ফটোগ্রাফি করার চেষ্টা করি সামান্য কয়দিন হলো , এখনো ক্যামেরার ক ও জানিনা ফটোগ্রাফির ফ তো অনেক দুরে। যাই হোক কয়েকদিন আগে ক্লোন নামে একটা ছবি ফেইসবুকে আপলোড করেছিলাম [নিচে ছবিটা দিলাম ] ছবিটা দেখার পর অনেকেই অনুরোধ করেছে এই নিয়ে যেন একটা টিউটোরিয়াল লিখি :) সেই অনুরোধ রাখতেই এই পোস্টটা লিখা শুরু করলাম
আসলে ক্লোন ফটোগ্রাফি খুব একটা কঠিন কিছুনা । ফটোশপের উপরে মোটামুটি ধারণা আর ক্যামেরা নিয়ে হালকা জ্ঞান থাকলেই সহজে কাজটা করতে পারবেন
প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হলো আপনি আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে দুইটি ভিন্ন ভিন্ন ছবি তুলতে হবে যার ব্যাকগ্রাউন্ড একদম একই কিন্তু আপনার স্টাইল ভিন্ন । দেখুন উপরের ছবিটি যে দুটি ছবি থেকে তৈরি করেছি সেই ভিন্ন দুইটি ছবি
খেয়াল করুন দুইটা ছবিরই ব্যাকগ্রাউন্ড একই । ছবি তোলার সময় ট্রাইপড ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তাহলে ব্যাকগ্রাউন্ড একই থাকবে ক্যামেরা নড়বেনা ট্রাইপড না থাকলে চেয়ার টেবিল বা কোনকিছুর উপরে রেখেও ছবি তুলতে পারেন অর্থাৎ যেভাবেই ছবি তুলুন না কেন ব্যাকগাউন্ড একই থাকলেই চলবে
এবার দুইটা ছবির মধ্যে যে ছবিটা ভালো মনে হয় সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করুন এবং দ্বিতীয় ছবিটার অংশবিশেষ মানে যে অংশে সাবজেক্ট আছে সেই অংশটুকু ক্রোপ টুলস/সিলেকশন টুলস বা অন্য কোন টুলস ব্যবহার করে প্রথম ছবিতে নিয়ে আসুন নতুন একটা লেয়ার তৈরি করে
![]() |
খেয়াল করুন আমি প্রথম ছবিটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে দ্বিতীয় ছবিটার অংশবিশেষ মানে আমি যে দাড়িয়ে রয়েছি সেই অংশটুকু কেটে প্রথম ছবিতে নিয়ে এসেছি/আপনারা সিলেকশন টুলস ব্যবহার করেও কাজটা করতে পারেন |
এখন আপনি ফটোশপের ইরেজার টুলস/ক্লোন টুলস বা ব্রাশ টুলস/ব্লোর টুলস বা আপনার প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ছবি দুইটাকে এমন অবস্হায় আনুন যেন কোনভাবেই বুঝা না হয় যে আপনি ভিন্ন ভিন্ন ছবি তুলে জোড়া দিয়েছেন । আশা করি যারা ফটোশপ জানেনে তারা ব্যাপারটা ধরতে পারছেন কিভাবে কাজটা করতে হবে । আমি আমার স্টাইলে কাজটা করি আপনি ইচ্ছা করে অন্য পদ্ধতিতে করতে পারেন
যারা ফটোশপ বুঝেননা তাদের জন্য কিছুটা কঠিন মনে হবে । যাই হোক কোন অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন সাধ্যমত চেষ্টা করবো সাহায্য করতে ।
3 comments:
এইটারে টিউটোরিয়াল কয়!!! জানতাম না
what a devastating tutorial!!!!!!!!
Mamun Bhai,
Apnar ei site e ese khub valo laglo.
Khub sundor hoise.
Post a Comment