অদৃশ্য রবি

যখনই তৃপ্ত মৃত্তিকায় সুর ঝরে ,একাকি
প্রথম প্রহরে মেঘে ঢাকা আকাশ কেন শুন্যতায়

যখন চাদর জড়ানো ঘুম চোখে
ঝাপসা আলো পর্দার ফাকে
কেন স্বপ্ন খুজি অবচেতন চেতনায়
কেউ এসে বলে দাও

আজও খুজে যাই নোনা জল কোমল অধরে
বিষুবরেখার দুপাশে স্বপ্নের পরিধিতে
সূর্যটাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা আজ আমার
নি:সংঙ্গতাকে বাজি রেখে আজও আমি আমার

যখনই দৃষ্টি পড়ে বন্ধুযুগল  প্রেমাসনে
মনের খোড়াক হয়ে আপন কাছে প্রশ্ন জাগে
যখন সুখের পাজড়ে বাধ ভাঙ্গে
নিষ্টুর পরিহাস কেদে ফেলে
কেন হারিয়ে যায় পরিচিত পরিণতী
কেন? এসে বলে দাও


0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন