সীতাকুন্ড, এই নিয়ে দুইবার ঘুরে আসলাম ,প্রথম বার শুকনো মৌসুমে আর কয়েকদিন আগে ঘুরে আসলাম বর্ষাতে তাও আবার একেবারে বৃষ্টির দিনে ।
যাই হোক প্রথমবার যখন সীতাকুন্ড ঘুরে এসেছিলাম তারপর সীতাকুন্ড নিয়ে বিস্তারিত পোস্ট দিয়েছিলাম পোস্টটি এখানে দেখুন
যেহেতু সীতাকুন্ড নিয়ে একবার বিস্তারিত পোস্ট প্রকাশ করেছি তাই আর এবার বর্ণণা মুলক কিছু লিখবোনা শুধু বষার্তে সীতাকুন্ড দেখতে কেমন তা ছবি ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ।
শুকনো মৌসুম আর বর্ষা মৌসুমে সীতাকুন্ডের রুপের অনেক পার্থক্য হয় বিশেষ করে ঝর্নাগুলোর অবস্হা একেবারে আকাশ পাতাল পার্থক্য হয়.......যাই হোক চলুন ঘুরে আসি সীতাকুন্ড.....
বর্ষাতে সুপ্তধারা ঝরনার কি ভয়ংকর সুন্দর অবস্হা হয় ভিডিওটি দেখলে বুঝতে পারবেন
বর্ষাতে সীতাকুন্ডের ঝরনাগুলো দেখতে অসাধারণ হয় কিন্তু যেতে কষ্টও হয়,আমাদের প্রায় বুক সমান পানি ঠেলে সু্প্তধারা ঝরনার কাছে যেতে হয়েছে কিন্তু ঝরনার রুপ দেখে সব কষ্ট ভুলে গেছি যাইহোক সময় করে ঘুরে আসুন আশা করি ভালো লাগবে ।
চন্দ্রনাথ মন্দিরে উঠার সময় তোলা ছবি,যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি ছোট মন্দির এখান থেকে আরও উপরে উঠলে জগন্নাথ মন্দিরের দেখা পাবেন |
চারদিকে কুয়াশা |
মন্দিরে উঠার সময় রাস্তায় এমন একটি ঝরনার দেখা পাবেন |
জগন্নাথ মন্দির থেকে তোলা ছবি,ছবিতে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি ছোট মন্দির |
রক্তচুষা পাপী ঝোক :( বর্ষাতে গেলে ঝোকের দেখা পাবেন |
মন্দিরের উঠার রাস্তায় আমরা |
জগন্নাথ মন্দির থেকে তোলা ছবি |
![]() |
জগন্নাথ মন্দিরের সামনের অংশ |
জগন্নাথ মন্দিরের সামনে আমরা |
মন্দির থেকে নিচে নামার সময় |
মন্দিরের রাস্তায় যে ছোট ঝরনাটি পাবেন সেটি ধরে একটু ভিতরে হাটলেই এই ঝরনাটির দেখা পাবেন |
বর্ষাতে সুপ্তধারা ঝরনা ,পুরাই মাথা নষ্ট |
সুপ্তধারা ঝরনা |
সুপ্তধারা ঝরনার একদম উপরে যেখান থেকে ঝরনার পানি গড়িয়ে নিচে পড়ে |
সহস্রধারা ঝরনা |
বর্ষাতে সীতাকুন্ডের ঝরনাগুলো দেখতে অসাধারণ হয় কিন্তু যেতে কষ্টও হয়,আমাদের প্রায় বুক সমান পানি ঠেলে সু্প্তধারা ঝরনার কাছে যেতে হয়েছে কিন্তু ঝরনার রুপ দেখে সব কষ্ট ভুলে গেছি যাইহোক সময় করে ঘুরে আসুন আশা করি ভালো লাগবে ।
1 comments:
চরম একটা জায়গা । জুন এ যাব ইনশাল্লাহ :D
Post a Comment