বিশ্বের সবচেয়েই উঁচু পেট্রোল পাম্প রয়েছে ভারতে । ভারতের হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালীর কাজাতে এটি অবস্থিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৩৭৪০ মিটার মানে ১২২৭০ ফুট উঁচুতে অবস্থিত।এই পেট্রোলপাম্পটি মুলত স্পিতি ভ্যালীর একমাত্র পেট্রোল পাম্প ।

ওই এলাকা/ভ্যালির একটি একমাত্র পেট্রোল পাম্প।ট্যুরিস্ট সিজনে প্রতিটি গাড়ীর ধরণ অনুযায়ী কতটুকু তেল দেওয়া হবে তা নির্ধারিত থাকে তাই চাইলেই কেউ অতিরিক্ত তেল নিতে পারেনা।
এই পেট্রোল পাম্পটির সবচয়ে নিকটবর্তী পেট্রোল পাম্পটি কিন্নরের পওয়ারীতে এবং মানালীর কুলুতে । দুইটি স্টেশনই এখান থেকে প্রায় ২০০ কিমি দুরে ।
তবে নানা সময়ে বিশেষ করে বর্ষা ও ভারী স্নোফল হলে এখানে পেট্রোলের শর্টেজ দেখা দেয় যেহেতু পাহাড়ী এলাকা তাই সঠিক সময়ে তেলবহনকারী লরিগুলো পৌছাতে পারেনা ।
এই স্টেশনটি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের আওতায় চলে যেখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম বা এইচপি সাহায্য করে থাকে।
0 comments:
Post a Comment