আর কিছুদিন পর বিশ্বকাপ আর এবারের বিশ্বকাপে বাংলাদেশও হট ফেভারিট তাই সারাদেশের মানুষ আশায় বুক বেধেছে যে এবার কিছু একটা হবে ,বড় বড় দলগুলোও বাংলাদেশকে এবার হালকা ভাবে নিচ্ছেনা কারণ তারা জানে বাংলাওয়াশের কি জ্বালা :)
যাই হোক বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে এরই মাঝে এই উন্মাদনা চায়ের দোকান থেকে ইন্টারনেট পর্যন্ত ।
এই উন্মাদনাকে আরও সামনে এগিয়ে নিতে সাকিব,তামিম আর মাশরাফির ওয়ালপেপার ডাউনলোড করে নিন আর আপনার ডেস্কটপ,প্রোফাইল পিকচার সব জায়গায় বাংলাদেশ বাংলাদেশ আওয়াজ তুলুন
 |
Shakib,tamim and Masrafi in Pepsi Commercial for World cup |
 |
Shakib al hasan in Pepsi Commercial |
 |
Tamim Iqbal in Pepsi Commercial |
প্রতিটি ওয়ালপেপারের উপরে ক্লিক করে ডাউনলোড করে নিন অথবা
এই লিংক হতে সবগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন
এখানে দেওয়া সবগুলো ওয়ালপেপারের সাইজ ১০২৪*৭৬৮ এর চেয়ে বড় সাইজের দরকার হলে
এখানে ক্লিকান
0 comments:
Post a Comment