ভারতীয় মেডিকেল ভিসা পেতে কি কি লাগে করণীয় সহ বিস্তারিত গাইডলাইন

ভ্রমণের পাশাপাশি এদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যাচ্ছে চিকিৎসা করতে । চিকিৎসা করার উদ্দেশ্যে যাওয়া মানুষের সঠিক গাইড লাইনের অভাব দেখা যায় । তারা আসলে কি করবে বুঝে উঠতে পারেনা আর সেজন্য আমার অভিজ্ঞতা থেকে লিখে ফেললাম ভারতীয় মেডিকেল ভিসা পাবার পুরো প্রক্রিয়াটি । 


ভারতীয় মেডিকেল ভিসা পেতে হলে আপনার কোন ইটোকেনের প্রয়োজন নেই সরাসরি সব কাগজপত্র নিয়ে জমা দিয়ে দিতে পারবেন । মনে রাখবেন রোগীর সাথে অবশ্যই এক বা দুইজন এটেন্ডেন্স যেতে হবে শুধু রোগী গেলে মেডিকেল ভিসা পাবেন না । রোগী বা তার এটেন্ডেন্স যে কেউ কাগজপত্র জমা দিতে পারবে । 

এখন আসি আসল কথায় কি কি কাগজপত্র লাগবে 

রোগীর জন্য যেসব কাগজপত্র লাগবে সেগুলো হলো ;
  • ভিসা এ্যাপ্লিকেশন ফর্ম 
  • ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি 
  • পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • বর্তমান ঠিকানার বিদ্যুত বিলের কপি 
  • ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ড্রোসমেন্ট 
  • ছাত্র হলে আইডি কার্ডের ফটোকপি /চাকুরিজিবি হলে এনওসি /ব্যবসায়ী হলে ট্রেডলাইসেন্স 
  • বাংলাদেশী ডাক্তারের রেফার লেটার 
  • ইন্ডিয়ান ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার যা আপনি মেইল করলে ভারতের ডাক্তার বা হাসপাতালগুলো পাঠিয়ে দিবে 
  • আপনার বিগত ছয় মাসের সমস্ত ডাক্তারী রিপোর্ট এর মেইন কপি এবং ফটোকপি ,মেইন কপিগুলো দেখে ফেরত দিয়ে দিবে । 
এগুলো হল যে রোগী তার কাগজপত্র । এবার আসি রোগীর সাথে যে যাবে মানে মেডিকেল এটেন্টেডেন্স তার কি কি কাগজপত্র লাগবে 

  • ভিসা এ্যাপ্লিকেশন ফর্ম 
  • ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি 
  • পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • বর্তমান ঠিকানার বিদ্যুত বিলের কপি 
  • ডলার এন্ড্রোস বা ব্যাংক স্ট্রেটমেন্ট 
  • ছাত্র হলে আইডি কার্ডের ফটোকপি /চাকুরিজিবি হলে এনওসি /ব্যবসায়ী হলে ট্রেডলাইসেন্স 
  • বাংলাদেশের ডাক্তারের রেফার কপি 
  • ভারতের ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার । 
এসব কাগজপত্র যে মেডিকেল এটেন্ডেন্স সে জমা দিতে পারবে এক্ষেত্রে রোগীর নিজে থাকার কোন প্রয়োজন নেই । 

কিছু পরামর্শ :

-মেডিকেল ভিসা নিয়ে আপনি ভারতের যেকোন ডাক্তার বা হাসপাতালেই চিকিৎসা নিতে পারবেন 
-চিকিতসা শেষে ডিসচার্জ পেপার বা ভবিষ্যতে আবারও চিকিৎসার প্রয়োজন হলে তার পেপারসগুলো বুঝে নিয়ে আসবেন । 
-মেডিকেল ভিসা নিয়েও আপনি ঘুরতে পারবেন  কোন সমস্যা হবেনা । 
-একজন রোগীর সাথে সর্বোচ্চ তিনজন মেডিকেল এটেন্ডেন্স যেতে পারে । 

আশা করি সব বুঝে গেছেন কিভাবে মেডিকেল ভিসা পেতে হয় তারপরও না বুঝলে আমাকে ফেইসবুকে নক দিতে পারেন 


1 comments:

Unknown said...

বাংলাদেশের ডাক্তারের রেফার কপি কি? ডাক্তারের শুধু প্রেসক্রিপশন দিলে হবে না?

Post a Comment

লেখাটি শেয়ার করুন