পাসপোর্ট ,দেশের বাইরে পৃথিবীর যেকোন দেশেই ভ্রমণ করতে আপনার অবশ্যই প্রয়োজনীয় একটি ডকুমেন্ট । পাসপোর্ট ছাড়া কেউই নিজ দেশের বাইরে ভ্রমণ বা কাজের জন্য যেতে পারেনা সেজন্য বিদেশ গমণে ইচ্ছুক প্রত্যেককে পাসপোর্ট করে নিতে হয় :)
দেশের প্রতিটি জেলা সদরেই রয়েছে পাসপোর্ট অফিস :) অথবা আপনি চাইলে ঢাকা থেকেও ঢাকাতে অস্হায়ী ঠিকানা দেখিয়ে করে নিতে পারবেন :)
নতুন পাসপোর্ট আবেদন কারীদের জন্য যা যা লাগবে :
- জাতীয় পরিচয় পত্র অথবা জন্মসনদ এর সত্যায়িত দুই কপি ফটোকপি ( ন্যাশনাল আইডি কার্ডের মুল কপিটিও সাথে নিয়ে যাবেন অনেক সময় দেখতে চায় দেখে আবার ফেরত দিয়ে দিবে )
- সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িত করে নিতে হবে) তবে মনে রাখবেন ছবি ফর্মে লাগানোর পরে ছবির উপর দিয়ে সত্যায়িত করতে হবে । সিল অর্ধেক ফর্মে অর্ধেক ছবি তে এভাবে সত্যায়িত করতে হবে । (ডেমো ফর্ম পোস্টের নীচে দিয়ে দিয়েছি দেখলেই বুঝবেন কিভাবে করতে হবে)
- পাসপোর্টের পুরণ করা ফরম দুই কপি
- ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ
- নাগরিকত্বের সার্টিফিকেট (এটা লাগতে পারে নাও লাগতে পারে সেজন্য জোগাড় করে সাথে নিয়ে যাওয়া ভালো লাগলে দিবেন না লাগলে দিবেন না )
এগুলোই হলো আপনার একটি পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :)
সবগুলো কাগজপত্রতো সংগ্রহ করে নিলেন এবার আসুন আমরা প্রসেসিং এ যাই ।।
প্রথমত আপনাকে ব্যাংকে পাসপোর্টের জন্য টাকা জমা দিতে হবে ,পাসপোর্ট সাধারণ ডেলিভারীর জন্য ৩৪৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে এই ধরনের পাসপোর্ট ৩০ দিনের ভিতরে পাওয়া যায় আর জরুরী পাসপোর্ট এর জন্য ৬৯০০ টাকা জমা দিতে হয় যা ১৫ দিনে ডেলিভারী দেওয়া হয় ।
প্রথমত আপনাকে ব্যাংকে পাসপোর্টের জন্য টাকা জমা দিতে হবে ,পাসপোর্ট সাধারণ ডেলিভারীর জন্য ৩৪৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে এই ধরনের পাসপোর্ট ৩০ দিনের ভিতরে পাওয়া যায় আর জরুরী পাসপোর্ট এর জন্য ৬৯০০ টাকা জমা দিতে হয় যা ১৫ দিনে ডেলিভারী দেওয়া হয় ।
জরুরী না হলে সাধারণ পাসপোর্ট করাই ভালো :) পাসপোর্টের জন্য টাকা জমা অনেক ব্যাংকেই নেয় যেমন সোনালী ব্যাংক ,ওয়ান ব্যাংক ,ট্রাস্ট ব্যাংক ,ব্যাংক এশিয়া ,ঢাকা ব্যাংক ইত্যাদি । যেকোন একটি ব্যাংকে গিয়ে বললেই হবে যে আপনি পাসপোর্টের জন্য টাকা জমা দিবেন তারা কাউন্টার দেখিয়ে দিবে সেখানে রিসিটে লিখে জমা দিয়ে রিসিটটা নিয়ে চলে আসবেন :) এই রিসিটটা কিন্তু যত্ন করে রাখবেন আপনি যে টাকা জমা দিয়েছেন এটাই এর প্রমাণ :)
পাসপোর্টের জন্য টাকা জমা দিলে এর মেয়াদ ৩ মাস পর্যন্ত থাকে মানে আপনি টাকা জমা দেওয়ার তিন মাসের মধ্যে এই জমা দেওয়ার রিসিট দিয়ে পাসপোর্ট করে নিতে পারবেন :)
টাকাতো জমা দেওয়া হয়ে গেলো এবার অনলাইনে ফর্ম পুরণ করার পালা এই লিংকে চলে যান http://www.passport.gov.bd/ এখান থেকে সবদেখে শুনে সাবধানে পুরো ফর্মটা পূরণ করে প্রিন্ট করে নিন ,যদি কোন কারণে কোন কিছুতে ভুল করে থাকেন তাহলে সমস্যা নেই আগেরটা বাদ দিয়ে আবার ফর্ম পুরণ করে নিন :) প্রিন্ট কিন্তু দুই কপি করবেন :) সাদাকালো বা রঙ্গিন কোন সমস্যা নেই একটা হলেই হবে :) আর হ্যাঁ একটা পেইজের উভয় সাইডেই প্রিন্ট করবেন না হয় অনেক সময় জমা নিতে সমস্যা করে । প্রিন্ট করে আপনার পাসপোর্ট ছবি লাগিয়ে নিন গাম দিয়ে :) মনে রাখবেন ফর্মে ছবি লাগানোর পর ছবির উপর দিয়ে সত্যায়িত করবেন ছবি :)
আর হ্যাঁ অনলাইনে একবার ফর্ম পূরণ করার পর ১৫দিন পর্যন্ত মেয়াদ থাকে জমা দেওয়ার ১৫দিনের মাঝে জমা না দিলে তা অনলাইন ডাটাবেজ থেকে মুছে যায় সেক্ষেত্রে আবারও ফর্ম পুরণ করে নিতে হবে :)
আপনার কাজ মোটামুটি শেষ এবার আপনার কাছের পাসপোর্ট অফিসে সবকিছু নিয়ে চলে যান ভিতরে প্রবেশ করে সিরিয়াল ধরে ছবি তুলে আঙ্গুলের ছাপ দিয়ে নিন ব্যাস কাজ শেষ :)
এরপর কিছুদিন পরই আপনার ঠিকানা ভ্যারিফিকেশনের জন্য পুলিশ আপনাকে ফোন দিবে :) পুলিশ আপনার সাথে দেখা করবে বা আপনার বাসায় আসবে ঠিকানা যাচাই বাছাই করার জন্য । এক্ষেত্রে পুলিশ আপনার ব্যাপারে নিশ্চিত হবার জন্য এনআইডি/ জন্মসনদ/নাগরিক সনদ চাইতে পারে :) সবকিছু ঠিক থাকলে সাধারণত ৩০ দিনের মাঝেই আপনার পাসপোর্ট ডেলিভারী নেবার জন্য আপনাকে মোবাইলে মেসেজ দেওয়া হবে :) মেসেজ পেলে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটি সংগ্রহ করে নিবেন ।
ব্যাস হয়ে গেলো সবকিছু :) বেরি সিম্পল তাইনা ?
পাসপোর্ট সংক্রান্ত আরও কিছু ছোট্র টিপস
পাসপোর্ট সংক্রান্ত আরও কিছু ছোট্র টিপস
- পাসপোর্ট অফিসে আবেদন পত্র জমা সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নেওয়া হয়
- অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
- বিবাহিতদের ক্ষেত্রে ম্যারিজ সার্টিফিকেট চাইতে পারে ।
- মৃত ব্যক্তিদের বেলায় Late /মরহুম /মৃত এসব লেখা যাবেনা
একটি পাসপোর্ট ফরম পুরণ করার পুরো চার পেইজের ডেমো দিয়ে দিলাম ছবিতে :) যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় :) ছবিতে ক্লিক করলেই বড় করে দেখতে পাবেন :)
![]() |
প্রথম পেইজ |
![]() |
২য় পেইজ |
![]() |
৩য় পেইজ |
![]() |
৫ম পেইজ ,এখানেও কিন্তু ঠিক ছবির মতো সত্যায়িত করতে হবে |
আশা করি এখন আর বুজতে সমস্যা হবেনা :)
13 comments:
ভাইয়া নিজেস্ব জমি নাই ৷তবে 20 বছরের বেশি সময় ধরে সেখানে বাস করেন যদি তাহলে পাসপোর্ট পাওয়া কি সম্ভব
নিজস্ব জমি নাই অনেক দিন অর্থাৎ দীর্ঘ 15-20 বছর অন্যের জমিতে থেকে আসছেন উনার কি পাসপোর্ট হবে
জানালে খুব উপকৃত হব
সত্যায়িত কার কাছ থেকে নিতে হবে ভাই?
ভাই ভোটার হই নাই...
বয়স ১৯ চলে...
পাসপোর্ট করা যাবে কি...???
ভাই ভোটার হই নাই...
বয়স ১৯ চলে...
পাসপোর্ট করা যাবে কি...???
যদি পাসপোর্ট অফিসে অনলাইন কাগজ জমা না রাখে তাহলে কি করবো
ফরম নিয়ে জমা দেয়ার সময় কোনো দালালি সমস্যায় ভুগতে হবে না তো?
Thanks baiya apni khub valo kore bujate Pere chen
thanks you via
thanks
ভাই কাকে দিয়ে সত্যায়িত করতে হবে যদি ব্যাপারটা বুঝিয়ে বলতেন ভালো হতো?
সুন্দর উপস্থাপন এবং সংক্ষিপ্ত তথ্যের জন্য আন্তরিক ধন্যবাদ
ধন্যবাদ মুল্যবান তথ্য দেওয়ার জন্য
Post a Comment