ঝর্ণা দেখতে বা ট্রেকিং করতে যাচ্ছি আমার কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত ? বিস্তারিত গাইডলাইন

ঝর্ণা দেখতে যাওয়ার জন্য ঝিরিতে হেটে যাওয়া বা পাহাড়ে ট্রেকিং করে ঝর্না বা কোথাও যাওয়া এদেশে দিনকে দিন জনপ্রিয় হচ্ছে :) এখন কথা হলো সাধারণ কোন ট্যুরিস্ট স্পটে যাওয়া বা সাধারণ জীবন যাপনে আমরা যেভাবে থাকি সেখান থেকে ঝর্নাতে যাওয়া বা পাহাড়ে যাওয়াটা একটু ভিন্ন হয় সেজন্য পাহাড় বা ঝর্ণা উপযোগী প্রস্তুতি নিলে আপনার ভ্রমণের স্বাচ্ছন্দ্যবোধটাও কিন্তু বেড়ে যায় অনেক গুণ :)
ঝিরিপথ হয়ে ধুপপানি ঝর্ণাতে যাওয়ার পথে স্বপ্নযাত্রার টিম 

আজ যারা ঝর্ণা দেখতে বা পাহাড়ে যায় তাদের প্রস্তুতিটা কেমন হবে সে সম্পর্কে সাধারণ আলোকপাত করবো এই পোস্টে :) 

  • প্রথমে আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো আপনার জুতো ,আপনার পুরো শরীরের ভার কিন্তু এই পায়েই থাকে সেক্ষেত্রে ভালো জুতো আপনার পুরো শরীরের ব্যালেন্স ঠিক রাখতে খুব কাজে দেয় , এই ধরনের ট্যুরে প্রথমত চামড়ার স্যান্ডেল বা সাধারণ জিবন যাপনে যে ধরনের স্যান্ডেল ইউজ করেন সেগুলো পরিহার করবেন । পানি ধরেনা এমন জুতো ব্যবহার করবেন এবং অবশ্যই জুতোতে যেন গ্রিপ থাকে মানে জুতার নীচে খাজকাটা খাজকাটা থাকে যেন স্লিপ না করে এ ধরনের জুতো নির্বাচন করবেন । পাহাড়ে বা ঝিরিতে এই জুতো খুব জরুরী ভুল জুতো সিলেক্ট করলে পিছলে যাবেন গ্রিপ পাবেন না বলে হেটেও মজা পাবেন না আর রিস্কতো রয়েছেই 

এই যে জুতার নমুনা দিয়ে দিলাম , এই দুই ধরনের জুতাতে কখনো পানি ধরেনা এবং পায়ের নীচে ভালো গ্রিপও আছে :) বাম সাইডের কালো জুতো গুলো সস্তাতে খুব ভালো সলিউশন দাম মাত্র ১৩০-১৪০ টাকা ,ফুটপাতের যে স্যান্ডেলের দোকানগুলো আছে সেগুলোতেই পেয়ে যাবেন সহজেই । আর ডান দিকেন জুতাগুলো এপেক্সের / লটটোর দোকানে পাবেন এগুলোর দাম ১৫০০-১৮০০ এর মতো :) জুতা গুলো দেখে নিশ্চয় ধারণা হয়ে গিয়েছি কি ধরনের জুতো আপনার দরকার ,পানি ধরনেরা এবং পায়ের নীচে ভালো গ্রিপ আছে এমন জুতো আপনার প্রয়োজন :) 

  • জুতার পরে আমরা পোশাক আশাকে আলোচনা করবো কি ধরনের পোশাক নেওয়া উচিত ,মনে রাখবেন আপনি এমন এক ভ্রমণে যাচ্ছেন হয়তো ভিজবেন না হয় পাহাড়ে ঘাম ঝড়াবেন সুতরাং পোশাকটা হতে হবে কমফোর্টেবল ,এক্ষেত্রে পানি ধরেনা বা ধরলেও সহজে শুকিয়ে যায় এ ধরনের পোশাক পড়বেন ,পোশাক হিসেবে টিশার্ট এবং থ্রি কোয়ার্টার প্যান্ট হতে পারে আদর্শ পোশাক ,তবে কোনভাবেই ভারী পোশাক পড়বেন না, পাতলা পোশাক পড়বেন যেন সহজে শুকিয়ে যায় । এক্ষেত্রে বাজারে অনেক পলিস্টার কাপড় বা প্যারাসুট কাপড়ের ট্রাভেলারদের কিছু প্যান্ট পাওয়া যায় সেগুলো আপনাকে সর্বোচ্চ কমফোর্ট দিবে এই্ ধরনের ট্যুরে আর গেন্জি হিসেবে স্পোর্টসের গেন্জিগুলো ভালো :) 
নারীদের ক্ষেত্রে এই ধরনের ট্যুরে আমি একটু ভিন্নভাবে এ্যড করে দিতে চাই সাধারন লাইফের থ্রি পিস বা সেলোয়ার কামিজ এই ধরনের ট্যুরে আপনাকে যথেষ্ট অস্বস্তিতে ফেলবে সেক্ষেত্রে থ্রি কোয়ার্টার বা জিন্সের প্যান্ট বা ট্রাভেলারদের পলিস্টার বা প্যারাসুটের প্যান্টগুলো আপনাকে সর্বোচ্চ কমফোর্ট দিবে বা লেগিংস ও পড়তে পারেন । এছাড়া কামিজের পরিবর্তে একটু মোটা টিশার্ট বা কামিজ পড়ে তার উপরে একটা টির্শাট পড়ে নিলে ঝর্নাতে বা পানিতে ভিজার ক্ষেত্রে আপনাকে স্বাচ্ছন্দ্য দিতে পারে :) এছাড়া অনেকেই জিন্সের শার্টগুলো পড়ে সেগুলোও ভালো সলিউশন হতে পারে :) 


  • পায়ের গোড়ালীতে বা পেশিতে অনেক সময় ঝিরিতে বা পাহাড়ে হাটতে গেলে টান পড়ে সেজন্য ফুটবল খেলার যে এ্যাংলেটগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন :) এগুলো খুব কাজে দেয় হাটতে গেলে :) দামও কম জোড়া ২০/৩০ টাকা । 
  • মোবাইল বা আপনার জরুরী জিনিসপত্র যেমন ক্যামেরা /মানিব্যাগ এসব বাঁচাতে এক্সটা পলিথিন নিতে পারেন :) এছাড়া আপনি নিয়মিত ভ্রমণকারী হলে কোমরে বাঁধার কিছু ওয়েস্ট ব্যাগ আছে ,ওয়াটার প্রুফ এ ধরনের ছোট ব্যাগগুলো নিলে তাতেই এসব জরুরী জিনিসপত্র রেখে কোমরে বেঁধে নিশ্চিন্তে হাটতে পারেন :) 
  • ব্যাগ যতটা হালকা করে নেওয়া যায় ততই ভালো ,ব্যাগকে বৃষ্টি থেকে বাঁচাতে রেইন কভার ব্যবহার করতে পারেন ,ব্যাগের দোকানগুলোতে একশ দুইশো টাকায় রেইন কভার পাবেন 
  • অনেক সময় দেখা যায় আমরা হাঁটা শুরু করলাম আর বৃষ্টি এসে গেলো সেক্ষেত্রে পাতলা পলিথিনের কিছু রেইনকোট আছে সেগুলো নিতে পারেন দামও কম এক দেড়শো টাকার মতো যদি সেটাও না নেন তবে মাথাটা বৃষ্টি থেকে বাঁচাতে একটা পলিথিন মাথায় বেঁধে নিতে পারেন :) 
  • জোঁক ,ওরে বাবা !!! কি ভয় করছে ,আসলে ঝর্না দেখতে গেলে অনেকে জোঁকের ভয়ে কাঁপতে থাকে ,ভয়ের কিছু নেই জোঁক এত ভয়ের কিছু না ,জোঁকের ক্ষেত্রে সামান্য লবণ নিয়ে নিতে পারেন যেখানে জোঁক ধরবে জাস্ট লবনটা লাগিয়ে দিবেন দেখবেন জোঁক বাপ বাপ করে পালাবে ,এছাড়া সিগারেটের তামাকও জোঁক তাড়াতে কাজে দেয় । জর্দা পাতাও ভালো কাজ দেয় । 
তবে জোঁক তেমন ক্ষতিকর নয় বলে অনেকের পরামর্শ হলো জোঁক রক্ত খেয়ে নিজেই পড়ে যাবে সো এটাকে এভাবে না তাড়িয়ে এটা এটার মত রক্ত খেয়ে পড়ে গেলেই বরং ভালো । 


মোটামুটি সাধারণ মানের ট্রেকিং বা ঝিরিতে হেটে ঝর্ণা দেখার ক্ষেত্রে এই পরামর্শ গুলো আপনার অবশ্যই কাজে দিবে এবং আপনার ভ্রমণকে আরও সহজ করে তুলবে :) 

হ্যাপি ট্রাভেলিং :) 


আরও কোন প্রয়োজন হলে আমাকে ফেইসবুকে নক দিতে পারেন বা আমার ভ্রমণ গ্রুপ স্বপ্নযাত্রায় পোস্ট দিতে পারেন তাহলে সাথে সাথে হেল্প পাবেন ইনশাল্লাহ :) 

0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন