পৃথিবীতে আজব কত ঘটনাই না ঘটে সব ঘটনার ব্যাখা বিজ্ঞান দিতে পারেনা কিছু ঘটনা রহস্যময়ই রয়ে যায়। তেমনই এক ঘটনা বহু বছর ধরে চলে আসছে ভারতের ছোট্র কোদিহনী গ্রামে । সে গ্রামে জমজ শিশু জম্মের হার এতই বেশি যে বিজ্ঞানও চমকে উঠেছে আজও খুজে বেড়াচ্ছে এর কারণ কি ।
ভারতের কেরালা রাজ্যের মালাপুরাম জেলার ছোট্ট গ্রাম কোদিনহী। যেখানে প্রায় দুই হাজার পরিবার বসবাস করে থাকে এবং অধিকংশই সুন্নি মুসলিম । কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ২০০০ পরিবারের মাঝে অন্তত ৪০০ পরিবারে জন্ম নিয়েছে জমজ শিশু ।
এ বিস্ময়কর ঘটনার কারণে এ গ্রামটিকে জমজ শিশুর গ্রাম বা টুইন টাউনও বলা হয়ে থাকে ।
ভারতে স্বাভাবিক ভাবে প্রতি ১০০০ সন্তান জন্ম নিলে ৯টি জমজ শিশু জন্মায় সেখানে কোদিহনী গ্রামে এই হার ৪৫ । যা সে দেশের গবেষকদের অবাক করেছে । এত বেশি জমজ শিশু একটি গ্রামে যা বিভিন্ন গবেষক নানা সময়ে এর কারণ কি জানার চেষ্টা করেছে কিন্তু এখনো এর কুল কিনারা করতে পারেনি । এখানকার অধিবাসীদের শারীরিক কোন বিশেষত্ব নাকি এই জায়গাটির কোন বিশেষত্ব তাও এখনও বের করতে পারেনি ।
গবেষক Dr. Sribiju বলেন টুইন বাচ্চা প্রসবের এ ধারা আজ থেকে ৬০-৭০ বছর আগে এই গ্রামে শুরু হয় যা এখন পর্যন্ত বেড়েই চলছে বেড়েই চলছে আমি জানিনা ঠিক কি কারণে এ ঘটনা ঘটছে । গ্রামবাসীর মতে এখানে প্রথম জমজ শিশু জনম হয় ১৯৪৯ সালে ।
২০১৮ সালে ভারতীয় এবং জামার্নীর একদল গবেষক সে গ্রামে গবেষণার জন্য যান কিন্তু তারা এর কোন সঠিক কারণ খুজে পাননি । জেনেটিকলী এমন হচ্ছে নাকি গ্রামের পানি ও মাটির জন্য এমন হচ্ছে তা পুরোপুরি শিউর হয়ে তারা বলতে পারেনি । এমনও দেখা যায় যে ওই গ্রামের মেয়েদের দুরে কোথাও বিয়ে দিলেও দেখা যায় সেখানেও টুইন বাচ্চার জন্ম হচ্ছে
মুলত এই বিষয়টি ২০০৬ সালে নজরে আসে যখন এক ট্যুরিস্ট ওদিকে ঘুরতে গিয়ে দেখেন যে ওখানকার এক স্কুলে মোট ২৪ জোড়া টুইন বাচ্চা আছে তারপর সে দেখে সব বাচ্চাগুলোই একই গ্রাম থেকে এসেছে তারপরই সে গ্রামে খোজ নিয়ে ২৫০ জোড়া টুইন বাচ্চা পাওয়া যায় তখন এ নিয়ে রিপোর্ট হওয়াতে পুরো ভারতে হই চই পড়ে যায় ।
ওই গ্রামে বর্তমানে The Twins and Kins Association নামে একটি সমিতিও করা হয়েছে জমজ মানুষদের জন্য ।
জমজ শিশু হবার মজার অভিজ্ঞতাও রয়েছে শিশুদের তার মাঝেএক জমজ শিশু রোকেয়া ও আবিদা বলেন আমরা অনেক সময়ই স্কুলে একজন গিয়ে আরেকজনের রুল কল দিয়ে আসি যা টিচাররা ধরতে পারেনা আবার অনেক সময় আমরাও মজা করে অনেককে কনফিউজড করে দেই যে কে রোকেয়া আর কে আবিদা । এটা আমাদের বেশ মজাই লাগে ।
এমন জমজ শিশু জন্মের হার আরও দেখা যায় ব্রাজিলে এবং নাইজেরিয়ার ইগবোওয়া শহরে যাকে বলা হয় Twin Capital of the World.
আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ।
0 comments:
Post a Comment