ব্যক্তিগত অভিজ্ঞতার জীবনমুখি শিক্ষা সংকলন

ফেইসবুকে মাঝে মাঝে নিজস্ব অভিজ্ঞতার উপরে জীবমুখি শিক্ষা মানে আমি আমার জীবনে যতটুকু দেখেচি তার উপরে স্টাটার্স দিতাম । সেই স্টাটার্সগুলোই ব্লগে শেয়ার করলাম


জীবনমুখি শিক্ষা ১ : কাউকে অতিরিক্ত দাম/ভালোবাসতে নাই সে এটার অমর্যাদা করবেই । কেন ????মানুষ সৃষ্টিগতভাবেই এমন সে এত দাম / ভালোবাসা সহ্য করতে পারেনা । তাই সবকিছু পরিমিত থাকুন সুখে থাকুন

জীবনমুখি শিক্ষা ২ : নিজের আপন লোকের বিপদে কোনদিন সরে যাবেন না সেটা যত বড়ই বিপদ হোক না কেন।ঠায় হয়ে দাড়িয়ে থাকবেন তার পাশে । বিপদের মুহুর্তে যখন কেউ পাশে থাকেনা তখন কেমন লাগে তা একমাত্ত বিপদগ্রস্হ মানুষটাই জানে

জীবনমুখি শিক্ষা ৩: লাইফে বহু বার রিজেক্ট হতে পারেন মেয়েরা রিজেক্ট করতে পারে বন্ধুরা রিজেক্ট করতে পারে মা বাবা রিজেক্ট করতে পারে রাস্তার পাশের পুচকা ছেলেটাও আপনার কথা রিজেক্ট করতে পারে । ব্যাপারনা ,শুধু খেয়াল রাখবেন আপনি ঠিক পথে আছেন কিনা । আপনি ঠিক থাকলে রিজেক্ট নিয়ে চিন্তার দরকার নাই । সামনে এগিয়ে যান

জীবনমুখি শিক্ষা ৪ : জীবনে সামনে এগিয়ে যেতে চাইলে আপনাকে কৃত্তিমতা আনতেই হবে কারণ মানুষ কৃত্তিমতা পছন্দ করে । যাকে আপনি পছন্দই করেন না তাকেও বলতে হবে দোস্ত তুরে হেব্বি মিস করিরে । কিন্তু বাস্তব জীবনে দেখা যায় ওই ছেলেকে আপনি দুই চক্ষেই দেখতে পারেন না

জীবনমুখি শিক্ষা ৫ :দুনিয়াটা হলো অভিনয়ের জায়গা এখানে যে যত বড় অভিনেতা সে তত সাকসেস । অধিকাংশ ক্ষেত্তেই আমরা নিজেদের আসল রুপ অভিনয়ের আড়ালে লুকিয়ে ফেলি !!!অসুন্দর আর কুৎসিত রুপটাকে অভিনয় দিয়ে ঢেকে ফেলি । আর এজন্যই শুনতে পাওয়া যায় "তারে/ওকে আমি কি ভাবছিলাম আর এখন দেখি সে একটা বাটপার"


জীবনমুখি শিক্ষা পার্ট ৬ : অধিকাংশ ছেলের নিজস্ব কথা বলার স্টাইল থাকে একরকম আর যখন সেই ছেলেটাই মেয়ের
সাথে কথা বলে তখন স্টাইলটা হয়ে যায় অন্যরকম তবে নিজস্ব স্টাইলটাই তার আসল রুপ ,বাকীটা ধোকা


জীবনমুখি শিক্ষা ৭ : আল্লাহ তায়ালা ধৈর্য্যধারণকারিদের খূবই পছন্দ করেন এবং জয় ধৈর্য্যধারণকারিরই হয়

জীবনমুখি শিক্ষা ৮:''অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠাও, যেন আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম।'' [সূরা আল মুমিনূন:৯৯-১০০] এক্কেবাবে পারফেক্ট কথা

জীবনমুখি শিক্ষা ৯ : জীবনে আপনি যা করবেন অবশ্যই তা ফেরত পাবেন কারো সাথে ভালো করলে ভালোটা ফেরত পাবেন খারাপ করলে তাও ফেরত পাবেন । তবে ভালো /খারাপ আচরণের প্রতিদানের বেলায় মানুষ ভিন্ন হওয়ার
সম্ভবনাই বেশি ।সবচেয়ে ভালো হয় যদি কেউ অহংকার জিনিসটা ত্যাগ করে

[জীবনমুখি শিক্ষার  কোন লেখার  সাথে আমার মিল খুজে বেড়ানো নিতান্তই বোকামি হবে]

0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন