গত অক্টোবর ২৭-২৮ তারিখ ঘুরে আসলাম বান্দরবনেের আরও সুন্দর দুটি ঝর্না। থানকোয়াইন ও পালংখিয়াং ঝর্না । আজকের লেখায় ঝর্ণাগুলোতে যাবার বিস্তারিত গাইডলাইন প্রকাশ করবো। আশা করি আপনাদের উপকারে আসবে।
থানকোয়াইন ও পালংখিয়াং ঝর্না হলো বান্দরবন জেলার আলীকদম উপজেলায়। ঢাকা থেকে সরাসরি শ্যামলী হানিফ সৌদিয়া বাস যায় । রাতে ছাড়ে আপনাকে সরাসরি সকাল ৬-৭টারদিকে নামিয়ে দিবে আলীকদমে। আলীকদম নামার পর আপনার প্রথম কাজ হলো গাইড অফিস আছে সেখান থেকে গাইড নেয়া । বাস স্ট্যান্ডের সাথেই গাইড অফিস যেকাউকে বললেই দেখিয়ে দিবে।