শ্রীলংকা - ভারত সাগরের মুক্তা বলা হয় যে দেশকে (ভ্রমণ গাইডলাইন)

শ্রীলংকাকে বলা হয় ভারত সাগরের মুক্তা , দুর থেকে নামের সার্থকতা হয়তো বুঝতে পারবেন না তবে শ্রীলংকাতে ঘুরতে গেলে বুঝে যাবেন কেন এত সুন্দর উপমাতে দেশটিকে নাম দেয়া হয়েছে । ভারত সাগর ঘেরা দেশটি যেন বার বার নিজের সৌন্দর্যের জানান দিচ্ছে নানা রংয়ে নানা ঢংয়ে। সবুজ পাহাড় প্রকৃতি আর সমুদ্র মিলে চমৎকার এক দৃষ্টিনন্দন ভ্রমণ আপনার জন্য অপেক্ষা করছে শ্রীলংকাতে।

শ্রীলংকার গালে ফোর্ট থেকে লেখকের ছবি


শ্রীলংকাতে বহুদিন ধরে যাবার ইচ্ছা ছিলো ,ইচ্ছা আর সাধ্যের মিলন ঘটিয়ে সম্প্রতি ঘুরে আসলাম দেশটিতে। যারা ভবিষ্যতে যাবেন তাদের জন্য তাই আমার অভিজ্ঞতার আলোকে আজকের এই ব্লগ পোস্ট।

লেখাটি শেয়ার করুন