ্যদিয়ে ঝরনার পানির প্রবাহের  ফলে যে পথ সৃষ্টি হয় সেটাই ঝিরিপথ । এই ঝিরিপথটা আমার সবচেয়ে প্রিয়,মরতে চাইলেও এখানে মরতে রাজি । লম্বা ঝিরিপথটা ১৮ কিলোমিটার দীর্ঘ তবে আপনি হাটার সময় কখন রাস্তা ফুরিয়ে যাবে তা খেয়ালই থাকবেনা
চলুন ঝিরিপথ দিয়ে ভ্রমণ শুরু করি .........

ঝিরিপথের শুরুর দিকে আমরা সবাই
এমন সৌর্দয্যের দেখা পাবেন ঝিরিপথে ,এই রাস্তা দিয়েই হেটে যেতে হবে আপনাকে
সব রাস্তা কিন্তু আনন্দের না এইরকম বিপদজনক পিচ্ছিল রাস্তাও পাবেন

এইরকম একটা বড় ঝরনা পাবেন ,পানিতে নামতে ভুলবেন না তাহলে মজার অর্ধেকটাই শেষ

 (মিডিয়ার সামনে আসতে চাচ্ছিনা এজন্য ফটুতুলতে নিষেধ করতেছি হাহাহাহা)

ঝিরিপথে আমরা 

পাহাড়ের মধ্যদিয়ে রাস্তা দিয়ে হেটে যেতে হবে

এইরকম ছোট ছোট কয়েকটা ঝরনা দেখতে পাবেন রাস্তায়

নদী পাড় হতে হবে নদীর মধ্যদিয়ে হেটে

অসাধারণ .......................
অসাধারণ সব রাস্তা .....
ছবিতে ঘুরে আসুন বান্দরবন [ছবি ব্লগ পার্ট ১]
ছবিতে ঘুরে আসুন বান্দরবন [ছবি ব্লগ পার্ট ২]

1 comments:

Anindita alone said...

একটা অনুরোধ থাকবে... যেখানেই যান, পরিবেশের দিকে খেয়াল রাখবেন... যেখানে সেখানে পলি ব্যগ ও ড্রিঙ্কস এর বোতল ফেলবেন না...আসলে কোন কিছু না ফেলাই ভাল... কস্ট করে ডাস্টবিন এ ফেলুন বা ময়লা যেখান থেকে সরিয়ে নেয়া হয় এমন জায়গায় ফেলুন... আমরা সাধারনত ময়লা ফেলার জন্য নিজেরা ব্যগ সাথে নেই, সব একত্র করে পরে ডাস্টবিনে ফেলি... আশা করি ভ্রমন বিলাসীরা মনে রাখবেন...
আমরা নিজেদের আনন্দের জন্য যেন পরিবেশ ধ্বংস করে না ফেলি...
ভ্রমন শুভ হোক...

Post a Comment

লেখাটি শেয়ার করুন