পাসপোর্ট নবায়ন বা সংশোধন করবো কিভাবে বিস্তারিত ব্লগ

পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে বা মেয়াদ শেষ হবার আগেই নানা কারণে পাসপোর্ট রিনিউ করতে হয়। আজকের ব্লগে পাসপোর্ট রিনিউ কিভাবে করতে হয় তার একটি প্রক্রিয়া দেখাবো । আশা করি এতে আপনারা উপকৃত হবেন




 পাসপোর্ট নবায়নের জন্য যেসকল প্রক্রিয়া বা কাগজপত্র আপনার লাগবে

 ১. রি ইস্যু বা পাসপোর্ট নবায়নের ফরম সংগ্রহ  :

পাসপোর্ট রিনিউ বা সংশোধনী করার জন্য আপনাকে সরকার নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে ফর্মটি হচ্ছে- DIP form 2. এই ফর্মটি পাসপোর্ট অফিসে গিয়েও সংগ্রহ করতে পারেন কিংবা বাংলাদেশ সরকারের  http://passport.gov.bd/Reports/MRP_Information_Alteration_Correction.pdf থেকে পাওয়া যাবে।  অনলাইন থেকে ডাউনলোড করে ফর্মটি প্রিন্ট করে তা পূরণ করে নির্দিষ্ট পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হয়। এক্ষেত্রে বলে দেই রিনিউ বা কোন তথ্য সংশোধন উভয়ের জন্যই একই ফর্ম মানে DIP form 2 :)


 ২. ব্যাংক ফি: 

পাসপোর্ট এর টাকা জমা দেওয়ার নির্ধারিত ব্যাংকে গিয়ে নির্ধারিতে স্লিপ সংগ্রহ করতে হয়। এরপর তা পূরণ করে  সাধারন ক্ষেত্রে ৩৪৫০ টাকা (৩০ দিন লাগবে সর্বোচ্চ পাসপোর্ট পেতে) ,জরুরী হলে ৬৯০০ টাকা (১৫ দিন লাগবে পাসপোর্ট পেতে) ( যদি আপনার পূর্বের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়  হয়ে যায় সেক্ষেত্রে প্রতি বছরের জন্য ৩৪৫ টাকা জরিমানা আরেকটা আলাদা ব্যাংক স্লিপ নিয়ে  জমা দিতে হবে। যেসকল ব্যাংকে পাসপোর্ট ফী জমা দিতে পারবেন তা হলো ১) সোনালী ব্যাংক ২) ট্রাস্ট ব্যাংক ৩) ব্যাংক এশিয়া ৪) প্রিমিয়ার ব্যাংক ৫) ঢাকা ব্যাংক ৬) ওয়ান ব্যাংক


৩. যেসকল ডকুমেন্টস প্রয়োজন হবে:

নতুন করে পাসপোর্ট রিনিউ করতে ব্যাংকে টাকা জমা দেয়ার স্লিপ এবং নির্ধারিত ফর্ম পূরণের পর ওই ফর্মের সাথে কিছু ডকুমেন্টস বা পেপার জমা দিতে হয়।


  • পুরনো পাসপোর্ট এবং এর সত্যায়িত কপি 
  • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন (BIRTH CERTIFICATE) -এর সত্যায়িত কপি
  •  ছবির কোন প্রয়োজন হয় না, তবে চাইলে লাগানো যেতে পারে
  • **বি:দ্র: নবায়নের  আবেদনপত্র জমা এবং পাসপোর্ট ডেলিভারির সময় পুরাতন পাসপোর্ট অবশ্যই সাথে নিতে হয়।** আবেদন জমা নেওয়ার সময় পুরাতন পাসপোর্ট দেখে আবার আপনাকে ফেরত দিয়ে দিবে আবার ডেলিভারীর সময়ও পুরাতন পাসপোর্ট দেখে ফেরত দিয়ে দিবে 


আশা করি আপনারা বুঝে গেছেন আরও বুজার স্বার্থে নবায়ন / তথ্য সংশোধন ফর্মের একটি স্যাম্পল দিয়ে দিলাম 


ফর্মটি ঠিক এভাবে পুরণ করবেন । তবে অনেকেই আছে যারা পুরাতন পাসপোর্টের তথ্য পরিবর্তন করতে চায়  বা বর্তমান পাসপোর্টেরই তথ্য পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে ফর্মে বর্তমান প্রদর্শিত তথ্য এবং পরিবর্তন করে কি দিতে চান তা উল্লেখ করতে হবে ঠিকভাবে । 

তবে এক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই বর্তমান পাসপোর্ট অধিদপ্তের সিদ্ধান্ত মোতাবেক নিজের নাম ,বাবার নাম মায়ের নাম ,জন্মতারিখ  ইত্যাদি পরিবর্তন করা সম্পূর্ণ বন্ধ আছে শুধুমাত্র প্রফেশন ,স্বামী /স্ত্রীর নাম ,ঠিকানা এবং কনটাক্ট নাম্বার শুধু পরিবর্তন  করতে পারবেন এছাড়া আর কিছু পরিবর্তন করতে পারবেন না । 

কবে নাগাদ সরকার নিজের নাম বাবার নাম মায়ের নাম জন্মতারিখ এসব কারেকশন করতে দিবে তার কোন তথ্য নেই আমাদের হাতে । যদি সরকার নতুন করে এই বিষয়ে কোন আপডেট দেয় তবে পোস্টে আপডেট করে দিবো 

0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন