গুগল ক্রোম অথবা মজিলা দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে জনপ্রিয় সব ফরম্যাটে [টিউটোরিয়াল ]

জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এ প্রতিদিন হাজার হাজার নানা ধরনের ভিডিও শেয়ারিং হচ্ছে যেগুলো দেখার সাথে সাথে আবার ডাউনলোড এর খায়েশ যে কারোরই হতে পারে কিন্তু বেরসিক ইউটিউব কতৃর্পক্ষ সরাসরি ডাউনলোড করার কোন সুযোগ রাখেনি তাই আপনাকে অন্য কোন উপায় ডাউনলোড করতে হবে ।

যারা আইডিএম ব্যবহার করেন তারা জানেন যখন আপনি ইউটিউবে কোন ভিডিও প্লে করা হয় তখন সাথে সাথে আইডিএমে ভিডিওটা ডাউনলোড করার অপশন চলে আসে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যায় কিন্তু এটা শুধুমাত্ত FLV ফরম্যাটে ডাউনলোড হয় আবার যাদের আইডিএম বা সমমনা ডাউনলোড ম্যানাজার নেই তারা ডাউনলোড করার সময় এই সাইট সেই সাইট নানা ধরনের ঝামেলায় পড়েন ।

কিন্তু আপনি যদি মজিলা অথবা ক্রোমের Easy YouTube Video Downloader নামের এ্যাড অনটি আপনার ব্রাউজারে যুক্ত করে নেন তাহলে কোন ধরনের ঝামেলা ছাড়াই জনপ্রিয় সব ফরম্যাট যেমন FLV, 3GP, MP3, MP4, 720p HD and 1080p Full-HD ইউটিউবের যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন


প্রথমে দেখাবেো কি করে গুগল ক্রোম দিয়ে সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়



  • এবার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যেকোন ইউটিউবের ভিডিও প্লে করুন তাহলে ভিডিওর ঠিক নিচের দিকে নিচের ছবির মত ডাউনলোড অপশন পাবেন

  • এবার যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে 

এবার চলুন মজিলা দিয়ে কি করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় তা দেখি

  • এখানে ক্লিক করে Easy YouTube Video Downloader 4.0 এ্যাড-অনের র পেইজে যান তারপর ডাউনলোডে ক্লিক করে মজিলাতে এ্যাড-অনটি ইন্সটল করে নিন ।
  • এবার মজিলা ব্রাউজার দিয়ে যেকোন ইউটিউবের ভিডিও প্লে করুন তাহলে ভিডিওর ঠিক নিচের দিকে নিচের ছবির মত ডাউনলোড অপশন পাবেন
  • এবার যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে 
  • ব্যাস কাজ শেষ একদমই সহজ :)


খেয়াল করুন


  • সব ভিডিওর ফরম্যাটে 720p অথবা 1080p এর মতো HD প্রিন্ট কোয়ালিটি পাবেন না । যিনি ভিডিও আপলোড করেছেন তিনি যদি HD প্রিন্ট কোয়ালিটির ভিডিও আপলোড করে থাকেন তাহলেই HD প্রিন্ট পাবেন
  • ইউটিউবের ভিডিওকে MP3 ফরম্যাটে ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনের  এমপিথ্রীতে ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে সেখানে বক্সে উপরে প্রদর্শিত ক্যাপচার অক্ষরগুলো লিখে নিচে কনভার্টে ক্লিক করলে ভিডিওটা এমপিথ্রীতে কনভার্ট হবে এবং ডাউনলোড লিংক দেখাবে ।


আশা করি এখন থেকে সবাই ইউটিউব থেকে কোন ঝামেলা ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন । কোন অংশ বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন ।


1 comments:

itinfo24 said...

খুব দরকারি একটা পোস্ট এইটা । ধন্যবাদ

Post a Comment

লেখাটি শেয়ার করুন