মহাদেব সাহার প্রিয় কবিতা প্রথম পর্ব

এক লক্ষ আশি হাজার বছর
-মহাদেব সাহা
এক লক্ষ আশি হাজার বছর আমি তোমার 
টেলিফোনের আশায় বসে আছি 
না, তোমার ডায়াল ঘুরলো না আমার দিকে ; 
পৃথিবীর সব ঘঁড়ির কাঁটা কতো লক্ষবার
উত্তর মেরু দক্ষিন মেরু ঘুরে এলো
আমেরিকা আবিষ্কার করে,
তবু একবার সিক্স ডিজিট সাঁকো
অতিক্রম করতে পারলে না তুমি ।
তোমার একটি টেলিফোনের অপেক্ষায়
আকাশের সব তারা গুনে শেষ করলাম
শেলফের একটা বই কতোবার
হাতে উঠলো আমার,
তবু তুমি একবার ঘুরাতে পারলেনা তোমার টেলিফোন ।
কিন্তু এর মধ্যে কতো অসংখ্যবার
ইংলিশ চ্যানেল পাড়ি দিলো ব্রজেন দাস,
তুমি এই সামান্য দূরত্বটুকু
অতিক্রম করতে পারলেনা ।



তুমি যখনই টেলিফোন তোলো
তখনই নাকি পৃথিবীর সব টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়
এক লক্ষ বছরেও কখনোই নাকি ডায়ালটোন পেলে না তুমি,
অথচ পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম নগরীর
রাজপথেও এর মধ্যে কতো লক্ষ যানজট খুলে গেলো ।
তোমার একটি টেলিফোনের জন্যে
কতো সহস্রবার জরুরী বার্তা পাঠালাম নিসর্গলোকে
টিএন্ডটির অভিযোগ খাতার সব পৃষ্ঠা ভরে গেলো
না, তারপরও তোমার ডায়াল ঘুরলো না,
তোমার স্বর্গীয় টেলিফোন আর কবে পাবো !




তোমার একটু দেখা পাবো বলে
এককোটি বছর দাঁড়িয়ে আছি
এই চৌরাস্তায়

শুধু একবার দেখবো তোমাকে
শুধু তার জন্য দীর্ঘ অপেক্ষা
এই ঢেউ গোনা ;
কতো অশ্রুজল শুকালো দুচোখে
কত শীতগ্রীষ্ম পার হয়ে গেলো
অপেক্ষা ঘুচলো না,
এক ঝলক দেখার জন্য হদ্দ গেঁয়োর মতো
দাঁড়িয়ে আছি আমি রাস্তার উপর
চক্ষুলজ্জা নেই ;
তোমার একটু দেখা পাবো বলে
জীবনের সবকিছু ফেলে
এখানে এলাম
দাঁড়ালাম মাঝপথে পাগলের মতো
পথে পথে ছড়ালাম ফুল
বিছালাম তৃণ ;
তোমাকে দেখার জন্য এই অনন্ত অপেক্ষা
দীর্ঘ পর্যটন, দীর্ঘ পথ হাটা
পথে পথে ঘুরে মরা,
তোমাকে একটু দেখতে পাবো বলে
বুদ্ধের মতন আমি ঘর ছাড়া
পথের বাউল ;
শুধু একবার তোমার দেখা পাবো
তাই এককোটি বছর এখানে দাঁড়ানো
এখানে অপেক্ষা ।


তোমার জন্য আমি একটা মনুষ্যজন্ম
ব্যর্থ করে দিলাম,
তোমার জন্য আমি হলাম দিওয়ানা ।
তোমার জন্য আমি ঘর কৈনু বাহির
বাহির কৈনু ঘর,
আমি কাঙালিনী সুফিয়ার মতোই
'বুড়ি হইলাম তোর কারণে' ...
তোমার জন্য আমি একজন্ম কাটালাম এই নির্বাসনে
তোমার জন্য আমি রাজ্যের
অপবাদ নিলাম মাথায় ।
তোমার জন্য এই অঙ্গ করলাম আমি কালা
তোমার জন্য আমি হলাম
এই দুঃখী মানুষ ;
তোমার জন্য পরলাম হাতে কড়া, পায়ে এই বেড়ি
তোমার জন্য এই ব্যর্থ করে দিলাম
একটি জীবন ।

এক কোটি বছর তোমাকে দেখি না
—মহাদেব সাহা
এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর...
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকুভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো
তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে,
লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।

0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন